Skip to content

গরুর নামের তালিকা, ছাগলের নামের তালিকা, মহিষের নামের তালিকা, ভেড়ার নামের তালিকা, ঘোড়ার নামের তালিকা

গরুর নামের তালিকা, ছাগলের নামের তালিকা, মহিষের নামের তালিকা, ভেড়ার নামের তালিকা, ঘোড়ার নামের তালিকা

বয়স, লিঙ্গ ও ব্যবহারভেদে বিভিন্ন ধরনের গবাদি প্রাণিকে বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত করা হয়। আমরা অনেকের বিভন্ন প্রকার গরুর নাম যেমন- এঁড়ে, বকনা, ষাঁড়, বলদ প্রভৃতি দ্বারা কি বুঝায় জানি না। একইভাবে ছাগলের নামের ক্ষেত্রেও ডো, পাঁঠা, খাসি প্রভৃতি কোনটি দ্বারা কি বুঝায় জানি না। তো সেই সকল ভাই/বোনদেন জন্য আজরে এই পোষ্ট।

এ পাঠ শেষে আপনি- গরুর নামের তালিকা, ছাগলের নামের তালিকা, মহিষের নামের তালিকা, ভেড়ার নামের তালিকা, ঘোড়ার নামের তালিকা ও সেগুলোর সংজ্ঞা জানতে পারবেন।

(১) গরুর নামের তালিকা (Cattle)

১। গরু কাকে বলে: স্ত্রী ও পুরুষ উভয় লিঙ্গের গরু জাতিকে সাধাারণ কথায় গরু বলা হয়।

২। বাছুর কাকে বলে: গাভীর স্ত্রী ও পুরুষ উভয় বাচ্চাকে বাছুর বলা হয়।

৩। এঁড়ে বাছুর কাকে বলে: এক বছরের কম বয়সের পুরুষ বাচ্চাকে এঁড়ে বাছুর বলা হয়।

৪। বকনা বাছুর কাকে বলে: এক বছরের কম বয়সের স্ত্রী বাচ্চাকে বকনা বাছুর বলা হয়।

৫। ইয়ারলিং ষাঁড় কাকে বলে: এক থেকে দুই বছর বয়স্ক ষাঁড় বাছুরকে ইয়ারলিং ষাঁড় বলা হয়।

৬। বকনা কাকে বলে: এক বছর বয়স থেকে প্রথম বাচ্চা দেয়ার পূর্ব পর্যন্ত সময়ের স্ত্রী গরুকে বকনা বলা হয়।

৭। গো-পাল কাকে বলে: এ সাথে অনেক গরু থাকলে বা চড়লে তাকে গো-পাল বলা হয়।

৮। গাভী কাকে বলে: প্রথম বাচ্চা প্রসব করার পরই স্ত্রী গরুকে গাভী বলা হয়।

৯। ষাঁড় কাকে বলে: প্রজননক্ষম পুরুষ (মর্দা) গরুকে ষাঁড় বলা হয়।

১০। স্ট্যাড ষাঁড় কাকে বলে: প্রজননের জন্য রক্ষিত প্রাপ্তবয়স্ক ষাঁড়কে স্ট্যাড ষাঁড় বলা হয়।

১১। বলদ কাকে বলে: প্রজননশক্তি রহিত খোঁজা করা পুরুষ গরুকে বলদ বলা হয়।

See also  গরু, মহিষ ও ছাগলের বাসস্থান কেমন হওয়া উচিত? গরু, মহিষ ও ছাগলের ঘর নির্মাণ পদ্ধতি

১২। বিফ কাকে বলে: প্রাপ্তবয়স্ক গরুর মাংসকে বিফ বলা হয়।

১৩। ভীল কাকে বলে: জন্ম থেকে তিন মাস বয়স্ক বাছুরের মাংসকে ভীল বলা হয়।

১৪। বুলার কাকে বলে: যে গাভী সবসসয় গরম অবস্থায় থাকে তাকে বুলার বলা হয়।

১৫। স্টিয়ার কাকে বলে: খোজাকৃত এঁড়ে বাছুর।

১৬। বেবি কাফ কাকে বলে: ছয়-সাত সপ্তাহ পর্যন্ত বয়স্ক বাছুরকে বেবি কাফ বলা হয়।

১৭। স্লিঙ্ক কাফ কাকে বলে: জবাইকৃত গাভীর জরায়ুতে যদি কোন বাচ্চা পাওয়া যায় তাকে স্লিঙ্ক কাফ বলে।

