Skip to content

 

surah lahab bangla: সূরা লাহাব বাংলা উচ্চারণ

surah lahab bangla uccharon, সূরা লাহাব বাংলা উচ্চারণ অর্থসহ

(১) সূরা লাহাব সংক্ষিপ্ত পরিচিতি

সূরা আল-লাহাব আল-কুরআনের ১১১তম সূরা। এটি মক্কায় অবতীর্ণ। এর আয়াত সংখ্যা ৫টি।

এ সূরায় কাফির আবু লাহাবের চরিত্র ও পরিণতির কথা বর্ণনা করা হয়েছে বিধায় এর নামকরণ করা হয়েছে সূরা লাহাব।

আবু লাহাবের আসল নাম ছিল আবদুল ওয্যা। সে ছিল আবদুল মোত্তালিবের অন্যতম সন্তান, রাসুল (সা.)-এর আপন চাচা। শরীরের উজ্জ্বল টকটকে রঙের কারণে তার ডাক নাম হয়ে যায় আবু লাহাব।

সে ছিল রাসুলুল্লাহ (সা.)-এর কট্টর শত্রু ও ইসলামের ঘোরবিরোধী। রাসুলুল্লাহ (সা.)-কে সে সব সময় কষ্ট দিত। রাসুল (সা.) যখন মানুষকে ইমানের দাওয়াত দিতেন, তখন সে পিছে পিছে গিয়ে আল্লাহর রাসুলকে মিথ্যাবাদী বলে প্রচার করত, মাঝে মাঝে তাঁকে পাথরও ছুঁড়ে মারত।

(২) তাব্বাত ইয়াদা সূরা বাংলা/tabbat yada surah bangla

সূরা লাহাবبِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
বিস্‌মিল্লাহির রাহ্‌মানির রাহীম
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)
১ম আয়াতتَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ
তাব্বাত ইয়াদ~আবি লাহাবিও ওয়া তাব্ব।

ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয় এবং ধ্বংস হোক সে নিজেও।
২য় আয়াতمَا أَغْنَى عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ
মা~আগনা-‘আনহু মা-লুহু ওয়ামা-কাসাব্।

তার ধন-সম্পদ আর সে যা অর্জন করেছে তা তার কোন কাজে আসল না।
৩য় আয়াতسَيَصْلَى نَارًا ذَاتَ لَهَبٍ
সাইয়াছলা-না-রান যা-তা লাহাবিও।

অচিরেই সে শিখা বিশিষ্ট জাহান্নামের আগুনে প্রবেশ করবে,
৪র্থ আয়াতوَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ ‌
ওয়ামরাআতুহু; হাম্মা-লাতাল হাত্বাব।

আর তার স্ত্রীও- যে কাঠবহনকারিণী (যে কাঁটার সাহায্যে নবী-কে কষ্ট দিত এবং একজনের কথা অন্যজনকে বলে পারস্পরিক বিবাদের আগুন জ্বালাত)।
৫ম বা শেষ আয়াতفِي جِيدِهَا حَبْلٌ مِنْ مَسَدٍ ‌
ফী জ্বীদিহা-হ্বাবলুম মিম মাসাদ্।

আর (দুনিয়াতে তার বহনকৃত কাঠ-খড়ির পরিবর্তে জাহান্নামে) তার গলায় শক্ত পাকানো রশি বাঁধা থাকবে।

(৩) সূরা লাহাব বাংলা উচ্চারণ/surah lahab bangla uchharon

বিস্‌মিল্লাহির রাহ্‌মানির রাহীম
1. তাব্বাত ইয়াদ~আবি লাহাবিও ওয়া তাব্ব।
2. মা~আগনা-'আনহু মা-লুহু ওয়ামা-কাসাব্।
3. সাইয়াছলা-না-রান যা-তা লাহাবিও।
4. ওয়ামরাআতুহু; হাম্মা-লাতাল হাত্বাব।
5. ফী জ্বীদিহা-হ্বাবলুম মিম মাসাদ্।

(৪) সূরা লাহাব বাংলা অনুবাদ সহ/সূরা লাহাব অর্থসহ

বিস্‌মিল্লাহির রাহ্‌মানির রাহীম
1. ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয় এবং ধ্বংস হোক সে নিজেও।
2. তার ধন-সম্পদ আর সে যা অর্জন করেছে তা তার কোন কাজে আসল না।
3. অচিরেই সে শিখা বিশিষ্ট জাহান্নামের আগুনে প্রবেশ করবে,
4. আর তার স্ত্রীও- যে কাঠবহনকারিণী (যে কাঁটার সাহায্যে নবী-কে কষ্ট দিত এবং একজনের কথা অন্যজনকে বলে পারস্পরিক বিবাদের আগুন জ্বালাত)।
5. আর (দুনিয়াতে তার বহনকৃত কাঠ-খড়ির পরিবর্তে জাহান্নামে) তার গলায় শক্ত পাকানো রশি বাঁধা থাকবে।

(৫) সূরা লাহাব বাংলা উচ্চারণ ও অর্থ সহ ছবি HD

সূরা লাহাব বাংলা উচ্চারণ ও অর্থ সহ ছবি HD
সূরা লাহাব বাংলা উচ্চারণ ও অর্থ সহ ছবি HD

(৬) surah lahab uccharon audio MP3

(৭) surah lahab in bangla video MP4

(Creative Commons Attribution license@https://www.youtube.com/@baniforummah)

(৮) সূরা লাহাব এর শানে নুযুল

রাসুল (সা.)-এর প্রতি আল্লাহর বাণী,

“আর আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করুন।”

