Skip to content

৫০টি ভুট্টার জাত সমূহ

৫০টি ভুট্টার জাত সমূহ

আলোচ্য বিষয়:

প্রিয় খামারি ভাই ও বোনেরা। আশা করি ভালো আছেন। আজকে আলোচনাটিতে আপনাদের স্বাগতম জানাই। আজকের এই পোষ্টটিতে বিশেষ গুণ সম্পন্ন ভুট্টার জাত সমূহ, কম্পজিট ভুট্টার জাত সমূহ, হাইব্রিড ভুট্টার জাত সমূহ, বিভিন্ন বেসরকারি বীজ কম্পানী বা প্রতিষ্ঠানের উদ্ভাবিত ভুট্টার জাত সমূহ ইত্যাদি ৫০টি জাতের পরিচিতি সুন্দর সহজবধ্য করে গুছিয়ে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টার করব, ইংশাআল্লাহ।

ভুট্টার জাত সমূহ সংগ্রহ ও বাছাইকরণের মাধ্যমে ‘বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই)’ ২০০২ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ৭টি উন্নত জাত এবং ২০টি ভুট্টার উচ্চ ফলনশীল হাইব্রিড জাত উদ্ভাবন করেছে।

এছাড়াও বিভিন্ন বেসরকারি কম্পানির যেমন এ সি আই লিমিটেড, ব্র্যাক সীড এন্ড এগ্রো এন্টারপ্রাইজ, সিনজেনটা, লাল তীর সীড লিমিটেড প্রভৃতি বেসরকারি বীজ প্রতিষ্ঠান উন্নত ও উচ্চ ফলনশীল প্রায় ১৬টি ভুট্টার জাতের বীজ সরবরাহ করে আসছে।

বাংলাদেশে ভুট্টা চাষে ব্যবহৃত হাইব্রিড ভুট্টার জাত সমূহের মূল উৎস দু’টি। বিদেশ থেকে আমদানি করা ভুট্টা জাত হলো ভুট্টা বীজের প্রধান উৎস। বাংলাদেশে উদ্ভাবিত ভুট্টা হাইব্রিড জাত হলো ভুট্টা বীজের দ্বিতীয় উৎস।

বাংলাদেশে বিদেশি জাতগুলোর চাহিদা বেশি দু-তিনটি কারণে। এ কারণগুলো হলো-

  1. বিদেশি ভুট্টার জাত সমূহের ভুট্টা গাছে ২-৩টা ভুট্টার মোচা তৈরি হয়, বাংলাদেশী ভুট্টার জাত সমূহতে ১-২টা মোচা তৈরি হয়। মোচার সংখ্যা বেশি হলে মোচা ছোট হয় এবং দানার সংখ্যা কম হয়। তবে তিন মোচার ভুট্টা গাছে দুই মোচার ভুট্টা গাছ অপেক্ষা ফলন কিছুটা বেশি হয়।
  2. বিদেশি ভুট্টার জাত সমূহের বীজ পেতে সহজ হয়। কোম্পানিগুলো বিদেশি জাতের বীজ ও চাষাবাদ পদ্ধতি নিয়ে কৃষকের দোড়গোড়ায় পৌঁছে যায়। দেশি ভুট্টার জাত সমূহের বীজ এতটা সুলভ নয়, তাছাড়া এ নিয়ে প্রচার প্রচারণাও এত বেশি হয়।
  3. বিদেশি কোনো কোনো হাইব্রিড ভুট্টার জাত সমূহের ফলন দেশি হাইব্রিড ভুট্টার জাত সমূহের চেয়ে বেশি।

ভালো ভালো হাইব্রিড ভুট্টার জাত সমূহ রয়েছে বাজারে। নতুন নতুন জাতও আসছে দিন দিন। প্রতিযোগিতামূলক বাজারের এটিই সুবিধা।

বাংলাদেশের ক্রমবর্ধমান চাহিদা মিটাতে বহুমুখী ব্যবহারের উপযোগী ভুট্টা জাতের চাষের সম্ভাবনা খুবই উজ্জ্বল। চলুন বিভিন্ন ভুট্টার জাত সমূহ এর নাম, পরিচিতি, বৈশিষ্ট্য ও ফলন সম্পর্কে জেনে নিই।

(১) ভুট্টার জাত সমূহের তালিকা

নিচে বিশেষ গুণ ও বৈশিষ্ট্য সম্পন্ন ভুট্টার জাত সমূহের নামের তালিকা উপস্থাপন করা হলো-

ক্রমিকবিশেষ বৈশিষ্ট্যভুট্টার জাত সমূহ
গুণগত মানসম্পন্ন প্রোটিন সমৃদ্ধবারি হাইব্রিড ভুট্টা ৫
গো-খাদ্যোপযোগিবারি ভুট্টা ৭, বারি হাইব্রিড ভুট্টা ১৩, বারি হাইব্রিড ভুট্টা ১৭,  বিডাব্লিউএমআরআই হাইব্রিড বেবি কর্ণ ১
মধ্যম মাত্রার খরা সহিষ্ণুবারি হাইব্রিড ভুট্টা ১২, বারি হাইব্রিড ভুট্টা ১৩
লবণাক্ততা সহিষ্ণুবারি হাইব্রিড ভুট্টা ১৬
অধিক তাপ সহিষ্ণুবারি হাইব্রিড ভুট্টা ১৪, বারি হাইব্রিড ভুট্টা ১৫, বারি হাইব্রিড ভুট্টা ১৭
খাটো আকৃতির (হেলে পড়া প্রতিরোধী)বারি হাইব্রিড ভুট্টা ১৪, বিডাব্লিউএমআরআই হাইব্রিড ভুট্টা ১
উচ্চফলনশীলবারি হাইব্রিড ভুট্টা-৫ থেকে শুরু করে ১৭ অবধি সবগুলো। বিডাব্লিউএমআরআই হাইব্রিড ভুট্টা ১, বিডাব্লিউএমআরআই হাইব্রিড ভুট্টা ২, বারি মিষ্ট ভুট্টা-১, প্রোফিট, শাহী, ডন-১১১, ডন-১১২, প্যাসিফিক-১৩৯ ও কাভেরি-৩৬৯৬, ঊত্তরণ, উত্তরন-২, উত্তরন সুপার, বিপ্লব, বিপ্লব, শক্তি, শক্তি-৩, প্যাসিফিক ২৯৩, প্যাসিফিক ৯৮৪ ও প্যাসিফিক ৯৯৯ সুপার, প্যাসিফিক ৫৫৫ হাইব্রিড।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) কর্তৃক উদ্ভাবিত কম্পজিট ভুট্টার জাত সমূহ-