(২) ছাগলের নামের তালিকা (Buffalo)

১। ছাগল কাকে বলে: স্ত্রী ও পুরুষ উভয় লিঙ্গের ছাগল জাতিকে সাধারণ কথায় ছাগল বলা হয়।

২। কিড কাকে বলে: নবজাতক ছাগল ছানাকে কিড বলা হয়।

৩। বাকলিং কাকে বলে: অপ্রাপ্তবয়স্কক পুরুষ ছাগলকে বাকলিং বলা হয়।

৪। গোটলিং কাকে বলে: অপ্রাপ্তবয়স্ক স্ত্রী ছাগলকে গোটলিং বলা হয়।

৫। ডো কাকে বলে: বাচ্চা দেওয়া প্রাপ্তবয়স্ক স্ত্রী ছাগলকে ডো বলা হয়।

৬। পাঁঠা কাকে বলে: প্রজননক্ষম পুরুষ ছাগলকে পাঁঠা বা বাক বলা হয়।

৭। খাসি কাকে বলে: প্রজননশক্তি রহিত খোঁজা করা পুরুষ ছাগলকে খাসি বলা হয়।

৮। ছাগল পাল কাকে বলে: একসাথে অনেকগুলো ছাগল চরলে তাকে ছাগল পাল বলা হয়।

৯। চেভন কাকে বলে: ছাগলের মাংসকে চেভন বলে।

১০। মাাটন কাকে বলে: পূর্ণবয়স্ক খাসির মাংসকে মাটন বলা হয়।

(৩) মহিষের নামের তালিকা (Goat)

১। মহিষ কাকে বলে: স্ত্রী ও পুরুষ উভয় লিঙ্গের মহিষ জাতিকে সাধার রকথায় মহিষ বলা হয়।

২। বাফেলো কাফ কাকে বলে: মহিষের স্ত্রী ও পুরুষ উভয় বাচ্চাকে বাফেলো কাফ বলা হয়।

৩। বাফেলো বুল কাফ কাকে বলে: মহিষের অপ্রাপ্তবয়স্ক পুরুষ বাছুরকে বাফেলো বুল কাফ বলা হয়।

৪। বাফেলো হেইফার কাফ কাকে বলে: মহিষের অপ্রাপ্ত বয়স্ক স্ত্রী বাছুরকে বাফেলো হেইফার কাফ বলা হয়।

See also  ভেড়া পালন পদ্ধতি

৫। সি বাফেলো কাকে বলে: গাভী মহিষেকে সি বাফেলো বলা হয়।

৬। বাফেলো বুল কাকে বলে: প্রজননশক্তিসম্পন্ন প্রাপ্তবয়স্ক পুুরুষ মহিষকে বাফেলো বুুল বলা হয়।

৭। বাফেলো বুলক কাকে বলে: প্রজননশক্তি রহিত খোঁজা করা প্রাপ্তবয়স্ক পুরুষ মহিষকে বাফেলো বুলক বলা হয়।

৮। বাফেন কাকে বলে: মহিষের মাংসকে বাফেন বলে।

(৪) মেষ বা ভেড়ার নামের তালিকা (Sheep)

১। ভেড়া কাকে বলে: স্ত্রী ও পুরুষ উভয় লিঙ্গের ভেড়া জাতিকে সাধারণ কথায় ভেড়া বা মেষ বলা হয়।

২। মেষশাবক কাকে বলে: এক বছরের কম বয়সের ভেড়ার বাচ্চাকে মেষশাবক বলে।

৩। ভেড়ি কাকে বলে: পূর্ণবয়স্ক বাচ্চা প্রদানকারী স্ত্রী ভেড়াকে ভেড়ি বলা হয়।

৪। ভেড়াশাবক কাকে বলে: ভেড়ির পুরুষ বাচ্চাকে ভেড়াশাবক বলা হয়।

৫। ভেড়িশাবক কাকে বলে: ভেড়ির স্ত্রী বাচ্চাকে ভেড়িশাবক বলা হয়।

৬। হোয়েদার কাকে বলে: প্রজননশক্তি রহিত অর্থাৎ খোঁজা করা পুরুষ ভেড়াকে হোয়েদার বলা হয়।

