আপনার যদি কোন গাড়ি থাকে তাহলে নিশ্চয় গাড়ির সামনে বা পিছনে নাম্বার প্লেট রয়েছে। যদি নাই থেকে থাকে তাহলে প্রাত্যহিক জীবনে চলাফেরা করার সময় অনেক গাড়ি দেখেছেন। সেসব গাড়ির নাম্বার প্লেট নিশ্চয় খেয়াল করেছেন। প্রত্যেকটি গাড়ির নাম্বার প্লেট ভিন্ন ভিন্ন। আমাদের বাংলাদেশে ১৯৭৩ সালে BRTA কর্তৃক অনুমোদিত সকল যানবাহনে নাম্বার প্লেট ব্যবহারের নিয়ম চালু হয়।
যেমন: ঢাকা মেট্রো গ-১৩৯৭, ঢাকা মেট্রো য-১২৬৫ ইত্যাদি। কখনো খেয়াল করে দেখেছেন কি এসব নাম্বার প্লেটের সাথে বাংলা একটি বর্ণমালা কেন জুড়ে দেওয়া হয়? এই বর্ণমালা দিয়ে কি বুঝানো হয়? না জেনে থাকলে চলুন তাহলে আজ আমরা এ সম্পর্কে জেনে নেই।
নিম্নে গাড়ির নাম্বার প্লেট সম্পর্কে বুঝার উপায় তুলে ধরা হলো-

চলুন তাহলে গাড়ির নাম্বার প্লেট সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
আমাদের দেশের (বাংলাদেশের) যানবাহনগুলোর নাম্বার প্লেটের ফরম্যাট হলো-
- শহরের নাম
- গাড়ির ক্যাটাগরির ক্রম
- গাড়ির নাম্বার
উদাহরণ: ‘ঢাকা মেট্রো য-১৩৫৭৯৫’। এখানে ‘ঢাকা মেট্রো’ দ্বারা গাড়িটি ঢাকা মেট্রোপলিটন এলাকার আওতাধীনে রয়েছে এটি বুঝানো হয়েছে। আর ‘য’ হলো শুধুমাত্র প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়ির চিহ্নকারী বর্ণ। এককথায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন সব গাড়ি ‘য’ দ্বারা চিহ্নিত করা হয়। পরবর্তী ‘১৩’ হচ্ছে গাড়ির রেজিষ্ট্রেশন নাম্বার এবং ‘৫৭৯৫’ হচ্ছে গাড়ির সিরিয়াল নাম্বার।
মূলত বাংলা বর্ণমালার অ, ই, উ, এ, ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ত, থ, ঢ, ড, ট, ঠ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম, য, র, ল, শ, স, হ অক্ষরগুলো ব্যবহার করা হয়। এসব বর্ণ আলাদা আলাদা গাড়ির পরিচয় বহন করে।
গাড়ির নাম্বার প্লেট এর এসব বর্ণ দ্বারা কি বুঝানো হয় চলুন জেনে নেই-
বর্ণ | পরিচয় |
ক | ৮০০ সিসি প্রাইভেটকার |
খ | ১০০০-১৩০০ সিসি প্রাইভেটকার |
গ | ১৫০০-১৮০০ সিসি প্রাইভেটকার |
ঘ | জীপগাড়ি |
চ | মাইক্রোবাস |
ছ | মাইক্রোবাস/লেগুনা (ভাড়ায় চালিত) |
জ | বাস (মিনি) |
ঝ | বাস (কোস্টার) |
ট | ট্রাক (বড়) |
ঠ | ডাবল কেবিন পিকআপ |
ড | ট্রাক (মাঝারি) |
ন | পিকআপ (ছোট) |
প | ট্যাক্সি ক্যাব |
ব | বাস (বড়) |
ভ | ২০০০+ সিসি প্রাইভেটকার |
ম | পিকআপ (ডেলিভারি) |
দ | সিএনজি (প্রাইভেট) |
ধ | সিএনজি (ভাড়ায় চালিত) |
হ | ৮০-১২৫ সিসি মোটরবাইক |
ল | ১৩৫-২০০ সিসি মোটরবাইক |
ই | ট্রাক (ভটভটি) |
তো আজ এ পর্যন্তই থাকলো। আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।
বিভিন্ন ধরণের নাগরিক সেবা সম্পর্কিত যে কোন বিষয়ে জানতে– ‘ইন বাংলা নেট সেবা’ (inbangla.net/seba) এর সাথেই থাকুন।