ক্রমিক নংকম্পোজিট ভুট্টার জাত সমূহঅবমুক্তির সাল
 ১বর্ণালি১৯৮৬
শুভ্রা১৯৮৬
খই ভুট্টা১৯৮৬
মোহর১৯৯১
বারি ভুট্টা ৫১৯৯৮
বারি ভুট্টা ৬১৯৯৮
বারি ভুট্টা ৭২০০২
বারি মিষ্টি ভুট্টা ১২০০২
বারি বেবি কর্ণ ১২০১৩

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) কর্তৃক উদ্ভাবিত হাইব্রিড ভুট্টার জাত সমূহের তালিকা নিম্নরূপ-

ক্রমিক নংহাইব্রিড ভুট্টার জাত সমূহঅবমুক্তির সালক্রমিক নংহাইব্রিড ভুট্টার জাত সমূহঅবমুক্তির সাল
বারি হাইব্রিড ভুট্টা ১২০০২১১বারি হাইব্রিড ভুট্টা ১১২০০৯
বারি হাইব্রিড ভুট্টা ২২০০২১২বারি হাইব্রিড ভুট্টা ১২২০১৬
বারি হাইব্রিড ভুট্টা ৩২০০২১৩বারি হাইব্রিড ভুট্টা ১৩২০১৬
বারি হাইব্রিড ভুট্টা ৪২০০২১৪বারি হাইব্রিড ভুট্টা ১৪২০১৭
বারি হাইব্রিড ভুট্টা ৫২০০৪১৫বারি হাইব্রিড ভুট্টা ১৫২০১৭
বারি হাইব্রিড ভুট্টা ৬২০০৬১৬বারি হাইব্রিড ভুট্টা ১৬২০১৮
বারি হাইব্রিড ভুট্টা ৭২০০৬১৭বারি হাইব্রিড ভুট্টা ১৭২০১৯
বারি হাইব্রিড ভুট্টা ৮২০০৭১৮বিডাব্লিউএমআরআই হাইব্রিড ভুট্টা ১২০২০
বারি হাইব্রিড ভুট্টা ৯২০০৭১৯বিডাব্লিউএমআরআই হাইব্রিড বেবি কর্ণ ১২০২০
১০বারি হাইব্রিড ভুট্টা ১০২০০৯২০বিডাব্লিউএমআরআই হাইব্রিড ভুট্টা ২২০২২

বিভিন্ন বেসরকারি বীজ কম্পানী বা প্রতিষ্ঠানের উদ্ভাবিত ভুট্টার জাত সমূহ-

See also  ৩২টি উন্নত জাতের ভুট্টার নাম
ক্রমিকভুট্টার জাত সমূহবীজ কম্পানী/প্রতিষ্ঠানের নাম
এনকে-৪০সিনজেনটা
প্রোফিটএ সি আই লিমিটেড
শাহীএ সি আই লিমিটেড
ডন-১১১এ সি আই লিমিটেড
ডন-১১২এ সি আই লিমিটেড
প্যাসিফিক-১৩৯এ সি আই লিমিটেড
কাভেরি-৩৬৯৬এ সি আই লিমিটেড
ঊত্তরণব্র্যাক সীড এন্ড এগ্রো এন্টারপ্রাইজ
উত্তরন-২ব্র্যাক সীড এন্ড এগ্রো এন্টারপ্রাইজ
১০উত্তরন সুপারব্র্যাক সীড এন্ড এগ্রো এন্টারপ্রাইজ
১১বিপ্লবব্র্যাক সীড এন্ড এগ্রো এন্টারপ্রাইজ
১২বিপ্লব-২ব্র্যাক সীড এন্ড এগ্রো এন্টারপ্রাইজ
১৩শক্তিব্র্যাক সীড এন্ড এগ্রো এন্টারপ্রাইজ
১৪শক্তি-৩ব্র্যাক সীড এন্ড এগ্রো এন্টারপ্রাইজ
১৫প্যাসিফিক-১১ব্র্যাক সীড এন্ড এগ্রো এন্টারপ্রাইজ
১৬প্যাসিফিক-৬০ব্র্যাক সীড এন্ড এগ্রো এন্টারপ্রাইজ
১৭প্যাসিফিক-২২৪ব্র্যাক সীড এন্ড এগ্রো এন্টারপ্রাইজ
১৮প্যাসিফিক ২৯৩ব্র্যাক সীড এন্ড এগ্রো এন্টারপ্রাইজ
১৯প্যাসিফিক-৫৫৫ হাইব্রিডলাল তীর সীড লিমিটেড
২০প্যাসিফিক ৯৮৪ব্র্যাক সীড এন্ড এগ্রো এন্টারপ্রাইজ
২১প্যাসিফিক ৯৯৯ সুপারব্র্যাক সীড এন্ড এগ্রো এন্টারপ্রাইজ

(২) বিএআরআই কর্তৃক উদ্ভাবিত কম্পোজিট ভুট্টার জাত সমূহের পরিচিতি

ক) ‘বর্ণালী’ ভুট্টার জাত পরিচিতি

বর্ণালী ভুট্টা (ইনসেটে মোচা)
বর্ণালী ভুট্টা (ইনসেটে মোচা)

জাতের নাম: বর্ণালী।

ভূমিকা: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত বর্ণালী জাতটি ১৯৮৬ সালে অনুমোদিত হয়।

জাত এর বৈশিষ্ট্য:

  • স্থানীয় জাতসমূহের চেয়ে বর্ণালী জাতের গাছের উচ্চতা বেশি।
  • এ জাতের মোচা আকারে বেশ বড় এবং আগার দিক কিছুটা সরু।
  • মোচার অগ্রভাগ পর্যন্ত শক্তভাবে খোসাদ্বারা আবৃত থাকে।
  • বর্ণালীর নানা সোনালী হলদে রঙের এবং দানা আকারে বেশ বড়।
  • হাজার দানার ওজন ২৪৫-৩২০ গ্রাম।
  • এ জাতটি রবি মৌসুমে ১৪০-১৪৫ দিনে এবং খরিফ মৌসুমে ৯৫-১০০ দিনে পাকে।
  • বর্ণালী জাতে বেশি পরিমাণে ক্যারোটিন আছে বলে এর দানা হাঁস-মুরগির খাদ্য তৈরির একটি উত্তম উপকরণ।

