Skip to content

বাংলা ১২/বারো মাসের নাম (বাংলায় + ইংরেজিতে)

বাংলা ১২ বারো মাসের নাম (বাংলায় + ইংরেজিতে)

আমরা বাঙালি। কিন্তু বাঙালি হওয়া স্বত্ত্বেও অনেকে বাংলা মাসের নাম জিগালে বলতে পারি না, বা বাংলা ১২ মাসের নাম জানি না। তাই যারা জানেন না তাদের জন্য আজকের এ আর্টিকেলটি লিখা। এটি পড়ে আপনি খুব সহজেই বাংলা বারো মাসের নামগুলো শিখতে পারবেন। এরপর থেকে কেউ জিগালে আপনি সহজেই উওর দিতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন বাংলা বারো (১২) মাসের নাম জেনে নেই।

নিম্নে বাংলা ১২/বারো মাসের নাম (বাংলায় + ইংরেজিতে) তুলে ধরা হলো-

বাংলা ১২ বারো মাসের নাম

ক) বাংলা ১২/বারো মাসের নাম বাংলায়

বাংলা মাসইংরেজি মাসকাল/ঋতু
বৈশাখএপ্রিল-মেগ্রীষ্ম
জ্যৈষ্ঠমে-জুনগ্রীষ্ম
আষাঢ়জুন-জুলাইবর্ষা
শ্রাবণজুলাই-আগস্টবর্ষা
ভাদ্রআগস্ট-সেপ্টেম্বরশরৎ
আশ্বিনসেপ্টেম্বর-অক্টোবরশরৎ
কার্তিকঅক্টোবর-নভেম্বরহেমন্ত
অগ্রহায়ণনভেম্বর-ডিসেম্বরহেমন্ত
পৌষডিসেম্বর-জানুয়ারিশীত
মাঘজানুয়ারি-ফেব্রুয়ারীশীত
ফাল্গুনফেব্রুয়ারি-মার্চবসন্ত
চৈত্রমার্চ-এপ্রিলবসন্ত

খ) বাংলা ১২/বারো মাসের নাম ইংরেজিতে

  • Boisakh (April-May)
  • Joishtho (May-June)
  • Ashar (June-July)
  • Srabon (July-August)
  • Vadro (August-September)
  • Ashwin (September-October)
  • Kartik (October-November)
  • Agrahyan (November-December)
  • Poush (December-January)
  • Magh (January-February)
  • Falgun (February-March)
  • Chaitra (March-April)

তো আজকের মতো এখানেই থাকলো। আশা করি আর্টিকেলটি পড়ে আপনারা বাংলা ১২/বারো মাসের নাম (বাংলায় + ইংরেজিতে) খুব সহজেই শিখতে পারবেন। আর আর্টিকেলটি পড়ে যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কিন্তু।

See also  ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (১২০০টি)

Leave a Reply

nv-author-image

শাহরিয়ার হোসেন

আমি শাহরিয়ার হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করেছি। বর্তমানে আমি একজন ফুল-টাইম ব্লগার এবং ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর। আমি প্রতিনিয়ত মানুষের জন্য উপকারী নতুন কিছু লেখার চেষ্টা করি। আশা করি, সবাই আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। ধন্যবাদ।View Author posts