Skip to content

মাটির প্রকৃতি ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করে মাটি শনাক্তকরণ

মাটির প্রকৃতি ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করে মাটি শনাক্তকরণ

নিম্নে মাটির প্রকৃতি ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করে মাটি শনাক্তকরণের ব্যবহারিক পক্রিয়া তুলে ধরা হলো-

মূলতত্ব: ফসল উৎপাদনের প্রধান মাধ্যম হলো মাটি। বাংলাদেশের মাটি যেকোন ফসল উৎপাদনের জন্য উপযোগী। কৃষি অনেকাংশ নির্ভর করে মাটির বৈশিষ্ট্যের উপর। মাটির বৈশিষ্ট্য অনুযায়ী যেহেতু ফসল উৎপাদন ভিন্ন তাই অধিক উৎপাদনের জন্য মাটির উপযোগী ফসল নির্বাচনও গুরুত্বপূর্ণ। অন্য দিকে জমি প্রস্তুতি উপরও ফসল উৎপাদন নির্ভর করে। উপযুক্ত বীজের অঙ্কুরোদগম নিশ্চিতকরণ, সার প্রয়োগ, পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি, অণুজীবের কার্যকারিতা বৃদ্ধি, ভূমি ক্ষয়রোধ ইত্যাদি প্রভাবিত হয়। তাই এখানে আমরা মাটির প্রকৃতি ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করে মাটি শনাক্ত করণের কার্যকারী উপায়সমূহ নিয়ে আলোচনা করব।

উদ্দেশ্য: মাটির কাঙ্খিত বুনট নির্ণয় করতে পারা। মাটির বুনট অনুযায়ী ফসল নির্বাচন করতে পারা। জমির ফসল উপযোগিতা নির্ণয় করতে পারা।

প্রয়োজনীয় উপকরণ:

১. মৃত্তিকা নমুনা

২. পানি ভর্তি ওয়াশ বোতল

চিত্র- পানিভর্তি ওয়াশ বোতল
চিত্র- পানিভর্তি ওয়াশ বোতল

কাজের ধারা:

১. প্রথমে মাটির নমুনা হতে এক মুঠো মাটি নিয়ে কয়েক ফোটা পানি দিয়ে নরম করে দিন।

২. এরপর হাতের তালুর সাহায্যে উত্তমভাবে কাই বানানোর চেষ্টা করুন

৩. মাটিকে হাতের তালুতে মুষ্টি করে বল, চক্র, ত্রিভুজ, সোজা স্তবক প্রভৃতি আকৃতি বানানোর চেষ্টা করুন।

চিত্র- হাতের মুঠোর চাপে মাটির দলা
চিত্র- হাতের মুঠোর চাপে মাটির দলা

পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত:

ক্রমফলাফল পর্যবেক্ষণসিদ্ধান্ত
১.ক) মাটির দলা বানানোর এবং চেপ্টা করা যায়;
খ) মাটি আঠার মত চটচটে এবং মিহির মত;
গ) বল, চক্র, নিভূজ, স্তবক প্রভৃতি আকৃতি দেওয়া যায়;
ঘ) আংটি বানানো যায়;
ঙ) আঙ্গুলে মাটির দাগ লেগে থাকে।
এঁটেল মাটি
২.ক) মাটি দলা বানানো যায় না;
খ) বড় আকৃতির বালি কনা দেখা যায়;
গ) মাটি খসখসে ধরনের;
ঘ) কোন নির্দিষ্ট আকৃতি দেওয়া যায় না;
ঙ) আঙ্গুলে মাটির দাগ পড়ে না।
বেলে মাটি
৩.ক) বল তৈরি করা গেলেও সহজে ভেঙ্গে যায়;
খ) রিবন বানালে টুকরো টুকরো হয়ে যায়;
গ) আঙ্গুলে সামান্য মাটি দাগ লেগে থাকে।
বেলে দোঁআশ মাটি
৪.ক) ছোট ছোট দলা তৈরি করা যায়;
খ) দলা চ্যাপ্টা করলে ভেঙ্গে যায়;
গ) মাটি মিহির মত কিন্তু টাটকা নয়;
ঘ) সোজা স্তবক তৈরি করা যায়;
ঙ) মাটি মুঠোর মধ্যে চাপ দিলে তা ঢেলা বেঁধে যায় এবং একটু বেশিজোরে চাপ দিলে ঢেলা ভেঙ্গে যায়;
চ) আঙ্গুলে একটু মাটির দাগ পড়ে।
দোঁআশ মাটি
৫.ক) স্তবক বাঁকানো হয় এবং চক্র তৈরি করা যায়;
খ) কাদা হাতে লেগে থাকে;
গ) ফাটলযুক্ত আংটি তৈরি করা যায়।
এঁটেল দোঁআশ মাটি

সতর্কতা:

See also  ভূমিক্ষয়ের কারণ গুলো কি কি? ভূমিক্ষয় রোধের উপায়

১. মাটির নমুনায় বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না।

২. এমনভাবে পানি মিশাতে হবে যেন উক্ত মাটি শুধু দলা বানানোর জন্য উপযুক্ত হয়।

কৃষি সম্পর্কিত যে কোন বিষয়ে জানতে– ‘ইন বাংলা নেট কৃষি’ (inbangla.net/krisi) এর সাথেই থাকুন।

Leave a Reply

nv-author-image

ইন বাংলা নেট কৃষি

পশু-পাখি পালন ও চাষাবাদ সম্পর্কিত যা কিছু বাংলাতে।View Author posts