ফলন: প্রতি হেক্টরে রবি মৌসুমে ৫.৫-৬.০ টন এবং খরিফ মৌসুমে ৪.০-৪.৫ টন হয়।

খ) ‘শুভ্রা’ ভুট্টার জাত পরিচিতি

শুভ্রার দানা
শুভ্রার দানা
শুভ্রা ভুট্টা (ইনসেটে মোচা)
শুভ্রা ভুট্টা (ইনসেটে মোচা)

জাতের নাম: শুভ্রা।

ভূমিকা: শুভ্রা নামে ভুট্টার উচ্চ ফলনশীল এ জাতটি ১৯৮৬ সালে অনুমোদন করা হয়। স্থানীয় জাতের চেয়ে শুজা জাতের গাছের উচ্চতা বেশি।

জাত এর বৈশিষ্ট্য:

  • শুভ্রার দানা আকারে বড় এবং সম্পূর্ণ মোচা দানায় ভর্তি থাকে।
  • হাজার দানার ওজন ৩১০-৩০০ গ্রাম।
  • এ জাতটির গাছের উপরের অংশের পাতা নিচের অংশের পাতার চেয়ে আকারে ছোট এবং অপেক্ষাকৃত সরু।
  • জাতটি রবি মৌসুমে ১৩৫-১৪৫ দিনে এবং খরিফ মৌসুমে ৯৫-১০৫ দিনে পাকে।
  • পরিপত অবস্থায় মোচা সংগ্রহ করলে প্রতি হেক্টরে ৫০-৫৩ হাজার মোচা পাওয়া যায়।
  • দানার রং সাদা বলে গমের আটার সাথে মিশিয়ে রুটি তৈরি করা যায়।

ফলন: প্রতি হেক্টরে রবি মৌসুমে ৪.০-৫.৫ টন এবং খরিফ মৌসুমে ৩.৫-৪.৫ টন হয়।

গ) ‘খইভুট্টা’ ভুট্টার জাত পরিচিতি

খইভুট্টা (ইনসেটে মোচা)
খইভুট্টা (ইনসেটে মোচা)
খইভুট্টার দানা
খইভুট্টার দানা
খইভূট্টার খই
খইভূট্টার খই

জাতের নাম: খইভুট্টা।

ভূমিকা: খইভুট্টা জাত দুই-এ ১৯৮৬ সালে জাত হিসেবে অনুমোদন লাভ করে।

জাত এর বৈশিষ্ট্য:

  • গাছ মাঝারী উচ্চতা সম্পন্ন, মোচার উপরের পাতা অপেক্ষাকৃত সরু এবং দানা আকারে ছোট।
  • হাজার দানার ওজন ১৪০-১৫০ গ্রাম।
  • খইভুট্টা রবি মৌসুমে ১২৫- ১৩০ দিনে এবং খরিফ মৌসুমে ৯০-১০০ দিনে পাকে।
  • খইভুট্টার দানা থেকে শতকরা ৯০-৯৫ ভাগ খই পাওয়া যায়। খই আকারে বেশ বড় ও সুস্বাদু।

ফলন: হেক্টরে রবি মৌসুমে ৩.৫-৪.০ টন এবং খরিফ মৌসুমে ২.৫-৩.৫ হয়।

ঘ) ‘মোহর’ ভুট্টার জাত পরিচিতি

মোহর ভুট্টা
মোহর ভুট্টা
মোহরের মোচা ও দানা
মোহরের মোচা ও দানা

জাতের নাম: মোহর।

ভূমিকা: ভুট্টার মোহর জাত ১৯৯০ সালে উচ্চ ফলনশীল জাত হিসেবে অনুমোদন লাভ করে।

জাত এর বৈশিষ্ট্য:

  • মোহর জাতের গাছ অন্যান্য জাতের গাছের চেয়ে বেশ উঁচু, ফলে খড়ের পরিমাণ বেশি হয়।
  • এ জাতের মোচা পাকার পরেও পাতা বেশ সবুজ থাকে বলে পতা উৎকৃষ্ট গো-খাদ্য হিসেবে ব্যবহার করা যায়।
  • মোহর জাতে কাও বেশ শক্ত হওয়ায় বাতাসে সহজে হেলে পড়ে না।
  • মোচা মোটা, লম্বা এবং সম্পূর্ণ মোচা দানায় পূর্ণ থাকে।
  • দানা উজ্জ্বল হলুদ এবং আকারে বড়।
  • হাজার দানার ওজন ১৮০-৩০০ গ্রাম।
  • মোহর জাতটি দানা এবং গো-খাদ্য উভয় উদ্দেশ্যে চাষ করা যেতে পারে।
  • জাতটি রবি মৌসুমে ১৩৫-১৪৫ দিনে এবং খরিফ মৌসুমে ৯৫-১০৫ দিনে পাকে।

ফলন: হেক্টরপ্রতি রবি মৌসুমে ৫০-৫.৫ টন এবং খরিফ মৌসুমে ৩.৫-৪.৫ টন হয়।

ঙ) ‘বারি ভুট্টা-৫’ এর জাত পরিচিতি

বারি ভুট্টা-৫
বারি ভুট্টা-৫

জাতের নাম: বারি ভুট্টা-৫।

ভূমিকা: নাইজেরিয়া থেকে ১৯৯৮ সালে সংগৃহীত ১০টি ইনব্রেড সারি থেকে ৫টি বাছাই করা হয়। পরবর্তীকালে ১টি অগ্রবর্তী কম্পোজিটের সঙ্গে সংকরায়ণের মাধ্যমে এ জাতটি উদ্ভাবিত হয় এবং ১৯৯৭ সালে অনুমোদন করা হয়। জাতটি বাংলাদেশে ভুট্টা চাষ উপযোগী এলাকায় চাষাবাদের জন্য উপযুক্ত বলে প্রমাণিত হয়েছে।

জাত এর বৈশিষ্ট্য:

  • গাছ সহজে হেলে পড়ে না।
  • জাতটির মোচা বেশ লম্বা ও মোটা এবং সম্পূর্ণভাবে ঘোসা দ্বারা আবৃত।
  • এ জাতের দানার রং হলুদ এবং হজার দানার ওজন ২৯০-৩১০ গ্রাম।
  • এ জাতের জীবন কাল ১৩৫-১৫৫ দিন।
See also  হাইব্রিড ভুট্টা চাষ পদ্ধতি

