Skip to content

কারক কাকে বলে? উদাহরণসহ কারকের বিভিন্ন প্রকার

কারক কাকে বলে, উদাহরণসহ কারকের বিভিন্ন প্রকার

বন্ধুরা, ইন বাংলা নেট ব্লগের আজকেই এই পোষ্টটিতে আমরা- কারক কাকে বলে ও উদাহরণসহ বিভিন্ন প্রকার সম্পর্কে জানব। চলুন শুরু করি।

(১) কারক কাকে বলে?

কারক কাকে বলে: কারক অর্থ যা ক্রিয়া সম্পাদন করে। এর সন্ধিবিচ্ছেদ হলো কৃ + ণক = কারক। বাক্যস্থিত ক্রিয়া পদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে।

(২) কারকের প্রকারভেদ/শ্রেণীবিভাগ

কারক ছয় প্রকার। যথা-

  1. কর্তৃকারক
  2. কর্মকারক
  3. করণ কারক
  4. সম্প্রদান কারক
  5. অপাদান কারক
  6. অধিকরণ কারক

(৩) উদাহরণসহ কারকের বিভিন্ন প্রকার

ক) কর্তৃকারক

কর্তৃকারক কাকে বলে: বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্তৃকারক বলে। অর্থাৎ, ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উওর পাওয়া যায় তাই কর্তৃকারক।

যেমন- ছেলেরা ফুটবল খেলে। (কারা খেলে? ছেলেরা = কর্তৃকারক)

কর্তৃকারকের প্রকারভেদ: বাক্যের ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য বা বৈশিষ্ট্য অনুযায়ী কর্তৃকারক ৪ প্রকার। যথা-

  1. মূখ্য কর্তা
  2. প্রযোজক কর্তা
  3. প্রযোজ্য কর্তা
  4. ব্যতিহার কর্তা

মূখ্য কর্তাঃ যে নিজে নিজেই ক্রিয়া সম্পাদন করে তাকে মূখ্য কর্তা বলে।

যেমন- মেয়েরা ফুল তোলে।

প্রযোজক কর্তাঃ মূল কর্তা যখন অন্যকে কোন কাজে নিয়োজিত করে তা সম্পন্ন করায়, তাকে প্রযোজক কর্তা বলে।

যেমন- মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন।

প্রযোজ্য কর্তাঃ মূল কর্তার করণীয় কার্য যাকে দিয়ে করানো হয়, তাকে প্রযোজ্য কর্তা বলে।

যেমন- মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন।

ব্যতিহার কর্তাঃ কোন বাক্যে যে দুটো কর্তা একসাথে একই জাতীয় কাজ করে, তাদের ব্যতিহার কর্তা বলে।

যেমন- বাঘে-মহিষে এক ঘাটে জল খায়।

খ) কর্মকারক

কর্মকারক কাকে বলে: যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে।

কর্মের প্রকারভেদ: কর্ম ২ প্রকার। যথা-

  1. মুখ্য কর্ম
  2. গৌণ কর্ম

যেমন- ইফাদ আমাকে (গৌণ কর্ম) একটি ফুল (মুখ্য কর্ম) কিনে দিয়েছিলেন।

কর্মকারকের প্রকারভেদ/শ্রেণীবিভাগ: কর্ম ৪ প্রকার। যথা-

  1. সকর্মক ক্রিয়ার কর্মঃ ইসরাত ফুল তুলছে।
  2. প্রযোজক ক্রিয়ার কর্মঃ মেয়েটিকে বিছানায় শোয়াও।
  3. সমধাতুজ কর্মঃ খুব এক ঘুম ঘুমিয়েছি।
  4. উদ্দেশ্য ও বিধেয়ঃ দ্বিকর্মক ক্রিয়ার দুটি পরস্পর অপেক্ষিত কর্মপদ থাকলে প্রধান কর্মটিকে উদ্দেশ্য কর্ম এবং অপেক্ষিত কর্মটিকে বিধেয় কর্ম বলা হয়। যেমন- দুধকে (উদ্দেশ্য কর্ম) মোরা দুগ্ধ (বিধেয় কর্ম) বলি।

গ) করণ কারক

করণ কারক কাকে বলে: করণ অর্থ- যন্ত্র, সহায়ক, উপায়। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, সহায়ক বা উপায়কেই করণ কারক বলে। অর্থাৎ, ক্রিয়াপদকে কিসের দ্বারা বা কী উপায়ে প্রশ্ন করলে যে উওর পাওয়া যায় তাকেই করণ কারক বলে।

