প্রিয় পাঠক/পাঠিকা! নিম্নে পাঁচ ওয়াক্ত নামাজ কত রাকাত? কোন নামাজ কত রাকাত? নামাজের রাকাত সমূহ সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।
প্রতিদিন একজন মুসলিমকে যেই ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হয় তা হলো-
- প্রথম ওয়াক্ত হল ‘ফজর নামাজ’ সুবহে সাদিক হতে সূর্যোদয় পর্যন্ত এর ব্যপ্তিকাল।
- এরপর ‘যোহর ওয়াক্ত’ বেলা দ্বিপ্রহর হতে ‘আসর ওয়াক্ত’-এর আগ পর্যন্ত যার ব্যপ্তি।
- তৃতীয় ওয়াক্ত ‘আসর ওয়াক্ত’ যা সূর্যাস্তের আগ পর্যন্ত পড়া যায়।
- চতুর্থ ওয়াক্ত হচ্ছে ‘মাগরিব ওয়াক্ত’ যা সূর্যাস্তের ঠিক পর পরই আরম্ভ হয় এবং এর ব্যপ্তিকাল প্রায় ৩০-৪৫ মিনিট।
- ‘মাগরিব ওয়াক্ত’ এর প্রায় ১ ঘণ্টা ৩০ মিনিট পর আরম্ভ হয় ‘এশা ওয়াক্ত’ এবং এর ব্যপ্তি প্রায় “ফজর ওয়াক্ত”-এর আগ পর্যন্ত।
উপর্যুক্ত ৫ টি ফরজ নামাজ ছাড়াও এশা’র নামাজের পরে বিতর নামাজ আদায় করা হানাফী আলেমদের মতে ওয়াজিব, ও বাকি তিন মাযহাবের আলেমদের মতে সুন্নত। এছাড়াও আরো বেশ কয়েকটি সুন্নত নামাজ রয়েছে।
চলুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ কত রাকাত? কোন নামাজ কত রাকাত? নামাজের রাকাত সমূহ এক নজরে দেখে নিই-
ওয়াক্ত | সুন্নাত (মুয়াক্কাদাহ) | ফরজ | সুন্নাত (মুয়াক্কাদাহ) | ওয়াজিব |
ফজর | ২ রাকাআত | ২ রাকাআত | নাই | নাই |
যোহর | ৪ রাকাআত | ৪ রাকাআত | ২ রাকাআত | নাই |
আসর | নাই | ৪ রাকাআত | নাই | নাই |
মাগরিব | নাই | ৩ রাকাআত | ২ রাকাআত | নাই |
এশা | নাই | ৪ রাকাআত | ২ রাকাআত | ১ বা ৩ বা ৫ রাকাআত (বিতর নামাজ) |
পাঁচ ওয়াক্ত মিলিয়ে মোট ১৭ রাকাআত ফরজ নামাজ ও ১২ রাকাত সুন্নত নামাজ ও ৩ রাকাত বিতর পড়তে হয়। এগুলো হলো-
ফজর: ফজরের সালাত মোট ৪ রাকাআত। এর মধ্যে ২ রাকাআত সুন্নত এবং ২ রাকাআত ফরজ। প্রথমে সুন্নত আদায় করতে হয় এবং তারপরে ফরজ আদায় করতে হয়। মনে রাখবে, ফজরের সুন্নত সালাতের গুরুত্ব অন্যান্য ওয়াক্তের সুন্নত সালাতের চেয়ে অনেক বেশি।
যোহর: যোহরের সালাত মোট ১০ রাকাআত। আর এগুলো হলো— ৪ রাকাআত সুন্নত মুয়াক্কাদাহ— যা সাধারণত এ ওয়াক্তের ফরজ সালাতের পূর্বে আদায় করতে হয়, তারপর ৪ রাকাআত ফরজ সালাত আদায় করতে হয় এবং ফরজের পরে আরো ২ রাকাআত সুন্নত সালাত আদায় করতে হয়।
আসর: আসরের সালাত ৪ রাকাআত-যা ফরজ। তবে এ ফরজের পূর্বে ৪ রাকাআত সুন্নত সালাত আদায় করা অনেক সাওয়াবের কাজ। তবে এটি না করলে কোন গুনাহ নেই।
মাগরিব: মাগরিবের সালাত মোট ৫ রাকাআত। এর মধ্যে ৩ রাকাআত ফরজ এবং ফরজ শেষে অনতিবিলম্বে ২ রাকাআত সুন্নত মুয়াক্কাদাহ সালাত আদায় করতে হয়।
এশা: এশার সালাত মোট ৬ রাকাআত। প্রথমে ৪ রাকাআত ফরজ সালাত আদায় করতে হয়। তারপর ২ রাকাআত সুন্নত সালাত আদায় করতে হয়। এশার ফরজের পূর্বেও ৪ রাকাআত সুন্নত সালাত আদায় করা হয়, এশার আগে চার রাকাত সুন্নত নামাজ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি।
আমরা দৈনিক পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের আগে-পরে যে সুন্নাতে মুয়াক্কাদা আদায় করি, এগুলোর ফজিলতও অনেক। যেমন-
হাদিস শরীফে এসেছে, হযরত আয়েশা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
“যে ব্যক্তি দৈনিক ১২ রাকাত সুন্নাতে মুয়াক্কাদা নিয়মিত আদায় করবে তার জন্য আল্লাহ তায়ালা জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। ১২ রাকাত সুন্নাতে মুয়াক্কাদা হলো জোহরের আগে চার রাকাত, পরে দুই রাকাত, মাগরিবের পরে দুই রাকাত, এশার পরে দুই রাকাত এবং ফজরের আগে দুই রাকাত। ”
(জামে তিরমিযী, হাদিস নং ৪১৪)
এ ১২ রাকাত সুন্নতে মুয়াক্কাদা তো আমরা অবশ্যই আদায় করব, পাশাপাশি কিছু নফলেরও অভ্যাস করি। অন্য কোনো নফল পড়তে না পারলেও অন্তত ইশরাকের দুই রাকাত, জোহরের দুই রাকাত সুন্নাতে মুয়াক্কাদার পর দুই রাকাত, মাগরিবের পর আওয়াবিন ও তাহাজ্জুদের নামাজ আদায় করার চেষ্টা করি।
আমরা কত সময় অনর্থক কথাবার্তা ও গল্পগুজবে নষ্ট করে ফেলি। এর জন্য একদিন আমাদের আফসোস করতে হবে।
জামাতে নামাজ আদায়ের ফজিলত–
পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পুরুষদের জন্য জামাতে পড়া অবশ্য কর্তব্য এবং মুসলিম নারীদের জন্য ঘরে পড়া অবশ্য কর্তব্য ও জামাতে পড়া ঐচ্ছিক।
আবদুল্লাহ ইবনু ইউসুফ (রহঃ) … আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
“জামা’আতে সালাতের ফযীলত একাকী আদায়কৃত সালাত থেকে সাতাশ’ গুণ বেশি।”
(সহীহ বুখারী, ইসলামিক ফাউন্ডেশন ৬১৭ নং)
বিশ্ব জাহানের প্রতিমালক আমাদের বুঝার ও তদানুযায়ী আমল করার তৈাফিক দান করুন। আমিন।
Queries discussed: ওয়াক্ত নামাজ কত রাকাত, কোন নামাজ কত রাকাত, নামাজের রাকাত সমূহ।
পবিত্র ইসলাম ধর্ম সম্পর্কিত যে কোন বিষয়ে জানতে– ‘ইন বাংলা নেট ইসলাম’ (inbangla.net/islam) এর সাথেই থাকুন।