Skip to content

তাজবিদ কাকে বলে? তাজবিদ শব্দের অর্থ কি?

তাজবিদ কাকে বলে, তাজবিদ শব্দের অর্থ কি

(১) তাজবিদের পরিচয়

ক) তাজবিদ শব্দের অর্থ কি?

তাজবিদ শব্দের অর্থ- উত্তম বা সুন্দর করা।

খ) তাজবিদ কাকে বলে?

আল কুরআনকে সহিহ-শুদ্ধরূপে পড়ার জন্য বেশকিছু নিয়ম-কানুন রয়েছে। এসব নিয়ম-কানুনসহ আল-কুরজানকে শুদ্ধরূপে সুন্দর করে পাঠ করাকে তাজবিদ বলে।

গ) মাখরাজ কাকে বলে?

আরবি হরফসমূহ বিভিন্ন স্থান থেকে উচ্চারিত হয়। যেমন কন্ঠনালীর নিম্নভাগ থেকে উচ্চারিত হামযা ও হা কণ্ঠনালীর মধ্যখান থেকে উচ্চারিত হয় আইন ও হা। এরকম আরবি হরফসমূহ উচ্চারিত হওয়ার স্থানকে মাখরাজ বলে।

ঘ) সিফাত কাকে বলে?

এছাড়া আরবি হরফ কোনোটি মোটা করে পড়তে হয়, আবার কোনোটি চিকন করে পড়তে হয়। উচ্চারণের এ বিশেষ অবস্থাকে বলা হয় সিফাত। যেমন- ت (তা) এবং ط (ত) হরফ দু’টির উচ্চারণের স্থান একই। কিন্তু এদের সিফাত ভিন্ন। এ দুটো হরফের মধ্যে (ত্ব) কে মোটা করে পড়তে হয় আর (তা) কে চিকন করে পড়তে হয়।

এভাবে মাখরাজ, সিফাত ও আরও কিছু নিয়ম-কানুন ঠিক রেখে সুন্দর করে কুরআন তিলাওয়াত করাই তাজবিদ।

(২) তাজবিদের গুরুত্ব

তাজবিদ অনুযায়ী কুরআন পড়া ওয়াজিব বা আবশ্যক। তাজবিদ অনুসারে কুরআন না পড়লে গুনাহ হয়। এতে অনেক সময় আল-কুরআনের অর্থ পরিবর্তন হয়ে যায়। আর অশুদ্ধ তিলাওয়াতের ফলে সালাতও পূর্ণাঙ্গ হয় না। যেমন: সূরা ইখলাসে এসেছে ‘قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ’। এখানে ‘قُلْ’ শব্দের অর্থ বলুন। আর যদি ق কে যদি ك এর মাখরাজ থেকে উচ্চরণ করে বলা হয় তাহলে এর অর্থ হয় খাও বা ভক্ষণ কর। ফলে আল-কুরআনের অর্থের বিকৃতি ঘটে। যা কোনোভাবেই বৈধ নয়।

See also
আল-কুরআনের পরিচয়

তাজবিদ সহকারে শুদ্ধ ও সুন্দর করে কুরআন তিলাওয়াতের গুরুত্ব উল্লেখ করে আল্লাহ তা’আলা বলেন,

“কুরআান আবৃত্তি করো ধীরে ধীরে ও সুষ্পষ্টভাবে।”

(সূরা আল-মুযযাম্মিল, আয়াত: ৪)

মহান আল্লাহ তাজবিদ সহকারে কুরআন পাঠ করতে নির্দেশ দিয়েছেন। কুরআন পাঠ করার অনেক ফজিলত বা মাহাত্ম্য রয়েছে।

প্রিয়নবি (সা.) বলেন,

“তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যে নিজে কুরআন শিক্ষা করে এবং অপরকে তা শিক্ষা দেয়।”

(বুখারি)

সুতরাং আমরা তাজবিদ সহকারে নিয়মিত কুরআন তিলাওয়াত করব।

Queries discussed: তাজবিদের পরিচয়, তাজবিদ শব্দের অর্থ কি, তাজবিদ কাকে বলে, মাখরাজ কাকে বলে, সিফাত কাকে বলে, তাজবিদের গুরুত্ব।

পবিত্র ইসলাম ধর্ম সম্পর্কিত যে কোন বিষয়ে জানতে– ‘ইন বাংলা নেট ইসলাম’ (inbangla.net/islam) এর সাথেই থাকুন।

Leave a Reply

nv-author-image

ইন বাংলা নেট ইসলাম

পবিত্র ইসলাম ধর্ম সম্পর্কিত যা কিছু বাংলাতে।View Author posts