যেমন-

ইফাদ কলম দিয়ে লিখে। (উপকরণ = কলম)

ছেলেরা বল খেলে। (উপকরণ = বল)

ঘ) সম্প্রদান কারক

সম্প্রদান কারক কাকে বলে: যাকে স্বত্ব ত্যাগ করে দান,অর্চনা, সাহায্য ইত্যাদি করা হয় তাকে সম্প্রদান কারক বলে।

যেমন-

ভিক্ষুককে ভিক্ষা দাও।

সৎপাত্রে কন্যা দান কর।

জ্ঞাতব্যঃ স্বত্ব ত্যাগ করে না দিলে কর্মকারক হবে।

যেমন- 

ধোপাকে কাপড় দাও।

ঙ) অপাদান কারক

অপাদান কারক কাকে বলে: যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ব, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয় তাকে অপাদান কারক বলে

যেমন-

মেঘ থেকে বৃষ্টি পড়ে। (বিচ্যুত)

দুধ থেকে দই হয়। (গৃহীত)

খেজুর রসে গুড় হয়। (জাত)

ইত্যাদি।

চ) অধিকরণ কারক

অধিকরণ কারক কাকে বলে: ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে।

যেমন- আমরা প্রতিদিন বিশ্ববিদ্যালয়ে যাই। (স্থান)

অধিকরণ কারকের প্রকারভেদ/শ্রেণীবিভাগ: অধিকরণ কারক ৩ প্রকার। যথা-

  1. ঐকদেশিক
  2. অভিব্যাপক
  3. বৈষয়িক

ঐকদেশিকঃ বিশাল স্থানের যেকোন অংশে ক্রিয়া সংগঠিত হলে তাকে ঐকদেশিক আধারাধিকরণ বলে।

যেমন- বনে সিংহ আছে।

অভিব্যাপকঃ উদ্দিষ্ট বস্তু যদি সমগ্র আধার ব্যাপ্ত করে বিরাজমান থাকে তাকে অভিব্যাপক আধারাধিকরণ বলে।

যেমন- তিলে তৈল আছে।

বৈষয়িকঃ বিষয় বিশেষে বা কোন বিশেষ গুণে কারও কোন দক্ষতা বা ক্ষমতা থাকলে সেখানে বৈষয়িক অধিকরণ হয়।

যেমন- ইফাদ বাংলায় কাঁচা, কিন্তু কম্পিউটারে ভালো।

(৪) একটি বাক্যে ৬টি কারকের উদাহরণ

ইফাদ প্রতিদিন ভাঁড়ার থেকে নিজ হাতে গরিবদের চাল দিতেন।

এখানে-

ক্রমউদাহরনকারক
০১ইফাদকর্তৃ
০২চালকর্ম
০৩হাতেকরণ
০৪গরিবদেরসম্প্রদান
০৫ভাঁড়ার থেকেঅপাদান
০৬প্রতিদিনঅধিকরণ

(৫) কারক মনে রাখার কৌশল

ক্রিয়াপদকে প্রশ্ন করলে যে উওর পাওয়া যায়কারক
কে/কারা?কর্তৃ
কি/কাকে?কর্ম
কীভাবে/কেন/কিসের দ্বারা?করণ
কি/কাকে? (স্বত্ব ত্যাগ)সম্প্রদান
কোথা হতে? (উৎস, বিচ্যুতি,স্থানন্তর,আরম্ভ)অপাদান
কখন/কোথায়/কোন বিষয়ে?অধিকরণ

তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি। কারক কাকে বলে ও উদাহরণসহ বিভিন্ন প্রকার কারক সম্পর্কিত আমার এ পোস্টটি ভালো লাগলে বন্ধু-বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর এ নিয়ে কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। আমি উওর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।

শিক্ষা ও লেখাপড়া সম্পর্কিত যে কোন বিষয়ে জানতে– ‘ইন বাংলা নেট শিক্ষা’ (inbangla.net/sikkha) এর সাথেই থাকুন।

Leave a Reply

nv-author-image

ইন বাংলা নেট লেখাপড়া

একাডেমিক লেখাপড়া সম্পর্কিত যা কিছু বাংলাতে।View Author posts