Skip to content

ব্যবসায়-বাণিজ্যে সততার গুরুত্ব সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিস

ব্যবসায়-বাণিজ্যে সততার গুরুত্ব সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিস

নিম্নে ব্যবসায়-বাণিজ্যে সততার গুরুত্ব সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিসের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা তুলে ধরা হলো-

অনুবাদ

হযরত ইবনে উমর (রা) হতে বর্ণিত। তিনি বলেন,

“রাসূলুল্লাহ (স) বলেছেনঃ একজন বিশ্বস্ত সত্যবাদী মুসলিম ব্যবসায়ী শেষ বিচারের দিবসে শহীদগণের সাথী হবেন।”

(মুস্তাদরাকে হাকিম)

ব্যাখ্যা

এ হাদিসে রাসূলুল্লাহ (স) সত্যবাদী ও বিশ্বস্ত মুসলিম ব্যবসায়ীর প্রশংসা করে বলেছেন যে, তাঁরা কিয়ামতের দিন শহীদদের ন্যায় উচ্চ মর্যাদা লাভ করবেন।

ব্যবসায়-বাণিজ্যে মানুষ সাধারণত অন্যায় ও অবৈধ পন্থা অবলম্বন করে সাধারণ লোকদের প্রবঞ্চনা করে থাকে। সাধারণ মানুষকে ব্যবসায়ীদের প্রব না থেকে রক্ষা করার নিমিত্তে হাদিসে সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ীদের এই মহাপুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে।

ব্যবসায়-বাণিজ্য হলো জীবনের বৈষয়িক উন্নতি লাভের প্রধান হাতিয়ার। এটা কৃষি, চাকরি ও অন্যান্য পেশা থেকে বহুগুণে উত্তম। আল্লাহর রহমতের দশ ভাগের নয় ভাগই ব্যবসায়ের মধ্যে নিহিত। রাসূলে করীম (স) স্বয়ং এবং সাহাবায়ে কিরামের অনেকেই ব্যবসা করেছেন। তাঁদের সকলেই মুসলিমদের ব্যবসায় করার জন্য উৎসাহিত করেছেন।

কিন্তু ব্যবসায়ে যদি সততার পরিবর্তে দুর্নীতি অবলম্বন করা হয় তবে উন্নতির পরিবর্তে অবনতি অবধারিত। সৎ ব্যবসায়ীদের দুনিয়ায় উন্নতির সাথে সাথে এ হাদিসে তাদের পরকালের উন্নতির সুসংবাদও দেওয়া হয়েছে। কিয়ামতের দিন নিষ্ঠাবান মুসলিম ব্যবসায়ীদেরকে শহীদগণের সমমর্যাদা দান করা হবে। কুরআন ও হাদিসের বহু জায়গায় উল্লেখ করা হয়েছে যে, কিয়ামতের দিন আল্লাহর দরবারে শহীদগণ মহাসম্মানের অধিকারী হবেন। সেই শহীদগণের সমমর্যাদা লাভ করা একমাত্র সৎ ব্যবসায়ীদের পক্ষেই সম্ভব।

তাই ব্যবসায়ে দুর্নীতি অবলম্বন করার পরিবর্তে সততা ও বিশ্বস্ততা অবলম্বন করা প্রতিটি মুসলিম ব্যবসায়ীর কর্তব্য।

শিক্ষা

আলোচ্য হাদিস থেকে যেসব শিক্ষা গ্রহণ করতে পারি তা নিম্নরূপ- 

১. ব্যবসায়-বাণিজ্য একটি মহৎ পেশা।

২. মহান আল্লাহর কাছে সৎ ব্যবসায়ীর বিশেষ মর্যাদা রয়েছে।

৩. ব্যবসায়-বাণিজ্যে ফাঁকি-ধোঁকা এবং প্রতারণা গর্হিত কাজ।

৪. সৎ ব্যবসায়ীকে আল্লাহ ও তাঁর রাসূলুল্লাহ (স) ভালোবাসেন।

৫. ব্যবসায়-বাণিজ্যে সততা অবলম্বনের জন্য এবং সৎভাবে টিকে থাকার জন্য অনেক ত্যাগ-তিতিক্ষার পরিচয় দিতে হয়। এটা জিহাদের তুল্য কঠিন কাজ।

৬. মুসলিম সৎ ব্যবসায়ী কিয়ামতের দিন শহীদগণের সাথে থাকবেন।

সারসংক্ষেপ

উপরোক্ত আলোচনার মাধ্যমে আমরা ব্যবসায়-বাণিজ্যে সততার গুরুত্ব সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিস থেকে শিক্ষা গ্রহণ করলাম।

ব্যবসায়-বাণিজ্যে সততা রক্ষা করা কঠিন কাজ। তাই দুর্নীতিমুক্ত ব্যবাসায়ের ও ব্যবসায়ীর মর্যাদা ইসলামে অনেক উচ্চে। সৎ ব্যবসায়ীকে শহীদের মর্যাদা দেওয়া হবে।

পবিত্র ইসলাম ধর্ম সম্পর্কিত যে কোন বিষয়ে জানতে– ‘ইন বাংলা নেট ইসলাম’ (inbangla.net/islam) এর সাথেই থাকুন।

Leave a Reply

nv-author-image

inbangla.net/islam

Islamic information to the point!View Author posts