প্রিয় পাঠক বন্ধু, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই?
তো আপনার একটা কথা অনেকেই শুনে থাকবেন যে, ‘ফ্রেন্ডস উইথ বেনিফিট’ তো এই ‘ফ্রেন্ডস উইথ বেনিফিটস’ বলতে আসলে কি বোঝায়?
‘ফ্রেন্ডস উইথ বেনেফিটস’ বলতে বোঝানো হয় যে, একজন নারী এবং একজন পুরুষ যখন বিয়ের সম্পর্ক কিংবা প্রেমের সম্পর্কের না থেকেও শুধুমাত্র যৌন সম্পর্ক করার জন্য একজন আরেকজনের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলে তখন তাকে বলা হয় ফ্রেন্ডস উইথ বেনিফিট।
‘ফ্রেন্ডস উইথ বেনিফিট’ নামক এই সম্পর্কে না থাকবে কোন কামটমেন্ট না থাকবে কোন রোমান্টিকতা না থাকবে কোন প্রেম-ভালোবাসা শুধুমাত্র যৌন চাহিদা মেটানোর জন্যই এই সম্পর্কগুলো গড়ে ওঠে।
ইউরোপ বা আমেরিকা এই সম্পর্ক গুলো খুবই জনপ্রিয় এবং দুঃখজনক হলেও সত্য যে আমাদের ভারতীয় উপমহাদেশেও এই সম্পর্কগুলো নাস্তিক বা ধর্মহীম শ্রেণীর মানুষদের মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠছে, যেটা আমাদের জন্য খুবই চিন্তাজনক বিষয়।
এইসব সম্পর্ক যতই বাড়বে ততই মানুষের মধ্যে বিয়ের প্রবণতার কমে যাবে আর বিয়ের প্রবণতা কমে যাওয়ার কারণে পরিবার বলে কিছুই থাকবে না এবং ভালো নীতিবান চরিত্রবান মানুষ তৈরি করার জন্য পরিবারে কোন বিকল্প নেই তো আল্লাহর কাছে প্রার্থনা থাকলো আল্লাহ যেন এই পাপিষ্ঠ সম্পর্ক থেকে আমাদের সকলকে মুক্ত থাকার মত তৌফিক দান করেন আমিন।
[সূত্র: Abir Rayhan]