(সূরা আশ-শু‘আরা, আয়াত ২১৪)

হাদিসে এসেছে,

এ আয়াতটি অবতীর্ণ হলে মহানবি (সা.) সাফা পর্বতে আরোহণ করে কোরাইশ গোত্রের উদ্দেশ্যে হায়! সকাল বেলার বিপদ বলে অথবা আবদে মানাফ ও আবদুল মোত্তালিব ইত্যাদি নাম সহকারে ডাক দিলেন। এভাবে ডাক দেওয়া তখন আরবে বিপদাশঙ্কার লক্ষণরূপে বিবেচিত হতো। ডাক শুনে কোরাইশ গোত্র পর্বতের পাদদেশে একত্রিত হলো। রাসুলুল্লাহ (সা.) তাদের বললেন: যদি আমি বলি যে, একটি শত্রুদল ক্রমশই এগিয়ে আসছে এবং সকাল-বিকাল যে কোনো সময় তোমাদের ওপর ঝাঁপিয়ে পড়বে, তবে তোমরা আমার কথা বিশ্বাস করবে? সবাই এক বাক্যে বলে উঠল: হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করব। অতঃপর তিনি বললেন: আমি শিরক ও কুফরের কারণে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ভীষণ এক আযাব সম্পর্কে তোমাদেরকে সর্তক করছি। (তোমরা স্বীকার কর যে, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এবং মূর্তিপূজা পরিত্যাগ কর ।) রাসূলুল্লাহ (সাঃ)-এর এ দাওয়াত শুনে আবু লাহাব বলল: ধ্বংস হও তুমি! এ জন্যই কি আমাদেরকে একত্রিত করছে? অতঃপর সে রাসুলুল্লাহ (সা.)-কে পাথর মারতে উদ্যত হলো। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সূরা লাহাব অবতীর্ণ হয়।

(বুখারি ও মুসলমি)

(৯) সূরা লাহাব এর তাফসীর/ব্যাখ্যা

আবু লাহাব ছিল ইসলাম ও নবি করিম (সা.)-এর চরম শত্রু। সে সর্বদাই ইসলামের শত্রুতায় লিপ্ত ছিল। এ সূরায় তার শোচনীয় পরিণতির কথা বলা হয়েছে।

See also  surah takasur bangla: সূরা তাকাসুর বাংলা উচ্চারণ, তাকাসুর সুরা অনুবাদ ও অর্থসহ

মক্কা নগরীতে সে প্রভূত সম্মান ও মর্যাদার অধিকারী ছিল। সে প্রচুর ধন-সম্পদেরও মালিক ছিল। কিন্তু এত কিছুও তার কোনো কাজে আসেনি। বরং দুনিয়াতেও আবু লাহাবের ধ্বংস, আর আখিরাতেও সে জাহান্নামের শাস্তি ভোগ করবে।

তার স্ত্রী উম্মে জামিলও ছিল তারই মতো ইসলামের শত্রু। সে-ও রাসুল (সা.)-কে কষ্ট দিত। সে রাসুল (সা.)-এর চলার পথে কাঁটা বিছিয়ে রাখত। ফলে তার প্রতিও আল্লাহ তা’আলার অভিশাপ রয়েছে এবং সে আখিরাতে যন্ত্রনাদায়ক শাস্তি ভোগ করবে।

উল্লেখ্য,

এই সূরা নাজিল হওয়ার কয়েক বছর পর আবু লাহাবের পচন ধরা সংক্রামক প্লেগ রোগ দেখা দেয়। তখন সংক্রমণের ভয়ে পরিবারের লোকেরা তাকে নির্জন জায়গায় রেখে আসে। শেষ পর্যন্ত এই অসহায় অবস্থায়ই তার মৃত্যু ঘটে। তিন দিন পর্যন্ত তার মৃতদেহ কেউ স্পর্শ করেনি। পচন শুরু হলে চাকর-বাকরদের দ্বারা সেখানে মাটি খুঁড়ে কাঠ দিয়ে দূর থেকে ঐ গর্তে ফেলে দেয় এবং দূর থেকে পাথর নিক্ষেপ করে দাফন করা হয়।

(বয়ানুল কুরআন)

(১০) সূরা লাহাব শিক্ষা

  • ১. শান্তির দূত রাসুলুল্লাহ (সা.) ও ইসলামের বিরোধিতা করা খুবই মারাত্মক অপরাধ।
  • ২. রাসুলুল্লাহ (সা.) ও মানবতার ধর্ম ইসলামের বিরোধিতা করলে আল্লাহ তা’আলা চরম অসন্তুষ্ট হন।
  • ৩. আবু লাহাব ও তার স্ত্রীর মতো কাজ যারা করবে তাদের দুনিয়া ও আখিরাতে ধ্বংস অনিবার্য।
  • ৪. দুনিয়ার মানসম্মান, ধন-সম্পদ ইসলামের এসব শত্রুকে ধ্বংস থেকে রক্ষা করতে পারবে না।

আলোচিত/উত্তরিত অনুসন্ধানসমূহ: surah lahab bangla, সূরা লাহাব বাংলা উচ্চারণ, tabbat yada surah bangla, সূরা লাহাব এর শানে নুযুল, সূরা লাহাব এর তাফসীর, সূরা লাহাব বাংলা অনুবাদ সহ, তাব্বাত ইয়াদা সূরা বাংলা, সূরা লাহাব অর্থসহ, সূরা লাহাব শিক্ষা।

Leave a Reply

nv-author-image

inbangla.net/islam

Islamic information to the point!View Author posts

You cannot copy content of this page