Skip to content

 

উফশী হাইব্রিড ধানের জাত নাম/উচ্চ ফলনশীল হাইব্রিড ধানের জাত সমূহ

উফশী হাইব্রিড ধানের জাত নাম, উচ্চ ফলনশীল হাইব্রিড ধানের জাত সমূহ

এখানে বিঘা প্রতি ১২ থেকে ২৭ মন অবধি ফলন পাওয়া যায় এমন সকল উফশী হাইব্রিড ধানের জাত নাম/উচ্চ ফলনশীল হাইব্রিড ধানের জাত সমূহ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সহজভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আশাকরি উল্লিখিত তালিকাটি আপনার ধানের জাত নির্বাচনের সিন্ধানগ্রহণে ব্যাপকভাবে সহায়তা করবে।

(১) উফশী জাতের ধানের বৈশিষ্ট্যগুলো কি?

ধানের উফশী জাত বলতে মূলত উচ্চফলনশীল বা হাইব্রিড জাতকেই বোঝায়।

যে ধানগাছের সার গ্রহণক্ষমতা বেশি, পাতা খাড়া, শিষের ধান পেকে গেলেও গাছ সবুজ থাকে, পোকা ও রোগের আক্রমণ কম হয় এবং ফলন বেশি হয়, তাকে উফশী ধান বলে।

উফশী জাতের ধানের বৈশিষ্ট্য হলো-

  1. গাছ শক্ত ও খাটো হয় ফলে সহজে হেলে পড়ে না।
  2. পাতা সরু, খাটো ও খাড়া হয়।
  3. মাটি থেকে বেশি পরিমানে পুষ্টি উপাদান গ্রহন করতে পারে।
  4. ধান পাকার পরও পাতা সবুজ থাকে।
  5. উফশী ধানে রোগ ও পোকার আক্রমন কম হয়।
  6. কুশির সংখ্যা বেশি ফলে ফলনও বেশি।
  7. জাত বিশেষে বছরের যে কোন সময় চাষ করা যায়।
  8. ফলন অনেক বেশি; মৌসুম ভেদে হেক্টর প্রতি ফলন ৩.৫-৮ টন, কোন কোন ক্ষেত্রে আরও বেশি।

(২) উফশী হাইব্রিড ধানের জাত নাম/উচ্চ ফলনশীল হাইব্রিড ধানের জাত সমূহ

সাল ২০২০ অবধি, বাংলাদেশে মোট ৮১টি উফশী জাত (উচ্চফলনশীল বা হাইব্রিড জাত) রয়েছে যার মধ্যে ৭৫টি বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউট এবং ১৬টি বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনষ্টিটিউট উদ্ভাবন করেছে। 

নিচের তালিকাতে উফশী হাইব্রিড ধানের জাত নাম এবং উচ্চ ফলনশীল হাইব্রিড ধানের জাত সমূহের জন্মানোর মৌসুম, গড় জীবনকাল, গড় ফলন ও চালের বৈশিষ্ট্য উল্লেখ করা হলো-

ধানের জাত: বিআর ১ (চান্দিনা)

  • মৌসুম: বোরো এবং আউশ।
  • গড় জীবনকাল: বোরো মৌসুমে ১৫০ দিন এবং আউশ মৌসুমে ১২০  দিন।
  • গড় ফলন: বোরো মৌসুমে ৫.৫ টন/হেক্টর এবং আউশ মৌসুমে ৪.০ টন/হেক্টর।
  • বৈশিষ্ট্য: চাল খাটো মোটা।

ধানের জাত: বিআর ২ (মালা)

  • মৌসুম: বোরো এবং আউশ।
  • গড় জীবনকাল: বোরো মৌসুমে ১৬০ দিন এবং আউশ মৌসুমে ১২৫ দিন।
  • গড় ফলন: বোরো মৌসুমে ৫.০ টন/হেক্টর এবং আউশ মৌসুমে ৪.০ টন/হেক্টর।
  • বৈশিষ্ট্য: চাল মাঝারি চিকন ও সাদা।

ধানের জাত: বিআর ৩ (বিপ্লব)

