Skip to content

 

১ থেকে ১০০ পর্যন্ত রোমান সংখ্যা (Roman Numbers)

১ থেকে ১০০ পর্যন্ত রোমান সংখ্যা (Roman Numbers)

প্রাচীন রোমে উদ্ভূত একটি সংখ্যা পদ্ধতি হলো রোমান সংখ্যা। পুরো ইউরোপ জুড়ে মধ্যযুগ পর্যন্ত লিখার জন্য এ পদ্ধতি ব্যবহার করা হতো। এ সংখ্যার ব্যবহার রোমান সাম্রাজ্যের পতনের পরেও অব্যাহত থাকে।

১৪শ শতাব্দীর পর থেকে, রোমান সংখ্যার পরিবর্তে আরও বেশি সহজ ও সুবিধাজনক আরবি সংখ্যার ব্যবহার শুরু হয়। কিন্তু এই প্রক্রিয়াটি একেবারে শেষ হয়ে যায় নি। বর্তমানেও অনেক ছোটখাটো কাজে এ সংখ্যার ব্যবহার প্রচলিত আছে।

(১) রোমান সংখ্যা লিখার ৭ টি মূল চিহ্ন

রোমান সংখ্যাগুলো লাতিন বর্ণমালা থেকে অক্ষরের সমন্বয়ে উপস্থাপন করা হয়। বর্তমান ব্যবহৃত হিসাবে, এ সংখ্যা লিখার ক্ষেত্রে সাতটি চিহ্ন ব্যবহার করা হয়। এর প্রতিটির একটি নির্দিষ্ট পূর্ণমান রয়েছে।

নিম্নে রোমান সংখ্যা লিখার ৭ টি মূল চিহ্ন দেওয়া হলো-

  • ১ – I
  • ৫ – V
  • ১০ – X
  • ৫০ – L
  • ১০০ – C
  • ৫০০ – D
  • ১০০০ – 1000

(২) রোমান সংখ্যা লেখার নিয়ম

রোমান পদ্ধতি লিখার ক্ষেত্রে কয়েকটি বিষয় লক্ষ্য রাখা উচিত। এগুলো হলো-

  • এ সংখ্যা লিখার ক্ষেত্রে V, L, D কখনও পরপর ব্যবহার করা যায় না।
  • এ সংখ্যায় শুধুমাত্র  I, X, C, M পরপর ব্যবহার করা যায়। 
  • এ সংখ্যা লিখার ক্ষেত্রে কোন সংখ্যা ৩ বারের বেশি ব্যবহার করা যায় না।
  • কোন সংখ্যা পরপর বসলে সেগুলো সেই সংখ্যাগুলোর যোগফল। যেমন: III =  (১ + ১ + ১) = ৩
  • রোমান পদ্ধতিতে শুধু V ও XX এর থেকে বিয়োগ হয়।
  • এ সংখ্যা লেখার সময় বড় সংখ্যার চিহ্নর বামপাশে ছোট সংখ্যার চিহ্ন থাকলে ছোট সংখ্যাটি সবসময় বড় সংখ্যা থেকে বিয়োগ হয়ে থাকে। যেমন: IX = (১০ – ১) = ৯
  • এ পদ্ধতিতে কখনও V, L, D কে বিয়োগ করা যায় না।
  • রোমান পদ্ধতিতে XX শুধুমাত্র L, C, M থেকে বিয়োগ হবে।
  • এ পদ্ধতিতে দুটি বড় সংখ্যার চিহ্নের মাঝে ছোট সংখ্যা চিহ্ন থাকলে শেষের বড়ো সংখ্যা থেক বিয়োগ হয়। যেমন: XIV = ১০ + (৫ – ১) = ১০ + ৪ = ১৪ 
  • এ পদ্ধতিতে বড় সংখ্যার চিহ্নের ডান পাশে ছোট সংখ্যা থাকলে সবসময় যোগ করতে হবে। যেমন: XV = ১০ + ৫ = ১৫ 

(৩) ১ থেকে ১০০ পর্যন্ত রোমান সংখ্যার ছবি ডাউনলোড

১ থেকে ১০০ পর্যন্ত রোমান সংখ্যার ছবি ডাউনলোড

(৪) ১ থেকে ১০০ পর্যন্ত রোমান সংখ্যার তালিকা

নাম্বাররোমান সংখ্যানাম্বাররোমান সংখ্যা
I৫১LI
II৫২LII
III৫৩LIII
IV৫৪LIV
V৫৫LV
VI৫৬LVI
VII৫৭LVII
VIII৫৮LVIII
XIV৫৯LIX
১০X৬০LX
১১XI৬১LXI
১২XII৬২LXII
১৩XIII৬৩LXIII
১৪XIV৬৪LXIV
১৫XV৬৫LXV
১৬XVI৬৬LXVI
১৭XVII৬৭LXVII
১৮XVIII৬৮LXVIII
১৯XIX৬৯LXIX
২০XX৭০LXX
২১XXI৭১LXXI
২২XXII৭২LXXII
২৩XXIII৭৩LXXIII
২৪XXIV৭৪LXXIV
২৫XXV৭৫LXXV
২৬XXVI৭৬LXXVI
২৭XXVII৭৭LXXVII
২৮XXVIII৭৮LXXVIII
২৯XXIX৭৯LXXIX
৩০XXX৮০LXXX
৩১XXXI৮১LXXXI
৩২XXXII৮২LXXXII
৩৩XXXIII৮৩LXXXIII
৩৪XXXIV৮৪LXXXIV
৩৫XXXV৮৫LXXXV
৩৬XXXVI৮৬LXXXVI
৩৭XXXVII৮৭LXXXVII
৩৮XXXVIII৮৮LXXXVIII
৩৯XXXIX৮৯LXXXIX
৪০XL৯০XC
৪১XLI৯১XCI
৪২XLII৯২XCII
৪৩XLIII৯৩XCIII
৪৪XLIV৯৪XCIV
৪৫XLV৯৫XCV
৪৬XLVI৯৬XCVI
৪৭XLVII৯৭XCVII
৪৮XLVIII৯৮XCVIII
৪৯XLIX৯৯XCIX
৫০L১০০C

শিক্ষা বা লেখাপড়া সম্পর্কিত যে কোন বিষয়ে জানতে– ‘ইন বাংলা নেট শিক্ষা’ (inbangla.net/sikkha) এর সাথেই থাকুন।

Leave a Reply

nv-author-image

ইন বাংলা নেট শিক্ষা

শিক্ষা বা লেখাপড়া সম্পর্কিত যা কিছু বাংলাতে।View Author posts