ফলন: হেক্টরপ্রতি ফলন রবি মৌসুমে ৬.০-৬.৫ টন এবং খরিফ মৌসুমে ৩.৫-৪.০ টন হয়।

চ) ‘বারি ভুট্টা-৬’ এর জাত পরিচিতি

বারি ভুট্টা-৬
বারি ভুট্টা-৬

জাতের নাম: বারি ভুট্টা-৬।

ভূমিকা: সংগৃহীত কম্পোজিট জাতসমূহের মধ্য থেকে বাছাই করে বারি ভুট্টা-৬ জাতটি উদ্ভাবন করা হয় এবং ১৯৯৮ সালে অনুমোদন করা হয়।

জাত এর বৈশিষ্ট্য:

  • রবি মৌসুমে এ জাতের জীবন কাল ১৪৫-১৫০ দিন এবং খরিফ মৌসুমে ৯৫-১০৫ দিন।
  • এ জাতের মোচা খোসা দ্বারা ভালভাবে আবৃত থাকে।
  • মোচা মাঝারী আকারের।
  • হাজার দানার ওজন ৩১৫-৩২৫ গ্রাম।

ফলন: হেক্টরপ্রতি ফলন রবি মৌসুমে ৬.৫-৭.০ টন এবং খরিফ মৌসুমে ৫.০-৫.৫ টন পাওয়া যায়।

ছ) ‘বারি ভুট্টা-৭’ এর জাত পরিচিতি

বারি ভুট্টা-৭ এর মোচা
বারি ভুট্টা-৭ এর মোচা

জাতের নাম: বারি ভুট্টা-৭।

ভূমিকা: আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র (CIMMYT), মেক্সিকো হতে সংগ্রহ করা বাছাইকৃত লাইন থেকে বারি ভুট্টা-৭ নামে এ কম্পোজিট জাতটি ২০০২ সালে উদ্ভাবিত হয়।

জাত এর বৈশিষ্ট্য:

  • এ জাতের গাছগুলো বেশ সবল, মোটা ও শক্ত বিধায় সহজে হেলে পড়ে না।
  • মোচা বেশ বড় আকারের এবং মোচার অগ্রভাগ পর্যন্ত সম্পূর্ণ খোসা দ্বারা আবৃত থাকে।
  • গাছের উচ্চতা গড়ে ১৯০ থেকে ১৯৪ সেমি।
  • নানাগুলো হলুদ, ডেন্ট আকৃতির এবং আকারেও বেশ বড়। হাজার দানার ওজন ৩৬০ গ্রাম।
  • রবি মৌসুমে এ জাতের জীবন কাল ১৫৪ থেকে ১৫৫ দিন এবং খরিফে ১০০ থেকে ১০৫ দিন।
  • জাতটি টারসিকাম লিফ ব্লাইট (TLB) রোগের ক্ষেত্রে বেশ প্রতিরোধী।

ফলন: বর্তমানে প্রচলিত মুক্ত পরাগায়িত জাতসমূহের চেয়ে গড়ে শতকরা ৯ থেকে ২৭ ভাগ ফলন বেশি হয়। হেক্টরপ্রতি গড় ফলন রবি মৌসুমে ৬.০ থেকে ৭.০ টন এবং ধরিফে ৫০ থেকে ৬.০ টন পাওয়া যায়।

(৪) বিএআআই কর্তৃক উদ্ভাবিত হাইব্রিড ভুট্টার জাত সমূহের পরিচিত

বারি হাইব্রিড ভুট্টা-১, বারি হাইব্রিড ভুট্টা-২, বারি হাইব্রিড ভুট্টা-৩, বারি হাইব্রিড ভুট্টা-৪, বারি হাইব্রিড ভুট্টা-৫, বারি হাইব্রিড ভুট্টা-৬, বারি হাইব্রিড ভুট্টা-৭, বারি হাইব্রিড ভুট্টা-৮, বারি হাইব্রিড ভুট্টা-৯, বারি হাইব্রিড ভুট্টা-১০, বারি হাইব্রিড ভুট্টা-১১, বারি হাইব্রিড ভুট্টা-১২, বারি হাইব্রিড ভুট্টা-১৩, বারি হাইব্রিড ভুট্টা-১৪, বারি হাইব্রিড ভুট্টা-১৫, বারি হাইব্রিড ভুট্টা-১৬, বারি হাইব্রিড ভুট্টা-১৭, বিডাব্লিউএমআরআই হাইব্রিড ভুট্টা-১ বিডাব্লিউএমআরআই হাইব্রিড ভুট্টা-২ বিডাব্লিউএমআরআই হাইব্রিড বেবি কর্ণ-১ প্রভৃতি।

উপরোক্ত হাইব্রিড ভুট্টার জাত সমূহ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে যাতে হবে→ https://inbangla.net/krisi/হাইব্রিড-ভুট্টার-জাত/

(৫) বিভিন্ন বেসরকারি বীজ কম্পানী বা প্রতিষ্ঠানের উদ্ভাবিত ভুট্টার জাত সমূহের পরিচিতি

ক) ‘এনকে-৪০’ এর জাত পরিচিতি

জাত এর নাম: এনকে-৪০।

অবমূক্তকারী প্রতিষ্ঠান: সিনজেনটা।

জাত এর বৈশিষ্ট্য:

  • জীবনকাল ১৪০-১৪৫ দিন।
  • দেশীয় পদ্ধতি ছিটিয়ে বপন করা যায়।

ফলন: উৎপাদন (সেচ সহ) প্রতি হেক্টরে ৮.২-৮.৯ টন। উৎপাদন (সেচ ছাড়া) প্রতি হেক্টরে ৮.১-৮.৫ টন।

খ) ‘প্রোফিট’ এর জাত পরিচিতি

উন্নত জাতের ভুট্টার নাম: প্রোফিট।

অবমূক্তকারী প্রতিষ্ঠান: এ সি আই লিমিটেড।

জাত এর বৈশিষ্ট্য:

  • মোচার মাথা পর্যন্ত পরিপুষ্ট দানা।
  • খড়া ও আর্দ্রতা সহনশীল।
  • প্রতিটি মোচায় গড়ে দানার সংখ্যা ৫০৬-৫৭৬ টি।
  • বীজ বপনের সময় অক্টোবর থেকে ডিসেম্বর।
  • বীজের হার ৬-৭ কেজি একর।
  • জীবনকাল রবি মৌসুমে ১২০-১৩৫ দিন ও খরিপ মৌসুমে ১০০-১১০ দিন।