  • মৌসুম: বোরো, আউশ এবং আমন।
  • গড় জীবনকাল: বোরো মৌসুমে ১৭০ দিন, আউশ মৌসুমে ১৩০দিন এবং আমন মৌসুমে ১৩৫ দিন।
  • গড় ফলন: বোরো মৌসুমে ৬.৫ টন/হেক্টর, আউশ মৌসুমে  ৪.০ টন/হেক্টর এবং আমন মৌসুমে ৪.০ টন/হেক্টর।
  • বৈশিষ্ট্য: চাল মাঝারি মোটা ও পেট সাদা দাগ আছে।

ধানের জাত: বিআর ৪ (বিশ্রাইল)

  • মৌসুম: আমন।
  • গড় জীবনকাল: আমন মৌসুমে ১৪৫ দিন।
  • গড় ফলন: আমন মৌসুমে ৫.০ টন/হেক্টর।
  • বৈশিষ্ট্য: চাল মাঝারি মোটা ও সাদা।

ধানের জাত: বিআর ৫ (দুলাভেগ)

  • মৌসুম: আমন।
  • গড় জীবনকাল: আমন মৌসুমে ১৪৫ দিন।
  • গড় ফলন: আমন মৌসুমে ৩.০ টন/হেক্টর।
  • বৈশিষ্ট্য: চাল ছোট, গোলাকৃতি ও সুগন্ধি।

ধানের জাত: বিআর ৬

  • মৌসুম: বোরো এবং আউশ।
  • গড় জীবনকাল: বোরো মৌসুমে ১৪০ দিন এবং আউশ মৌসুমে ১১০ দিন।
  • গড় ফলন: বোরো মৌসুমে ৪.৫ টন/হেক্টর এবং আউশ মৌসুমে ৩.৫ টন/হেক্টর।
  • বৈশিষ্ট্য: চাল লম্বা, চিকন ও সাদা।

ধানের জাত: বিআর ৭ (ব্রিবালাম)

  • মৌসুম: বোরো এবং আউশ।
  • গড় জীবনকাল: বোরো মৌসুমে ১৫৫ দিন এবং আউশ মৌসুমে ১৩০ দিন।
  • গড় ফলন: বোরো মৌসুমে ৪.৫টন/হেক্টর এবং আউশ মৌসুমে ৩.৫ টন/হেক্টর।
  • বৈশিষ্ট্য: চাল লম্বা, চিকন।

ধানের জাত: বিআর ৮ (আশা)

  • মৌসুম: বোরো এবং আউশ।
  • গড় জীবনকাল: বোরো মৌসুমে ১৬০ দিন এবং আউশ মৌসুমে ১২৫ দিন।
  • গড় ফলন: বোরো মৌসুমে ৬.০ টন/হেক্টর এবং আউশ মৌসুমে ৫.০  টন/হেক্টর।
  • বৈশিষ্ট্য: চাল মাঝারি মোটা ও পেটে দাগ আছে, শিলাবৃষ্টি প্রবন এলাকার উপযোগী।

ধানের জাত: বিআর ৯ (সুফলা)

  • মৌসুম: বোরো এবং আউশ।
  • গড় জীবনকাল: বোরো মৌসুমে ১৫৫ দিন এবং আউস মৌসুমে ১২০ দিন।
  • গড় ফলন: বোরো মৌসুমে ৬.০ এবং আউশ মৌসুমে ৫.০ টন/হেক্টর। 
  • বৈশিষ্ট্য: চাল লম্বা, মাঝারি মোটা ও সাদা এবং শিলা বৃষ্টি প্রবণ এলাকায় উপযোগী।

ধানের জাত: বিআর ১০ (প্রগতি)

  • মৌসুম: আমন।
  • গড় জীবনকাল: আমন মৌসুমে ১৫০ দিন।
  • গড় ফলন: আমন মৌসুমে ৫.৫ টন/হেক্টর।
  • বৈশিষ্ট্য: চাল মাঝারি চিকন।

ধানের জাত: বিআর ১১ (মুক্তা)

  • মৌসুম: আমন।
  • গড় জীবনকাল: আমন মৌসুমে ১৪৫ দিন।
  • গড় ফলন: আমন মৌসুমে ৬.৫ টন/হেক্টর।
  • বৈশিষ্ট্য: চাল মাঝারি মোটা।

ধানের জাত: বিআর ১২ (ময়না)

