Skip to content

 

কাঁঠাল চাষে সেচ পদ্ধতি

কাঁঠাল চাষে সেচ পদ্ধতি

কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল। বাংলাদেশের সব জেলাতেই কাঁঠালের চাষ হয়।

কাঁঠাল সাধারণত ভাল নিষ্কাশনযুক্ত মাটিতে ভাল হয়। ইহা একদিকে যেমন জলাবদ্ধতা সহ্য করতে পারে না, অন্যদিকে মাটিতে রসের ঘাটতি হলেও ভাল ফলন দেয় না।

কাঁঠাল গ্রীষ্মকালীন ফল বিধায় শুষ্ক আবহাওয়ার সময়ই চাষাবাদ করা হয়। সাধারণত এ সময়ে বৃষ্টিপাত হয়না বললেই চলে। আমাদের বাংলাদেশের কৃষকেরা সাধারণত কাঁঠাল গাছে সেচ প্রদান করে না। সে কারণে ফুল আসার সময় হতে ফল ধরা বা বৃদ্ধি পর্যায়ে মাটিতে পরিমিত রস না থাকার কারণে কাঁঠালের উৎপাদন দারুণভাবে ব্যাহত হয়।

সেচবিহীন কাঁঠাল গাছ
সেচবিহীন কাঁঠাল গাছ
সেচকৃত কাঁঠাল গাছ
সেচকৃত কাঁঠাল গাছ

বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুর এলাকায় ৪-৫ বৎসর যাবৎ গবেষণার মাধ্যমে দেখা যায়, প্রতি বৎসর অক্টোবর মাসে একবার সার প্রয়োগসহ ফুল আসার সময় হতে ফল পরিপক্ক হওয়ার সময় পর্যন্ত প্রতি ১৫ দিন অন্তর সেচ দিলে ফলন ৩.০-৩.৫ গুণ ফলন বেশি হয়।

নিম্নে কাঁঠাল চাষে সেচ পদ্ধতি বর্ণনা করা হলো-

সারের ব্যবহার:

অক্টোবর মাসে নিম্নোক্ত হারে গাছে সার প্রদান করে একটি স্বাভাবিক সেচ দিতে হয়। প্রতিটি ফলন্ত গাছের জন্য সারের মাত্রা নিম্নরূপ:

সারের নামপরিমাণ/গাছ প্রতি
গোবর/কম্পোস্ট৩০ কেজি
ইউরিয়া১০০০-১১০০ গ্রাম
টিএসপি১৫০০ গ্রাম
এমওপি১০০০-১১০০ গ্রাম
জিপসাম২৫০ গ্রাম

গাছের গোড়া থেকে ২-২.৫ মিটার দূরে বৃত্তাকার আকারে ড্রিবলিং পদ্ধতিতে (গর্ত করে) এ সার প্রয়োগ করলে ভাল হয়। এতে শিকড়ের কোন ক্ষতি হয় না।

সেচ প্রয়োগ/পদ্ধতি:

  1. গাছের গোড়া হতে ২ থেকে ৩ মিটার দূরে বৃত্তাকার বেসিন তৈরি করে সেচ প্রয়োগ করতে হয়।
  2. গভীর বা হস্তচালিত নলকূপ হতে পলিথিন হুস পাইপের সাহায্যে পানি বৃত্তাকার বেসিনে প্রয়োগ করায় উত্তম।
  3. সেচ এমনভাবে প্রয়োগ করতে হয় যেন শিকড়ের ১ মিটার গভীর পর্যন্ত মাটি ভালভাবে ভেজে।
  4. অতিরিক্ত সেচের দরুণ ৫-৭ ঘণ্টার বেশি সময় যেন গাছের গোড়ায় জলাবদ্ধতা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।
See also  লবণাক্ত অঞ্চলে ফসল চাষে সেচ পদ্ধতি

সেচ প্রয়োগে ফলনের প্রভাব:

গবেষণার ফলাফলে দেখা গেছে, গাছে ফুল আসা হতে শুরু করে ফল পাকা পর্যন্ত প্রতি ১৫ দিন অন্তর সেচ দিলে সেচ বিহীন গাছের তুলনায় প্রায় ৩.০-৩.৫ গুণ ফলন বেশি পাওয়া যায়।

শুধুমাত্র ফুল আসার সময় এবং ফল ধরার সময় ২ বার সেচ প্রয়োগ করলেও সেচবিহীন গাছের চেয়ে প্রায় ২ গুণ ফলন বেশি পাওয়া সম্ভব।

[সূত্র: বিএআরআই]

Leave a Reply

nv-author-image

ইন বাংলা নেট কৃষি

পশু-পাখি পালন ও চাষাবাদ সম্পর্কিত যা কিছু বাংলাতে।View Author posts