Skip to content

 

শিক্ষার্থীর বৈশিষ্ট্য

শিক্ষার্থীর বৈশিষ্ট্য

যে নিয়মিত লেখাপড়া করে এবং শেখার প্রতি আগ্রহী ও যত্নশীল থাকে তাকে শিক্ষার্থী বলা হয়। একজন প্রকৃত শিক্ষার্থীর কিছু বৈশিষ্ট্য থাকা আবশ্যক।

নিম্নে একজন আদর্শ শিক্ষার্থীর উল্লেখযোগ্য কয়েকটি বৈশিষ্ট্য তুলে ধরা হলো-

  • শিক্ষকগণের আদেশ-নিষেধ মেনে চলা।
  • সাক্ষাৎ হলে বিনয়ের সাথে সালাম দিয়ে তাঁদের খোঁজ-খবর নেওয়া।
  • শিক্ষক যা শিক্ষা দেন তা মনোযোগ সহকারে শোনা ও পালন করা। 
  • সব সময় শিক্ষকগণের সাথে নম্র, ভদ্র ও উত্তম আচরণ করা।
  • সহপাঠীদের সাথে সদ্ভাব ও সুসম্পর্ক বজায় রাখা।
  • নিয়মিত শ্রেণিতে উপস্থিত থাকা।
  • শ্রেণিকক্ষ ও বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষা করা। 
  • শরীর ও পোশাক-পরিচ্ছদ পরিচ্ছন্ন রাখা।
  • শ্রেণিকক্ষে বা অন্য কোথাও শিক্ষকের সাথে দেখা হলে সাথে সাথে দাঁড়িয়ে সম্মান করা।
  • অনুমতি নিয়ে শ্রেণিকক্ষের বাইরে যাওয়া। 
  • জীবনের প্রতিটি ক্ষেত্রে শিক্ষকদের উত্তম শিক্ষা মেনে চলা।
  • শিক্ষকগণ অপছন্দ করেন এমন কাজ না করা।
  • কোনো অবস্থাতেই কারও সাথে অভদ্র আচরণ না করা।
  • সর্বাবস্থায় শিক্ষকের কল্যাণ কামনা করা ও মৃত্যুর পর তাঁদের জন্য দোয়া করা।
  • সুশৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত হওয়া।
  • শেখার প্রতি উৎসাহী হওয়া ও সর্বদা শিক্ষকের সাহচর্যে থাকার চেষ্টা করা।
  • সবকিছু বুঝেশুনে পড়া, না বুঝে পড়ার অভ্যাস ত্যাগ করা।
  • শিক্ষক শ্রেণিকক্ষে যা পাঠদান করবেন তা লিখে নেওয়া।
  • জ্ঞান লাভের ক্ষেত্রে লজ্জাশীলতা পরিহার করা।
  • প্রতিদিনের পড়া নিয়মিতভাবে আয়ত্ত করা।
  • পরের দিনের পড়া পূর্বের দিন দেখে ক্লাসে যাওয়া।

ইমাম শাফেয়ি (রাঃ) ছাত্রের বৈশিষ্ট্য সম্পর্কে তিনি তাঁর শিক্ষক কে জিজ্ঞেস করলে তিনি বললেন,

“ছাত্রের একমাত্র বৈশিষ্ট্য হলো সকল পাপকাজ বর্জন করা।”

আল্লামা ওয়াকি (রাঃ)

আমরা শিক্ষার্থীর এ বৈশিষ্ট্যগুলো আয়ত্ত করব ও আদর্শ ছাত্র হব।

পবিত্র ইসলাম ধর্ম সম্পর্কিত যে কোন বিষয়ে জানতে– ‘ইন বাংলা নেট ইসলাম’ (inbangla.net/islam) এর সাথেই থাকুন।

See also  মানবজাতির কল্যাণে আল-কুরআনের শিক্ষা

Leave a Reply

nv-author-image

ইন বাংলা নেট ইসলাম

পবিত্র ইসলাম ধর্ম সম্পর্কিত যা কিছু বাংলাতে।View Author posts