  • মৌসুম: বোরো এবং আউশ।
  • গড় জীবনকাল: বোরো মৌসুমে ১৭০ দিন এবং আউশ মৌসুমে ৩০ দিন।
  • গড় ফলন: বোরো মৌসুমে ৫.৫ টন/হেক্টর এবং আউশ মৌসুমে ১৪.৫ টন/হেক্টর।
  • বৈশিষ্ট্য: চাল মাঝারি মোটা ও সাদা।

ধানের জাত: বিআর ১৪ (গাজী)

  • মৌসুম: বোরো এবং আউশ।
  • গড় জীবনকাল: বোরো মৌসুমে ১৬০ দিন এবং আউশ মৌসুমে ১২০ দিন।
  • গড় ফলন: বোরো মৌসুমে ৬.০ টন/হেক্টর এবং আউশ মৌসুমে ৫.০ টন/হেক্টর।
  • বৈশিষ্ট্য: চাল মাঝারি মোটা ও সাদা।
See also  গুটি ইউরিয়ার কি, কাকে বলে, এটি ব্যবহারের সুবিধা, অসুবিধা ও ধান চাষে গুটি ইউরিয়ার সার প্রয়োগ পদ্ধতি

ধানের জাত: বিআর ১৫ (মোহিনী)

  • মৌসুম: বোরো এবং আউশ।
  • গড় জীবনকাল: বোরো মৌসুমে ১৬৫ দিন এবং আউশ মৌসুমে ১২৫ দিন।
  • গড় ফলন: বোরো মৌসুমে ৫.৫ টন/হেক্টর এবং আউশ মৌসুমে ৫.০ টন/হেক্টর।
  • বৈশিষ্ট্য: চাল মাঝারি চিকন, সাদা।

ধানের জাত: বিআর ১৬ (শাহী বালাম)

  • মৌসুম: বোরো এবং আউশ।
  • গড় জীবনকাল: বোরো মৌসুমে ১৬৫ দিন এবং আউশ মৌসুমে ১৩০ দিন। 
  • গড় ফলন: বোরো মৌসুমে ৬.০ টন/হেক্টর এবং আউশ মৌসুমে ৫.০ টন/হেক্টর।
  • বৈশিষ্ট্য: চাল লম্বা চিকন, সাদা।

ধানের জাত: বিআর ১৭ (হাসি)

  • মৌসুম: বোরো।
  • গড় জীবনকাল: বোরো মৌসুমে ১৫৫ দিন।
  • গড় ফলন: বোরো মৌসুমে ৬.০ টন/হেক্টর।
  • বৈশিষ্ট্য: চাল মাঝারি মোটা।

ধানের জাত: বিআর ১৮ (শাহজালাল)

  • মৌসুম: বোরো।
  • গড় জীবনকাল: বোরো মৌসুমে ১৭০ দিন। 
  • গড় ফলন: বোরো মৌসুমে ৬.০ টন/হেক্টর।
  • বৈশিষ্ট্য: চাল মাঝারি মোটা, সাদা ও হাওড় অঞ্চলে।

ধানের জাত: বিআর ১৯ (মঙ্গল)

  • মৌসুম: বোরো।
  • গড় জীবনকাল: বোরো মৌসুমে ১৭০ দিন।
  • গড় ফলন: বোরো মৌসুমে ৬.০ টন/হেক্টর।
  • বৈশিষ্ট্য: চাল মাঝারি মোটা ও হাওড় অঞ্চলের উপযোগী।

ধানের জাত: বিআর ২০ (নিজামী)

  • মৌসুম: আউশ।
  • গড় জীবনকাল: আউশ মৌসুমে ১১৫ দিন।
  • গড় ফলন: আউশ মৌসুমে ৩.৫ টন/হেক্টর।
  • বৈশিষ্ট্য: চাল মাঝারি মোটা ও স্বচ্ছ এবং সরাসরি বপন উপযোগী।

ধানের জাত: বিআর ২১ (নিয়ামত)

  • মৌসুম: আউশ।
  • গড় জীবনকাল: আউশ মৌসুমে ১১০ দিন।
  • গড় ফলন: আউশ মৌসুমে ৩.০ টন/হেক্টর।
  • বৈশিষ্ট্য: চাল মাঝারি মোটা ও স্বচ্ছ এবং সরাসরি বপন উপযোগী।

ধানের জাত: বিআর ২২ (কিরণ)