ফলন: উৎপাদন (সেচ সহ) প্রতি হেক্টরে ১০-১১ টন।

গ) ‘শাহী’ এর জাত পরিচিতি

উন্নত জাতের ভুট্টার নাম: শাহী।

অবমূক্তকারী প্রতিষ্ঠান: এ সি আই লিমিটেড।

জীবনকাল রবি মৌসুমে ১৩৫-১৪০ দিন, খরিপ মৌসুমে ১১০-১২০ দিন।

জাত এর বৈশিষ্ট্য:

  • মোচার মাথা পর্যন্ত পরিপুষ্ট দানা।
  • মোচা লম্বা ও সুষম উচ্চতা বিশিষ্ট।
  • প্রতিটি মোচায় গড়ে দানার সংখ্যা ৬৪০-৭০৪।
  • বীজের হার ৬-৭ কেজি/একর।
  • বীজ বপনের সময় সারা বছর।

ফলন: উৎপাদন (সেচ সহ) প্রতি হেক্টরে ১০-১১ টন।

ঘ) ‘ডন-১১১’ এর জাত পরিচিতি

উন্নত জাতের ভুট্টার নাম: ডন-১১১।

অবমূক্তকারী প্রতিষ্ঠান: এ সি আই লিমিটেড।

জাত এর বৈশিষ্ট্য:

  • মোচার মাথা পর্যন্ত পরিপুষ্ট দানা।
  • মোচার ভিতরে রাকিস চিকন এবং শেলিং হার ৮৪%।
  • প্রতিটি মোচায় গড়ে দানার সংখ্যা ৬২৪-৬৪৮।
  • বীজ বপনের সময় সারা বছর।
  • বীজের হার ৬-৭ কেজি/একর।
  • জীবনকাল রবি মৌসুমে ১৪০-১৪৫ দিন ও খরিপ মৌসুমে ১২০-১৩০ দিন।

ফলন: উৎপাদন (সেচ সহ) প্রতি হেক্টরে ১০-১১ টন।

ঙ) ‘ডন-১১২’ এর জাত পরিচিতি

উন্নত জাতের ভুট্টার নাম: ডন-১১২।

অবমূক্তকারী প্রতিষ্ঠান: এ সি আই লিমিটেড।

জাত এর বৈশিষ্ট্য:

  • মোচার মাথা পর্যন্ত পরিপুষ্ট দানা।
  • মোচার ভিতরে রাকিস চিকন এবং শেলিং হার বেশি।
  • বীজ বপনের সময় সারা বছর।
  • বীজের হার ৬-৭ কেজি/একর।
  • জীবনকাল রবি মৌসুমে ১৪০-১৪৫ দিন ও খরিপ মৌসুমে ১২০-১৩০ দিন।

ফলন: উৎপাদন (সেচ সহ) প্রতি হেক্টরে ১১-১৩ টন।

চ) ‘প্যাসিফিক-১৩৯’ এর জাত পরিচিতি

উন্নত জাতের ভুট্টার নাম: প্যাসিফিক-১৩৯।

অবমূক্তকারী প্রতিষ্ঠান: এ সি আই লিমিটেড।

জাত এর বৈশিষ্ট্য:

  • মোচার মাথা পর্যন্ত পরিপুষ্ট দানা।
  • গাছ সুষম উচ্চতা বিশিষ্ট, কাণ্ড মোটা হওয়ায় ঝড় ও বাতাসে ঝরে পড়ে না।
  • মোচার ভিতরে রাকিস চিকন এবং শেলিং হার ৮৫-৮৮% খড়া সহনশীল।
  • সারা বছর বীজ বপন করা যায়।
  • বীজের হার ৬-৭ কেজি/একর।
  • জীবনকাল রবি মৌসুমে ১৪০-১৪৫ দিন ও খরিপ মৌসুমে ১১০-১২০ দিন।

ফলন: উৎপাদন (সেচ সহ) প্রতি হেক্টরে ১১-১৩ টন।

ছ) ‘কাভেরি-৩৬৯৬’ এর জাত পরিচিতি

উন্নত জাতের ভুট্টার নাম: কাভেরি-৩৬৯৬।

অবমূক্তকারী প্রতিষ্ঠান: এ সি আই লিমিটেড।

জাত এর বৈশিষ্ট্য:

  • মোচার মাথা পর্যন্ত পরিপুষ্ট দানা।
  • প্রতিটি মোচায় গড়ে দানার সংখ্যা ৫৩২-৬০৮।
  • বীজ বপনের সময় সারা বাছর।
  • বীজের হার ৬-৭ কেজি/একর।
  • জীবনকাল রবি মৌসুমে ১৩০-১৪০ দিন ও খরিপ মৌসুমে ১০০-১১০ দিন।
See also  ভুট্টার জাত: হাইব্রিড, উচ্চফলনশীল, ভালো খরা সহিষ্ণু, নতুন তাপ সহনশীল, উন্নত ও মিষ্টি ভূট্টার জাতের নাম

ফলন: উৎপাদন (সেচ সহ) প্রতি হেক্টরে ৯-১০ টন।

জ) ‘ঊত্তরণ’ এর জাত পরিচিতি

উন্নত জাতের ভুট্টার নাম: ঊত্তরণ।

অবমূক্তকারী প্রতিষ্ঠান: ব্র্যাক সীড এন্ড এগ্রো এন্টারপ্রাইজ।

জাত এর বৈশিষ্ট্য:

  • মোচার মাথা পর্যন্ত পরিপুষ্ট দানা।
  • মোচার ভিতরে রাকিস চিকন এবং দানার আকার বড়।
  • প্রতি গাছে দুটি মোচা হওয়ার বেশি।
  • প্রতি মোচায় দানার সংখ্যা ৫২২ টি।

ফলন: উৎপাদন (সেচ সহ) প্রতি হেক্টরে ৯-১০ টন।

ঝ) ‘উত্তরন-২’ এর জাত পরিচিতি

উন্নত জাতের ভুট্টার নাম: উত্তরন-২।

অবমূক্তকারী প্রতিষ্ঠান: ব্র্যাক সীড এন্ড এগ্রো এন্টারপ্রাইজ।

জাত এর বৈশিষ্ট্য:

  • মোচার মাথা পর্যন্ত পরিপুষ্ট দানা।
  • মোচার ভিতরে রাকিস চিকন এবং দানার আকার বড়।
  • প্রতি মোচায় দানার সংখ্যা ৫৪০টি।
  • গাছে দুইটি মোচা হওয়ার প্রবনতা বেশী।
  • বীজ বপনের সময় অক্টোবর-নভেম্বর মাস।

ফলন: উৎপাদন (সেচ সহ) প্রতি হেক্টরে ১২-১৪ টন।

ঞ) ‘উত্তরন সুপার’ এর জাত পরিচিতি

উন্নত জাতের ভুট্টার নাম: উত্তরন সুপার।

অবমূক্তকারী প্রতিষ্ঠান: ব্র্যাক সীড এন্ড এগ্রো এন্টারপ্রাইজ।

জাত এর বৈশিষ্ট্য:

  • পাতা মোড়ানো রোগ প্রতিরোধী।
  • গাছে দুইটি মোচা হওয়ার প্রবনতা বেশী এবং শেলিং হার ৮২%।
  • প্রতি মোচায় দানার সংখ্যা ৫৬০ টি।
  • গাছ মাঝারি উচ্চতা বিশিষ্ট, কাণ্ড শক্ত, ঝড় বাতাসে হেলে পড়েনা।
  • বীজ বপনের সময় : অক্টোবর-নভেম্বর মাস।

ফলন: উৎপাদন (সেচ সহ) প্রতি হেক্টরে ১২-১৪ টন।

ট) ‘বিপ্লব’ এর জাত পরিচিতি

উন্নত জাতের ভুট্টার নাম: বিপ্লব।

অবমূক্তকারী প্রতিষ্ঠান: ব্র্যাক সীড এন্ড এগ্রো এন্টারপ্রাইজ।

জাত এর বৈশিষ্ট্য:

  • খরিফ মৌসুমে চাষের অধিক উপযোগী।
  • মোচার ভিতরে রাকিস চিকন এবং দানার আকার বড়।
  • মোচার মাথা পর্যন্ত পরিপুষ্ট দানা, দানার আর্দ্রতা কম থাকে।
  • গাছে দুইটি মোচা হওয়ার প্রবনতা বেশী।
  • বীজ বপনের সময় নভেম্বর থেকে মার্চ।

ফলন: উৎপাদন (সেচ সহ) প্রতি হেক্টরে ৯-১০ টন।

ঠ) ‘বিপ্লব-২’ এর জাত পরিচিতি

উন্নত জাতের ভুট্টার নাম: বিপ্লব-২।

অবমূক্তকারী প্রতিষ্ঠান: ব্র্যাক সীড এন্ড এগ্রো এন্টারপ্রাইজ।

জাত এর বৈশিষ্ট্য:

  • মোচার মাথা পর্যন্ত পরিপুষ্ট দানা।
  • মোচার ভিতরে রাকিস চিকন এবং শেলিং হার ৮২%।
  • প্রতি মোচায় দানার সংখ্যা ৫৪০ টি।
  • বীজ বপনের সময় অক্টোবর থেকে নভেম্বর মাস।

ফলন: উৎপাদন (সেচ সহ) প্রতি হেক্টরে ৯-১০ টন।

ড) ‘শক্তি’ এর জাত পরিচিতি

উন্নত জাতের ভুট্টার নাম: শক্তি।

অবমূক্তকারী প্রতিষ্ঠান: ব্র্যাক সীড এন্ড এগ্রো এন্টারপ্রাইজ।

জাত এর বৈশিষ্ট্য:

  • মোচার মাথা পর্যন্ত পরিপুষ্ট দানা।
  • মোচার ভিতরে রাকিস চিকন এবং শেলিং হার ৮৪%।
  • প্রতি মোচায় দানার সংখ্যা ৬৪০ টি।
  • পাতার দাগ রোগ প্রতিরোধী।
  • গাছে দুইটি মোচা হওয়ার প্রবনতা বেশী।
  • পাতা পোড়া ও অন্যান্য ছত্রাকজনিত রোগ সহনশীল।
  • বীজ বপনের সময় অক্টোবর-নভেম্বর মাস।

ফলন: উৎপাদন (সেচ সহ) প্রতি হেক্টরে ৯-১০ টন।

ঠ) ‘শক্তি-৩’ এর জাত পরিচিতি

উন্নত জাতের ভুট্টার নাম: শক্তি-৩।

অবমূক্তকারী প্রতিষ্ঠান: ব্র্যাক সীড এন্ড এগ্রো এন্টারপ্রাইজ।

জাত এর বৈশিষ্ট্য:

  • মোচার মাথা পর্যন্ত পরিপুষ্ট দানা।
  • মোচার ভিতরে র‌্যাকিস চিকন এবং শেলিং হার ৮৪% বেশি।
  • গাছে দুইটি মোচা হওয়ার প্রবনতা বেশী।
  • পাতা পোড়া ও অন্যান্য ছত্রাকজনিত রোগ সহনশীল।
  • প্রতি মোচায় দানার সংখ্যা ৬৪০ টি।
  • বীজ বপনের সময় অক্টোবর-নভেম্বর মাস। রবি মৌসুমে চাষের জন্য বিশেষ উপযোগী।

ফলন: উৎপাদন (সেচ সহ) প্রতি হেক্টরে ৯-১০ টন।

ণ) ‘প্যাসিফিক-১১’ এর জাত পরিচিতি

জাত এর নাম: প্যাসিফিক-১১।

অবমূক্তকারী প্রতিষ্ঠান: ব্র্যাক সীড এন্ড এগ্রো এন্টারপ্রাইজ।

জাত এর বৈশিষ্ট্য:

  • বাংলাদেশের মাটি ও আবহাওয়ায় বিশেষ উপযোগী জাত।
  • গাছের কাণ্ড শক্ত হওয়ায় ঝড় ও বাতাসে ভেঙ্গে পড়েনা।
  • মোচায় দানার সংখা ৫৫০টি।
  • মোচার দানায় আর্দ্রতা কম থাকে।
  • প্রতি গাছে দুটি মোচা হওয়ার বেশি।
  • বীজ বপনের সময় সারা বছর।

