Skip to content

গোসলের ফরয কয়টি? গোসল করার নিয়ম

গোসলের ফরয কয়টি, গোসল করার নিয়ম

আমরা অনেকেই গোসলের ফরয কয়টি? ও রাসূলের সুন্নত অনুযায়ী গোসল করার নিয়ম জানিনা।

তাই আসুন আমরা গোসলের ফরয ও গোসল করার নিয়ম জেনে নিই।

(১) গোসলের ফরয কয়টি?

গোসল অর্থ ধৌত করা।

ইসলামি শরিয়তের পরিভাষায় গোসল বলতে পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে পবিত্র পানি দ্বারা পুরো শরীর ধৌত করাকে বোঝায়।

গোসলের ফরয তিনটি। যথা-

  1. গড়গড়া করে কুলি করা;
  2. নাকের ভেতরে পানি পৌঁছানো;
  3. সমস্ত শরীর পানি দিয়ে ধোয়া।

(২) গোসল করার নিয়ম

  1. শুরুতেই বিসমিল্লাহ বলে ডান হাতে পানি নিয়ে উভয় হাত কবজি পর্যন্ত ভালোভাবে ধৌত করতে হবে।
  2. তারপর শরীরের কোনো স্থানে অপবিত্র কিছু লেগে থাকলে তাতে পানি ঢেলে ও প্রয়োজনে হালাল সাবান মেখে পরিষ্কার করতে হবে।
  3. এরপর ভালোভাবে ওযু করতে হবে। মনে রাখতে হবে, কুলি করার সময় পানি যেন কণ্ঠদেশে প্রবেশ করে অর্থাৎ গড়গড়ার সাথে কুলি করতে হবে। আর নাক পরিষ্কার করার সময় যেন ভিতরে ভালোভাবে পানি প্রবেশ করে।
  4. ওযুর পর মাথায় এমনভাবে পানি ঢালতে হবে যেন চুলের গোড়া পর্যন্ত পৌঁছে যায়।
  5. এরপর ডান কাঁধে, তারপর বাম কাঁধে পানি ঢেলে পুরো শরীর ভালোভাবে ধৌত করতে হবে যেন শরীরের কোনো অংশ শুকনো না থাকে।
  6. নাভি, বগল ও দেহের অন্যান্য ভাঁজে পানি পৌঁছিয়ে সতর্কতার সঙ্গে যৌত করতে হবে।
  7. সবশেষে পা ধৌত করতে হবে।

উরোক্ত আলোচনা থেকে আমরা জানলাম গোসলের ফরয কয়টি এবং রাসূলের সুন্নত অনুযায়ী গোসল করার নিয়ম মেনে কিভাবে গোসলে মাধ্যমে পবিত্রতা অর্জন করা যায়। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার তেখা হবে পরবর্তী কোন ইসলামিক আলোচনায়। জাজাকাল্লাহ খায়রান।

পবিত্র ইসলাম ধর্ম সম্পর্কিত যে কোন বিষয়ে জানতে– ‘ইন বাংলা নেট ইসলাম’ (inbangla.net/islam) এর সাথেই থাকুন।

Leave a Reply

nv-author-image

inbangla.net/islam

Islamic information to the point!View Author posts