  • মৌসুম: আমন।
  • গড় জীবনকাল: আমন মৌসুমে ১৫০ দিন।
  • গড় ফলন: আমন মৌসুমে ৫.০ টন/হেক্টর।
  • বৈশিষ্ট্য: চাল, খাটো, মোটা ও নাবী জাত।

ধানের জাত: বিআর ২৩ (দিশারী)

  • মৌসুম: আমন।
  • গড় জীবনকাল: আমন মৌসুমে ১৫০ দিন।
  • গড় ফলন: আমন মৌসুমে ৫.৫ টন/হেক্টর।
  • বৈশিষ্ট্য: চাল লম্বা, চিকন ও সাদা এবং নাবী জাত।

ধানের জাত: বিআর ২৪ (রহমত)

  • মৌসুম: আউশ।
  • গড় জীবনকাল: আউশ মৌসুমে ১০৫ দিন।
  • গড় ফলন: আউশ মৌসুমে প্রতি হেক্টরে ৩.৫ টন।
  • বৈশিষ্ট্য: চাল লম্বা, চিকন ও সাদা এবং সরাসরি বপন উপযোগী।

ধানের জাত: বিআর ২৫ (নয়াপাজাম)

  • মৌসুম: আমন।
  • গড় জীবনকাল: আমন মৌসুমে ১৩৫ দিন।
  • গড় ফলন: আমন মৌসুমে প্রতি হেক্টরে ৪.৫ টন।
  • বৈশিষ্ট্য: চাল খাটো, মোটা ও সাদা।

ধানের জাত: বিআর ২৬ (শ্রাবণী)

  • মৌসুম: আউশ।
  • গড় জীবনকাল: আউশ মৌসুমে ১১৫ দিন।
  • গড় ফলন: আউশ মৌসুমে প্রতি হেক্টরে ৪.০ টন।
  • বৈশিষ্ট্য: চাল চিকন, লম্বা ও সাদা এবং এ্যামাইলেজ কম।

ধানের জাত: ব্রি ধান ২৭

  • মৌসুম: আউশ।
  • গড় জীবনকাল: আউশ মৌসুমে ১১৫ দিন।
  • গড় ফলন: আউশ মৌসুমে প্রতি হেক্টরে ৪.০ টন।
  • বৈশিষ্ট্য: চাল মাঝারি চিকন ও মোটা এবং বরিশাল অঞ্চলের উপযোগী।

ধানের জাত: ব্রি ধান ২৮

  • মৌসুম: বোরো।
  • গড় জীবনকাল: বোরে মৌসুমে ১৪০ দিন।
  • গড় ফলন: বোরো মৌসুমে প্রতি হেক্টরে ৬.০ টন।
  • বৈশিষ্ট্য: চাল মাঝারি চিকন ও সাদা।

ধানের জাত: ব্রি ধান ২৯

  • মৌসুম: বোরো।
  • গড় জীবনকাল: বোরে মৌসুমে ১৬০ দিন।
  • গড় ফলন: বোরো মৌসুমে প্রতি হেক্টরে ৭.৫ টন।
  • বৈশিষ্ট্য: চাল মাঝারি চিকন ও সাদা

ধানের জাত: ব্রি ধান ৩০

  • মৌসুম: আমন।
  • গড় জীবনকাল: আমন মৌসুমে ১৪৫ দিন।
  • গড় ফলন: আমন মৌসুমে প্রতি হেক্টরে ৫.০ টন।
  • বৈশিষ্ট্য: চাল মাঝারি চিকন ও সাদা।

ধানের জাত: ব্রি ধান ৩১

  • মৌসুম: আমন।
  • গড় জীবনকাল: আমন মৌসুমে ১৪০ দিন।
  • গড় ফলন: আমন মৌসুমে প্রতি হেক্টরে ৫.০ টন।
  • বৈশিষ্ট্য: চাল মাঝারি মোটা ও সাদা।

ধানের জাত: ব্রি ধান ৩২

  • মৌসুম: আমন।
  • গড় জীবনকাল: আমন মৌসুমে ১৩০ দিন।
  • গড় ফলন: আমন মৌসুমে প্রতি হেক্টরে ৫.০ টন।
  • বৈশিষ্ট্য: চাল মাঝারি মোটা ও সাদা।

