নিম্নে বন্ধু নির্বাচনে সতর্কতা অবলম্বন সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিসের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা তুলে ধরা হলো-
অনুবাদ
হযরত আবু হোরায়রা (রা) হতে বর্ণিত। তিনি বলেন,
“রাসূলুল্লাহ (স) বলেছেনঃ মানুষ তার বন্ধুর দ্বীন দ্বারা প্রভাবিত হয়। অতএব তোমাদের প্রত্যেকেরই দৃষ্টি রাখা উচিত যে, সে কার সাথে বন্ধুত্ব স্থাপন করছে।”
(মুসানাদে আহমাদ, আবু দাউদ ও তিরমিযী)
ব্যাখ্যা
এ হাদিসখানিতে বন্ধু নির্বাচনের ব্যাপারে সতর্কতা অবলম্বনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আলোচ্য হাদিসে একটি স্বতঃসিদ্ধ বিষয়ের ওপরে মহানবী (স) আলোকপাত করেছেন। মহানবী (স) বলেছেন, মানুষ তার বন্ধুর ধর্ম ও আদর্শের দ্বারা প্রভাবিত হয়। অর্থাৎ মানুষ তার বন্ধুর দ্বারা পরিচিত হয়ে থাকে। কেননা মানুষ সাধারণত তার বন্ধুর মত, পথ, স্বভাব, আদর্শ ও ধর্মের অনুসারী হয়ে থাকে। তাই এক বন্ধু অপর বন্ধুর প্রভাবে অনেকটা প্রভাবিত হয়ে থাকে।
বাংলায় এ মর্মে একটি প্রবাদ আছে, ‘সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’।
দুই বন্ধুর একজন যদি ধার্মিক হয়, তবে অন্যজনও বন্ধুর প্রভাবে প্রভাবিত হয়ে ধার্মিক হয়ে থাকে। বন্ধুত্ব স্থাপন করার পূর্বে ভালোরূপে দেখে নেয়া কর্তব্য যে, লোকটি ভালো, না মন্দ স্বভাবের।
অপর এক হাদিসে আছে, ‘যে ব্যক্তি যে জাতির লোকদের বেশ-ভূষা, চাল-চলন অনুসরণ করবে সে ঐ জাতির মধ্যে গণ্য হবে।’
কাজেই যারা মহান আল্লাহ ও তাঁর রাসূলুল্লাহ (স)-কে বিশ্বাস করে, যারা সৎকাজে অভ্যস্ত, যারা ধর্মপ্রাণ, সদাচারী, সৎস্বভাব বিশিষ্ট, মুত্তাকী-তারাই কেবল মুমিনদের বন্ধু হওয়ার উপযুক্ত। তাদের সাথেই বন্ধুত্ব স্থাপন করা উচিত।
পক্ষান্তরে যারা অসৎ, ঝগড়াটে, অশ্লীল কাজে অভ্যস্ত কিংবা অবিশ্বাসী, কপট প্রকৃতির তাদের সংসর্গ সর্বতোভাবে পরিত্যাজ্য। কেননা এদের বন্ধুত্ব কেবল লোক দেখানো, যা নিঃস্বার্থ হতে পারে না। এরা সুখের সময় স্বীয় স্বার্থের লোভে বন্ধুত্ব করবে, কিন্তু স্বার্থের ব্যাঘাত ঘটলে কিংবা স্বার্থ উদ্ধার হলে অথবা বিপদে পড়লে তখন কেটে পড়বে।
বন্ধু নির্বাচনের পূর্বে হবু বন্ধুকে ভালোভাবে দেখে শুনে পরখ করে নিতে হবে। অন্যথায় এর পরিণাম দুনিয়া ও আখিরাতে ভয়াবহ হতে বাধ্য।
শিক্ষা
এ হাদিসের মূল শিক্ষা হচ্ছে-
১. মানুষ বন্ধুর আদর্শের অনুসারী হয়;
২. মানুষ তাঁর বন্ধুর ধর্মের দ্বারা প্রভাবিত হয়।
৩. এক বন্ধুর স্বভাব-চরিত্র, আচার-আচরণ অপর বন্ধুর ওপর বিরাট প্রভাব বিস্তার করে।
৪. বন্ধুত্ব করার সময় সাবধানতা অবলম্বন করতে হবে।
৫. ধার্মিক ও আদর্শবান লোকদের সাথে বন্ধুত্ব স্থাপন করা উচিত।
৬. অসৎ, দুশ্চরিত্র, লম্পট, অধার্মিক লোকের সাথে কখনও বন্ধুত্ব করা উচিত নয়।
সারসংক্ষেপ
উপরোক্ত আলোচনার মাধ্যমে আমরা বন্ধু নির্বাচনে সতর্কতা অবলম্বন সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিস থেকে শিক্ষা গ্রহণ করলাম।
আল-কুরআনে মুমিনদেরকে-মুমিনদের ব্যতীত অন্যদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে নিষেধ করা হয়েছে। বস্তুত একজন মুমিনের বন্ধুত্ব করতে হলে একজন আদর্শবান ও মৌলিক মানবীয় গুণ বৈশিষ্ট্যের অধিকারী মুমিনের সাথেই বন্ধুত্ব করা উচিত।
[সূত্র: ওপেন স্কুল]