Skip to content

 

তায়াম্মুমের ফরজ কয়টি? তায়াম্মুমের নিয়ম কি?

তায়াম্মুম কি ও কেন, তায়াম্মুমের ফরজ কয়টি, তায়াম্মুমের নিয়ম কি, তায়াম্মুম ভঙ্গের কারণ

আসুন আমরা নিম্নোক্ত আলোনাটি থেকে তায়াম্মুমের ফরজ কয়টি? তায়াম্মুমের নিয়ম কি? তা জানার ও বুঝার চেষ্টা করি।

(১) তায়াম্মুম কি ও কেন?

তায়াম্মুম অর্থ ইচ্ছা করা।

ইসলামি শরিয়তের পরিভাষায় তায়াম্মুম বলতে পবিত্র মাটি বা মাটি জাতীয় পবিত্ৰ বস্তু (যেমন: পাথর, চুনাপাথর, বালি ইত্যাদি) দ্বারা পবিত্র হওয়ার নিয়তে মুখমণ্ডল ও উভয় হাত কনুইসহ মাসাহ করাকে বোঝায়।

ওযু ও গোসল উভয়ের পরিবর্তে তায়াম্মুম করা যায়।

পবিত্রতা অর্জনের প্রকৃত মাধ্যম হলো পানি। তবে পানি পাওয়া না গেলে অথবা পাওয়া গেলেও পানি ব্যবহারে রোগবৃদ্ধি বা প্রাণনাশের আশঙ্কা থাকলে এমন অবস্থায় আল্লাহ তা’আলা মাটি দিয়ে পবিত্রতা অর্জনের অনুমতি দিয়েছেন।

এ প্রসঙ্গে আল্লাহ তা’আলা বলেন,

“আর তোমরা যদি পানি না পাও, তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করবে এবং তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাত মাসাহ করবে।”

(সুরা আল-মায়িদা, আয়াত ৬)

(২) তায়াম্মুমের ফরজ কয়টি?

তায়াম্মুমের ফরয তিনটি। যথা-

  1. পবিত্রতা অর্জনের নিয়ত করা;
  2. পবিত্র মাটি দিয়ে পুরো মুখমণ্ডল মাসাহ করা ;
  3. পবিত্র মাটি দিয়ে উভয় হাত কনুইসহ মাসাহ করা।

(৩) তায়াম্মুমের নিয়ম কি?

তায়াম্মুমের নিয়ম হলো-

  1. প্রথমে তায়াম্মুমের নিয়ত করে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ পড়বে।
  2. তারপর দুই হাতের তালু একটু প্রসারিত করে পবিত্র মাটি বা মাটি জাতীয় পবিত্র বস্তু, যেমন: পাথর, চুনাপাথর, বালি ইত্যাদিতে দুই হাত লাগিয়ে সমস্ত মুখমণ্ডল একবার মাসাহ করবে।
  3. পুনরায় দুই হাত মাটিতে লাগিয়ে উভয় হাত কনুইসহ মাসেহ করবে। হাতে ঘড়ি বা অন্য কোনো জিনিস থাকলে তা সরিয়ে তার নিচেও মাসেহ করতে হবে।

(৪) তায়াম্মুম ভঙ্গের কারণ

যেসব কারণে তায়াম্মুম ভঙ্গ হয় তা নিম্নরূপ-

  1. যেসব কারণে ওযু ভেঙে যায়, সেসব কারণে তায়াম্মুমও ভেঙে যায়।
  2. যেসব কারণে গোসল ওয়াজিব হয়, সেসব কারণে তায়াম্মুম ভঙ্গ হয়ে যায়।
  3. পানির অভাবে তায়াম্মুম করার পর পানি পাওয়া গেলে।
  4. যেসব কারণে তায়াম্মুম করা জায়েয (বৈধ) ছিল, সেসব কারণ দূর হয়ে গেলে। যেমন: কোনো রোগের কারণে তায়াম্মুম করা হলে, সেই রোগ সেরে গেলে সঙ্গে সঙ্গে তায়াম্মুম ভেঙে যায়।
See also  জানাজার নামাজের নিয়ম, নিয়ত, দোয়া ও ফজিলত

আশা করি আমরা তায়াম্মুমের ফরজ কয়টি? এবং তায়াম্মুমের নিয়ম কি? তা জানতে ও বুঝতে পেরেছি। আল্লাহ আমাদের পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। পোষ্টটি এখানেই সমাপ্ত হচ্ছে। ইংশাআল্লাহ আমার দেখা হবে পরবর্তী কোন ইসলামিক আলোনায়।

পবিত্র ইসলাম ধর্ম সম্পর্কিত যে কোন বিষয়ে জানতে– ‘ইন বাংলা নেট ইসলাম’ (inbangla.net/islam) এর সাথেই থাকুন।

Leave a Reply

nv-author-image

ইন বাংলা নেট ইসলাম

পবিত্র ইসলাম ধর্ম সম্পর্কিত যা কিছু বাংলাতে।View Author posts