ধানের জাত: ব্রি ধান ৩৩

  • মৌসুম: আমন।
  • গড় জীবনকাল: আমন মৌসুমে ১১৮ দিন।
  • গড় ফলন: আমন মৌসুমে প্রতি হেক্টরে ৪.৫ টন।
  • বৈশিষ্ট্য: চাল খাটো, মোটা, পেটে সাদা দাগ আছে।

ধানের জাত: ব্রি ধান ৩৪

  • মৌসুম: আমন।
  • গড় জীবনকাল: আমন মৌসুমে ১৩৫ দিন।
  • গড় ফলন: আমন মৌসুমে প্রতি হেক্টরে ৩.৫ টন।
  • বৈশিষ্ট্য: চাল খাটো, মোটা ও সুগন্ধি।

ধানের জাত: ব্রি ধান ৩৫

  • মৌসুম: বোরো।
  • গড় জীবনকাল: বোরে মৌসুমে ১৫৫ দিন।
  • গড় ফলন: বোরো মৌসুমে প্রতি হেক্টরে ৫.০ টন।
  • বৈশিষ্ট্য: চাল খাটো, মোটা ও বাদামি গাছফড়িং প্রতিরোধী।

ধানের জাত: ব্রি ধান ৩৬

  • মৌসুম: বোরো।
  • গড় জীবনকাল: বোরে মৌসুমে ১৪০ দিন।
  • গড় ফলন: বোরো মৌসুমে প্রতি হেক্টরে ৫.০ টন।
  • বৈশিষ্ট্য: চাল লম্বা, চিকন, ঠান্ডা এবং সহনশীল।

ধানের জাত: ব্রি ধান ৩৭

  • মৌসুম: আমন।
  • গড় জীবনকাল: আমন মৌসুমে ১৪০ দিন।
  • গড় ফলন: আমন মৌসুমে প্রতি হেক্টরে ৩.৫ টন।
  • বৈশিষ্ট্য: চাল মাঝাারি, চিকন ও সুগন্ধি।

ধানের জাত:ব্রি ধান ৩৮

  • মৌসুম: আমন।
  • গড় জীবনকাল: আমন মৌসুমে ১৪০ দিন।
  • গড় ফলন: আমন মৌসুমে প্রতি হেক্টরে ৩.৫ টন।
  • বৈশিষ্ট্য: চাল লম্বা, চিকন ও সুগন্ধি।
See also  ধানের চাষ পদ্ধতি (১২টি ধাপ)

ধানের জাত: ব্রি ধান ৩৯

  • মৌসুম: আমন।
  • গড় জীবনকাল: আমন মৌসুমে ১২২ দিন।
  • গড় ফলন: আমন মৌসুমে প্রতি হেক্টরে ৪.৫ টন।
  • বৈশিষ্ট্য: চাল লম্বা ও চিকন।

ধানের জাত: ব্রি ধান ৪০

  • মৌসুম: আমন।
  • গড় জীবনকাল: আমন মৌসুমে ১৪৫ দিন।
  • গড় ফলন: আমন মৌসুমে প্রতি হেক্টরে ৪.৫ টন।
  • বৈশিষ্ট্য: চাল মাঝাারি, মোটা ও লবণ সহনশীল।

ধানের জাত: ব্রি ধান ৪১

  • মৌসুম: আমন।
  • গড় জীবনকাল: আমন মৌসুমে ১৪৮ দিন।
  • গড় ফলন: আমন মৌসুমে প্রতি হেক্টরে ৪.৫ টন।
  • বৈশিষ্ট্য: চাল লম্বাটে মোটা ও লবণ সহনশীল।

ধানের জাত: ব্রি ধান ৪২

  • মৌসুম: আউশ।
  • গড় জীবনকাল: আউশ মৌসুমে ১০০ দিন।
  • গড় ফলন: আউশ মৌসুমে ৩.৫ টন/হেক্টর।
  • বৈশিষ্ট্য: চাল মাঝাারি, সাদা ও খরা সহনশীল।

ধানের জাত: ব্রি ধান ৪৩

  • মৌসুম: আউশ।
  • গড় জীবনকাল: আউশ মৌসুমে ১০০ দিন।
  • গড় ফলন: আউশ মৌসুমে ৩.৫ টন/হেক্টর।
  • বৈশিষ্ট্য: চাল মাঝাারি, সাদা ও খরা সহনশীল।