৭। সেগি কাকে বলে: প্রজনন কাজে ব্যবহারের পর খোঁজা করা পুরুষ ভেড়াকে সেগি বলা হয়।

৮। র‌্যাম কাকে বলে: প্রজননক্ষম পূর্ণবয়স্ক পুুরুষ ভেড়াকে র‌্যাম বা টুপ বলা হয়।

৯। মেষ পাল কাকে বলে: একসাথে অনেকগুলো মেষ থাকলে তাকে মেষপাল বলা হয়।

১০। মাটন কাকে বলে: ভেড়ার মাংসকে মাটন বলা হয়।

১১। ইলড কাকে বলে: যে ভেড়ি কোনদিন বাচ্চা প্রসব করেনি তাকে বাজা বা বন্ধ্যা ভেড়ি বা ইলড বলা হয়।

১২। টুপ কাকে বলে: প্রজননক্ষম পূর্ণবয়স্ক পুরুষ ভেড়াকে টুপ বলে।

১৩। ল্যাম্ব কাকে বলে: এক বছরের কম বয়সের মেষের বাচ্চাকে ল্যাম্ব বা বাচ্চা মেষ বলে।

১৪। ক্রোন কাকে বলে: যে ভেড়িকে অধিক বয়স পর্যন্ত বাচ্চা উৎপাদনে নিয়োজিত রাখা হয়, তাকে ক্রোন বা বীজ ভেড়ি বলে

(৫) ঘোড়ার নামের তালিকা (Horse)

১। হর্স কাকে বলে: স্ত্রী ও পুরুষ উভয় লিঙ্গের ঘোড়া প্রজাতিকেই হর্স বা বলা হয়।

See also  গরু-ছাগলের গায়ে পোকা বা বহিঃপরজীবী জনিত রোগের লক্ষণ, চিকিৎসা ও রোগ প্রতিরোধ

২। স্টালিয়ন কাকে বলে: প্রজনন কাজে ব্যবহৃত পূর্ণবয়স্ক পুরুষ ঘোড়াকে স্টালিয়ন বা পালের গোদা বলা হয়।

৩। গেলডিং কাকে বলে: দুই বছর বয়সের আগে যে পুরুষ ঘোড়াকে খোঁজা করা হয়োছে তাকে গেলডিং বলা হয়।

৪। কোল্ট কাকে বলে: এক বছরের বেশি অপ্রাপ্ত বয়সের পুরুষ ঘোড়াকে ঘোটক বা কোল্ট বলা হয়।

৫। কোল্ট ফোল কাকে বলে: এক বছরের কম বয়সের ঘোড়ার পুরুষ বাচ্চাকে মর্দা বাচ্চা বা কোল্ট ফোল বলা হয়।

৬। ফিলি কাকে বলে: এক বছরের অধিক অপ্রাপ্ত বয়স্ক স্ত্রী ঘোড়াকে ফিলি বলা হয়।

৭। ফিলি ফোল কাকে বলে: এক বছরের কম বয়সের মাদি বা ঘোটকি বাচ্চাকে বাচ্চা ঘোটকী বা ফিলি ফোল বলা হয়।

৮। মেয়ার কাকে বলে: প্রাপ্তবয়স্ক স্ত্রী জাতীয় ঘোড়াকে ঘোটকি বা মেয়ার বলা হয়।

উপরোক্ত আলেচনার দ্বারা গরুর নামের তালিকা, ছাগলের নামের তালিকা, মহিষের নামের তালিকা, ভেড়ার নামের তালিকা, ঘোড়ার নামের তালিকা দেখলাম, জানলাম ও বুঝলাম।

বাংলাদেশে যত গৃহপালিত প্রাণি আছে সবগুলোই দেশের উৎপাদনমুখী ও অর্থনৈতিক কর্মকান্ডে ব্যাপক সহায়তা করে। তাছাড়া এরা নিজেরাও অর্থকরী হিসেবে নিবেচিত। গবাদি প্রাণি সমূহকে বয়স। লিঙ্গ ও ব্যাপবহার ভেদে জানার মাধ্যমে এদেরকে সহজে চিহ্নিত কএবং উৎপাদনশীলতা সম্পর্কে জানান যায়। কারন গবাদি প্রাণি সম্পদের উন্নয়নের সাথে জাতীয উন্নয়ন জড়িত।

কৃষি সম্পর্কিত যে কোন বিষয়ে জানতে– ‘ইন বাংলা নেট কৃষি’ (inbangla.net/krisi) এর সাথেই থাকুন।

Leave a Reply

nv-author-image

inbangla.net/krisi

Everything related to animal and plants in the Bangla language!View Author posts