Skip to content

গুটি ইউরিয়ার কি, কাকে বলে, এটি ব্যবহারের সুবিধা, অসুবিধা ও ধান চাষে গুটি ইউরিয়ার সার প্রয়োগ পদ্ধতি

গুটি ইউরিয়ার কি, কাকে বলে, এটি ব্যবহারের সুবিধা, অসুবিধা ও ধান চাষে গুটি ইউরিয়ার সার

(১) গুটি ইউরিয়ার কি, কাকে বলে?

ধান চাষে অনেক সার ব্যবহার করা হয়। এর মধ্যে নাইট্রোজেন সম্বলিত ইউরিয়া প্রধান। দানাদার ইউরিয়া সারের সাশ্রয়ী ব্যবহারের জন্য মেশিনের সাহায্যে এটাকে গুটি ইউরিয়ায় রূপান্তর করা হয়েছে।

প্রচলিত দানাদার ইউরিয়া ব্যবহারের অসুবিধা থেকেই গুটি ইউরিয়া ব্যবহারের প্রয়োজন দেখা দিয়েছে। তাই এখানে প্রথমে প্রচলিত দানাদার ইউরিয়ার সুবিধা ও অসুবিধা আলোচনা করা হলো। পরে গুটি ইউরিয়া সারের সুবিধা ও অসুবিধা তুলে ধরা হবে।

(২) গুটি ইউরিয়া ইউরিয়া ব্যবহারের সুবিধা

  • গুটি ইউরিয়া ফসলের এক মৌসুমে একবার ব্যবহার করা হয়।
  • গুটি ইউরিয়ার ব্যবহারের ২০-৩০ ভাগ নাইট্রোজেনের সাশ্রয় হয়।
  • গুটি ইউরিয়া ধীরে ধীরে গাছকে নাইট্রোজেন সরবরাহ করে।
  • গুটি ইউরিয়া ব্যবহারের ফলে ফলন ১৫-২০ ভাগ বৃদ্ধি পায়।

(৩) গুটি ইউরিয়া ব্যবহারের অসুবিধা

  • গাছের শিকড় ক্ষতিগ্রস্ত হতে পারে।
  • চাহিদা অনুযায়ী ৩টির আকার পাওয়া দুষ্কর।
  • শুকনো মাটিতে প্রয়োগ করা যায় না।
  • সার প্রয়োগ করতে সময় ও শ্রম বেশি লাগে।

(৪) দানাদার ইউরিয়া ব্যবহারের সুবিধা

  • এটি প্রয়োগ করা খুব সহজ।
  • প্রয়োগে সময় ও শ্রম কম লাগে।
  • গাছের মূল বা শিকড় ক্ষতিগ্রস্ত হয় না।
  • বাজারে সহজলভ্য।

(৫) দানাদার ইউরিয়া ব্যবহারের অসুবিধা

  • দানাদার ইউরিয়া কিস্তিতে কয়েক বার প্রয়োগ করতে হয়।
  • এই সার পানিতে মিশে দ্রুত গলে এবং চুইয়ে মাটির নিচে গাছের শিকড় অঞ্চলের বাইরে চলে যায়।
  • বৃষ্টি বা সেচের পানির সাথে এই সার সহজেই ক্ষেত হতে বের হয়ে যায়।
  • এই সার ব্যবহারে অপচয় এবং খরচ বেশি হয়।
See also  SRI পদ্ধতি বলতে কি বুঝায়? শ্রী পদ্ধতিতে ধান চাষের কৌশল

(৬) ধান চাষে গুটি ইউরিয়ার সার প্রয়োগ পদ্ধতি

বাংলাদেশের প্রেক্ষ্পদে ধান চাষে গুটি উউরিয়ার ব্যবহার সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়।

  1. গুটি ইউরিয়া ব্যবহারের পাঁচ থেকে সাত দিন পূর্বে ২০×২০ সে.মি. লাইন থেকে লাইন এবং চারা থেকে চারার দূরত্বে ধানের চারা রোপণ করতে হবে।
  2. ধানের চারা রোপণের ৫-৭ দিনের মধ্যে ঘাটি শক্ত হওয়ার আগে গুটি ইউরিয়া প্রয়োগ করা জরুরি।
  3. জমিতে যখন ২-৩ সে.মি. পরিমাণ পানি থাকে সে সময় ৩টি ইউরিয়া ব্যবহার সহজ হয়।

গুটি ইউরিয়ার ওজন বিভিন্ন রকমের হয়। যথা: ০.৯ গ্রাম, ১.৮ গ্রাম এবং ২.৭ গ্রাম। ওজন অনুযায়ী ধান ক্ষেতে ব্যবহারের মাত্রা নির্ধারণ করা হয়।

  1. ওজন যদি ০.১ গ্রাম হয় তবে চারটি গোছার মাঝখানে বোরো ধানে ৩টি এবং আমন ও আউশে ২টি করে ব্যবহার করতে হবে।
  2. ওজন যদি ১.৮ গ্রাম হয় তবে বোরোতে ২টি এবং আমন-আউশে ১টি করে ব্যবহার করতে হবে।
  3. আবার ওজন বদি ২.৭ গ্রাম হয় তবে বোরোতে ১টি গুটি প্রয়োগই যথেষ্ট।

গুটি ইউরিয়া লাইনে চাষ করা ক্ষেতে প্রয়োগ করা সুবিধাজনক।

  1. প্রথম লাইনের প্রথম চার গোছার মাঝে ১০ সেমি. গভীরে গুটি ইউরিয়া পুঁতে দিতে হয়।
  2. এরপর চার গোছা বাদ দিয়ে পরবর্তী চার গোছার মাঝে একই গভীরতায় পুঁতে দিতে হবে।
  3. প্রথম লাইন শেষ করে দ্বিতীয় লাইনে, তৃতীয় লাইনে, চতুর্থ লাইনে গুটি ইউরিয়া পুঁতে দিতে হবে। এভাবে সমগ্ৰ ক্ষেতে গুটি ইউরিয়া প্রয়োগ করতে হবে।

কৃষি সম্পর্কিত যে কোন বিষয়ে জানতে– ‘ইন বাংলা নেট কৃষি’ (inbangla.net/krisi) এর সাথেই থাকুন।

Leave a Reply

nv-author-image

inbangla.net/krisi

Everything related to animal and plants in the Bangla language!View Author posts