ফলন: উৎপাদন (সেচ সহ) প্রতি হেক্টরে ৭-৮ টন।

ত) ‘প্যাসিফিক-৬০’ এর জাত পরিচিতি

জাত এর নাম: প্যাসিফিক-৬০।

অবমূক্তকারী প্রতিষ্ঠান: ব্র্যাক সীড এন্ড এগ্রো এন্টারপ্রাইজ।

জাত এর বৈশিষ্ট্য:

  • গাছের কাণ্ড শক্ত হওয়ায় ঝড় ও বাতাসে ভেঙ্গে পড়েনা।
  • মোচার দানায় আর্দ্রতা কম থাকে।
  • মোচায় দানার সংখা ৫৮০ টি।
  • বীজ বপনের সময় সারা বছর।

ফলন: উৎপাদন (সেচ সহ) প্রতি হেক্টরে ৭-৮ টন।

থ) ‘প্যাসিফিক-২২৪’ এর জাত পরিচিতি

জাত এর নাম: প্যাসিফিক-২২৪।

অবমূক্তকারী প্রতিষ্ঠান: ব্র্যাক সীড এন্ড এগ্রো এন্টারপ্রাইজ।

জাত এর বৈশিষ্ট্য:

  • গাছ মাঝারি উচ্চতা বিশিষ্ট, কাণ্ড শক্ত, ঝড় বাতাসে হেলে পড়েনা।
  • মোচার মাথা পর্যন্ত পরিপুষ্ট দানা।
  • মোচার ভিতরে রাকিস চিকন এবং শেলিং হার ৮৪%।
  • প্রতি মোচায় দানার সংখ্যা ৫৭৬ টি।
  • বীজ বপনের সময় সারা বছর।

ফলন: উৎপাদন (সেচ সহ) প্রতি হেক্টরে ৮-৯ টন।

দ) ‘প্যাসিফিক-২৯৩’ এর জাত পরিচিতি

উন্নত জাতের ভুট্টার নাম: প্যাসিফিক ২৯৩।

অবমূক্তকারী প্রতিষ্ঠান: ব্র্যাক সীড এন্ড এগ্রো এন্টারপ্রাইজ।

জাত এর বৈশিষ্ট্য:

  • গাছ মাঝারি উচ্চতা বিশিষ্ট, কাণ্ড মোটা ও শক্ত, ঝড় বাতাসে ভেঙ্গে পড়েনা।
  • গাছে দুটি মোচা হওয়ার সম্ভাবনা আছে, মোচা লম্বা, শেলিং হার ৮২%।
  • প্রতি মোচায় দানার সংখ্যা ৫৬০ টি।
  • বীজ বপনের সময় সারা বছর

ফলন: উৎপাদন (সেচ সহ) প্রতি হেক্টরে ১২-১৪ টন।

ধ) ‘প্যাসিফিক-৫৫৫ হাইব্রিড’ এর জাত পরিচিতি

উন্নত জাতের ভুট্টার নাম: প্যাসিফিক ৫৫৫ হাইব্রিড।

অবমূক্তকারী প্রতিষ্ঠান: লাল তীর সীড লিমিটেড।

জাত এর বৈশিষ্ট্য:

  • গাছের উচ্চতা ১১৪ সেমি.।
  • শেলিং % ৮৪-৮৫।
  • ফ্লিন্ট ধরনের ভূট্টা।
  • গাছের কাণ্ড ও মূল অত্যন্ত সুগঠিত।
  • জীবনকাল ১১৫-১২০ দিন।।
  • বীজ বপনের সময় রবি মৌসুমে নভেম্বর, খরিপ মৌসুমে ফেব্রুয়ারি-মার্চ।
  • বীজের হার ২০-২৫ কেজি/হেক্টর।

ফলন: উৎপাদন (সেচ সহ) প্রতি হেক্টররে ১৩-১৫ টন।

ন) ‘প্যাসিফিক-৯৮৪’ এর জাত পরিচিতি

উন্নত জাতের ভুট্টার নাম: প্যাসিফিক ৯৮৪।

অবমূক্তকারী প্রতিষ্ঠান: ব্র্যাক সীড এন্ড এগ্রো এন্টারপ্রাইজ।

জাত এর বৈশিষ্ট:

  • গাছ শক্ত ঝড় বাতাসে ভেঙ্গে পড়েনা।
  • মোচা লম্বা ও মোচার মাথা পর্যন্ত পরিপুষ্ট দানা থাকে।
  • আর্দ্রতার কম ও শেলিং হার ৮৪%।
  • মোচায় দানার সংখা ৬৮০ টি।
  • বীজ বপনের সময় সারা বছর।

ফলন: উৎপাদন (সেচ সহ) প্রতি হেক্টরে ১০-১২ টন।

প) ‘প্যাসিফিক-৯৯৯ সুপার’ এর জাত পরিচিতি

উন্নত জাতের ভুট্টার নাম: প্যাসিফিক ৯৯৯ সুপার।

অবমূক্তকারী প্রতিষ্ঠান: ব্র্যাক সীড এন্ড এগ্রো এন্টারপ্রাইজ।

জাত এর বৈশিষ্ট:

  • গাছ সুষম উচ্চতা বিশিষ্ট, কাণ্ড মোটা ও শক্ত, ঝড় বাতাসে ভেঙ্গে পড়েনা।
  • মোচার মাথা পর্যন্ত পরিপুষ্ট দানা।
  • মোচার ভিতরে রাকিস চিকন এবং শেলিং হার ৮৪%।
  • প্রতি মোচায় দানার সংখা ৫৮০ টি।
  • পাতার দাগ রোগ প্রতিরোধী।
  • বীজ বপনের সময় সারা বছর।

ফলন: উৎপাদন (সেচ সহ) প্রতি হেক্টরে ১২-১৪ টন।

(৬) মিষ্টি ভুট্টার জাত সমূহ

মিষ্টি ভুট্টা একটি বিশেষ ধরনের ভুট্টা যা সবজি হিসেবেও খাওয়া যায়। আবার মাছ, মাংস প্রভৃতি সুপের সাথে মিশিয়ে অথবা স্নাক্সের উপাদান হিসেবেও ব্যবহার করা যায়।

মিষ্টি ভুট্টার দানাতে সবচেয়ে বেশি মিষ্টতা থাকে যখন ঘোসা (খোসা ছাড়া) থেকে সরাসরি কাঁচা অবস্থায় অথবা প্রক্রিয়াজাত বা হিমায়িত অবস্থায় খাওয়া হয়। তবে মাঠ থেকে সংগ্রহের পর পরই যদি দানা না খাওয়া যায় অথবা প্রক্রিয়াজাত বা হিমায়িত না করা হয় তবে মিষ্টি ভুট্টার স্বাদ ও গুণাগুণ কমে যায়।

