Skip to content

 

নির্বাচনে জামানত হারানো বলতে কি বোঝায়?

নির্বাচনে জামানত হারানো বলতে কি বোঝায়

প্রিয় পাঠক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই?

আজকে এখানে আলোচনা করব, নির্বাচনে জামানত হারানো বলতে কী বোঝানো হয়?

নির্বাচন শেষ হওয়ার পরে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে আপনার একটা নিউজ দেখতে পাবেন যে, ওমুক প্রার্থী নির্বাচনে জামানাতে টাকা হারিয়েছে, তো এই নির্বাচনে জামানতের টাকা হারানো বলতে আসলে কি বোঝায়? এই বিষয়টা অনেকেই সঠিকভাবে বুঝতে পারেনা।

অনেকে মনে করে যে নির্বাচনে জামানত হারানো বলতে একটা প্রার্থী নির্বাচনে হেরে গেছে মানে সরকার তার সকল সম্পদ বাজেয়াপ্ত করেছে এই জাতীয় কিছু বোধহয়, জামানত হারানো আসলে বিষয়টা একেবারেই এরকম না।

কোন প্রার্থী যদি কোন আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই তাহলে নির্বাচন কমিশন একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ জামানতের টাকা হিসেবে ফিক্সড করে রেখেছে, সেই জামানতের টাকাটা প্রদানের মাধ্যমে প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে।

প্রার্থী যেকোন একটা আসনের থেকে নির্বাচন করার পরে সেই আসনে যতগুলো ভোট পড়বে, যেমন- একটা আসনে যদি ২০ হাজার ভোট পড়ে, সেই বিশ হাজার ভোটের সাড়ে ১২ শতাংশ ভোট যদি কোন প্রার্থী পায়, তাহলে সে যে প্রথমে জামানতের টাকাটা জমা দিয়েছিল নির্বাচন কমিশনে সেই টাকাটা সে আবার ফেরত পাবে। কিন্তু প্রার্থী সাড়ে ১২ শতাংশ ভোট না পায়, তাহলে সে যে টাকাটা প্রথমে জামানত হিসেবে জমা দিয়েছিল সে টাকাটা রাষ্ট্রীয় কোষাগার জমা হবে সেই টাকাটা সে আর ফেরত পাবে না।

একজন প্রার্থী নির্বাচনের সাড়ে ১২ শতাংশ ভোট না পাওয়ার কারণে প্রথমে যে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্বাচন কমিশনকে জমা দিয়েছিল এ অর্থটা খোয়া গিয়েছে এটাকেই বলা হয় নির্বাচনে জামানত হারানো।

অর্থাৎ একটা প্রার্থী একটা আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করার পরে সেই আসনে যতগুলো ভোট পড়বে সেই ভোটের যদি সাড়ে ১২ শতাংশ ভোট না পায় তাহলে, প্রথমে নির্বাচন কমিশনে সে যে একটা জামানতে হিসেবে টাকা জমা দিয়েছিল সেই টাকাটা আর ফেরত ফেরত পাবে না, এটাই হচ্ছে নির্বাচনে জামানত হারানো

তো আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে আজকের আলোচনাটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।

[সূত্র: Abir Rayhan]

Leave a Reply

nv-author-image

inbangla.net

Quality information to the point!View Author posts

You cannot copy content of this page