কচি দানায় চিনির ভাগ ১৮%। হলুদ দানা প্রচুর পরিমাণে ভিটামিন ‘এ’ (ক্যারোটিন) সমৃদ্ধ।

বারি মিষ্টি ভুট্টা-১ এর জাত পরিচিতি

বারি মিষ্টি ভুট্টা-১ এর ফসল (ইনসেটে মোচা)
বারি মিষ্টি ভুট্টা-১ এর ফসল (ইনসেটে মোচা)

জাতের নাম: বারি মিষ্টি ভুট্টা-১।

ভূমিকা: থাইল্যান্ড থেকে সংগৃহীত জার্মপ্লাজম থেকে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এ সিনথেটিক জাতটি নির্বাচন করা হয় এবং ‘বারি মিষ্টি ভুট্টা-১’ নামে ২০০২ সালে অনুমোদিত হয়।

সনাক্তকারী বৈশিষ্ট্য:

  • মিষ্টি ভুট্টা কাঁচা অবস্থায় খাওয়া হয়। তাই দানা যখন অল্প নরম থাকে (Milk and dough stage) তখনই মোচা সংগ্রহ করতে হয়।
  • সিল্ক বের হবার ২০-২৫ দিনের মধ্যে অর্থাৎ বপনের মাত্র ১১৩-১১৯ দিনে খাওয়ার উপযোগী কচি মোচা গাছ থেকে সংগ্রহ করা যায়।
  • জাতটি হেলে পড়া প্রতিরোধী এবং মোচার অগ্রভাগ পর্যন্ত সম্পূর্ণ খোসা দ্বারা আবৃত থাকে।

ফলন: জাতটির ফলন প্রতি হেক্টরে রবি মৌসুমে ৯.৫ থেকে ১০.৫ টন (খোসা ছাড়ানো কচি মোচা) এবং সবুজ গো-খাদ্য হিসেবে ২৪ টন/হেক্টর পাওয়া যায়।

(৭) বেবি কর্ণ ভুট্টার জাত সমূহ

বেবি কর্ণ কাচা অবস্থায় সবজি হিসেবে খাওয়া যায়। এছাড়াও অন্যান্য খাদ্যের সঙ্গেও পরিবেশন করা হয়। স্যুপ, নুডুলস, সালাদের সাথে পরিবেশন করা হয়।

বেবি কর্ণ পানি, লবন, চিনি, সিরকার দ্রবণে বায়ুরোধক ক্যানেও পাওয়া যায় যা মাসের পর মাস রেখে ব্যবহার করা যায়।

ক) বারি বেবি কর্ন-১ এর জাত পরিচিতি

বারি বেবি কর্ন-১
বারি বেবি কর্ন-১

জাতের নাম: বারি বেবি কর্ন-১।

সনাক্তকারী বৈশিষ্ট্য:

  • গাছের গড় উচ্চতা ১৪০-১৫৫ সে.মি।
  • গড় জীবনকাল প্রায় ৭৫ দিন। কাচা অবস্থায় খাওয়া যায়। জাতের ধরণ হাইব্রিড।
  • রবি মৌসুমে পুরুষ ফুল বের হতে গড়ে ৮৬ দিন এবং বীজ বোনার তারিখ থেকে বেবী কর্ণ সংগ্রহ করা পর্যন্ত ৮৫–১০০ দিন সময় লাগে।
  • মোচার অগ্রভাগ সুচালো এবং মোচাতে সারির বিন্যাস সামঞ্জস্যপূর্ন।
  • প্রতিটি গাছে ২/৩টি করে মোচা উৎপন্ন হয়।
  • লাইন থেকে লাইনের দূরত্ব  ২৪ ইঞ্চি ও চারা থেকে চারার দূরত্ব ১০ ইঞ্চি।
  • প্রতি শতক বীজতলায় বীজের পরিমান ৭২-৮০ গ্রাম।
  • উপযোগী ভূমির শ্রেণী মাঝারি উচু, মাঝারি, নিচু জমি। উপযোগী মাটি দোআঁশ, বেলে-দোআঁশ। উৎপাদনের মৌসুম রবি।
  • কার্তিক থেকে  অগ্রহায়ণ ২য় সপ্তাহ বপনের উপযুক্ত সময়।
  • বীজ বপনের ৭৫ দিন পর ফসল সংগ্রহ করা হয়।

ফলন: রবি মৌসুমে গড় ফলন শতক প্রতি ফলন ৫-৫.৫ কেজি ও ১.২৭ -১.৩০ টন/হেক্টর (খোসা ছাড়া)। এছাড়া হেক্টর প্রতি ১৫-২০ টন সবুজ বায়োমাস পাওয়া যায় যা পশু খাদ্য হিসেবে ব্যবহার করা যায়।

প্রিয় খামারি বন্ধুগণ! আজকের এই আলোচনাটি এখানেই সমাপ্ত হচ্ছে। আশা করি আজকের আলোচনা থেকে আমারা বিশেষ গুণ সম্পন্ন ভুট্টার জাত সমূহ, কম্পজিট ভুট্টার জাত সমূহ, হাইব্রিড ভুট্টার জাত সমূহ, বিভিন্ন বেসরকারি কম্পানির উদ্ভাবিত ভুট্টার জাত সমূহ ইত্যাদির পরিচিতি আমরা জানতে ও বুঝতে পেরেছি।

আমাদের এই ওয়েবসাইটে ভুট্টার জাত সমূহ ও ভুট্টা চাষের সাথে সম্পর্কিত আরও অনেকগুলো তথ্য সংবলিত পোষ্ট/আলোচনা রয়েছে। আপনি ভুট্টা চাষের ব্যাপারে আরও জানতে সেগুলো পড়তে পারেন। আর কোন মতামত থাকলে অবশ্যই কমেন্ট তরে জানাবেন।

আজকের মত এখানেই বিদায়। পরবর্তী আলোচনাটি পড়ার আমন্ত্রণ জানাই। আল্লাহ হাফেজ।

[সূত্র: বিএআরআই, বিডব্লিউএমআরআই, এআইএস ও কৃষি বাতায়ন]

Leave a Reply

nv-author-image

inbangla.net/krisi

Everything related to animal and plants in the Bangla language!View Author posts