ধানের জাত: ব্রি ধান ৪৪

  • মৌসুম: আমন।
  • গড় জীবনকাল: আমন মৌসুমে ১৪৫ দিন।
  • গড় ফলন: আমন মৌসুমে ৫.৫ টন/হেক্টর।
  • বৈশিষ্ট্য: চাল মোটা এবং উপকূলীয় অঞ্চলের উপযোগী।

ধানের জাত: ব্রি ধান ৪৫

  • মৌসুম: বোরো।
  • গড় জীবনকাল: বোরো মৌসুমে ১৪০ দিন।
  • গড় ফলন: বোরো মৌসুমে ৬.৫ টন/হেক্টর।
  • বৈশিষ্ট্য: চাল মাঝারি মোটা ও সাদা।

ধানের জাত: ব্রি ধান ৪৬

  • মৌসুম: আমন।
  • গড় জীবনকাল: আমন মৌসুমে ১৫০ দিন।
  • গড় ফলন: আমন মৌসুমে ৪.৭ টন/হেক্টর।
  • বৈশিষ্ট্য: চাল মাঝারি, নাবি জাত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত রোপণযোগ্য।

ধানের জাত: ব্রি ধান ৪৭

  • মৌসুম: বোরো।
  • গড় জীবনকাল: বোরো মৌসুমে ১৫২ দিন।
  • গড় ফলন: বোরো মৌসুমে ৬.০ টন/হেক্টর।
  • বৈশিষ্ট্য: চাল মাঝারি মোটা, চারা অবস্থায় লবণ সহনশীলতা ১২-১৪ ডিএস/মিটার এবং বাকি জীবনকালে ৬ ডিএস/মিটার।

ধানের জাত: ব্রি ধান ৪৮

  • মৌসুম: আউশ।
  • গড় জীবনকাল: আউশ মৌসুমে ১১০ দিন।
  • গড় ফলন: আউশ মৌসুমে ৫.৫ টন/হেক্টর।
  • বৈশিষ্ট্য: চাল মাঝারি মোট, ভাত ঝরঝরে।

ধানের জাত: ব্রি ধান ৪৯

  • মৌসুম: আমন।
  • গড় জীবনকাল: আমন মৌসুমে ১৩৫ দিন।
  • গড় ফলন: আমন মৌসুমে ৫.৫ টন/হেক্টর।
  • বৈশিষ্ট্য: চাল মাঝারি চিকন।

ধানের জাত: ব্রি ধান ৫০

  • মৌসুম: বোরো।
  • গড় জীবনকাল: বোরো মৌসুমে ১৫৫ দিন।
  • গড় ফলন: বোরো মৌসুমে ৬.০ টন/হেক্টর।
  • বৈশিষ্ট্য: চাল লম্বা, চিকন ও সুগন্ধি।

ধানের জাত: ব্রি ধান ৫১

  • মৌসুম: আমন।
  • গড় জীবনকাল: আমন মৌসুমে ১৪২ দিন (জলমগ্ন না হলে) অথবা ১৫৪ দিন (১৪ দিন জলমগ্ন থাকলে)।
  • গড় ফলন: আমন মৌসুমে ৪.৫ টন/হেক্টর।
  • বৈশিষ্ট্য: চাল মাঝারি চিকন, স্বচ্ছ ও সাদা।

ধানের জাত: ব্রি ধান ৫২

  • মৌসুম: আমন।
  • গড় জীবনকাল: আমন মৌসুমে ১৪৫ (জলমগ্ন নাহলে) দিন অথবা ১৫৫ দিন (১৪ দিনজলমগ্ন থাকলে)।
  • গড় ফলন: আমন মৌসুমে ৪.০ টন/হেক্টর।
  • বৈশিষ্ট্য: চাল মাঝারি মোটা।

ধানের জাত: ব্রি ধান ৫৩

  • মৌসুম: আমন।
  • গড় জীবনকাল: আমন মৌসুমে ১২৫ দিন।
  • গড় ফলন: আমন মৌসুমে ৫.০ টন/হেক্টর।
  • বৈশিষ্ট্য: চাল মাঝারি চিকন।

ধানের জাত: ব্রি ধান ৫৪

  • মৌসুম: আমন।
  • গড় জীবনকাল: আমন মৌসুমে ১৩৫ দিন।
  • গড় ফলন: আমন মৌসুমে ৪.৫ টন/হেক্টর।
  • বৈশিষ্ট্য: চাল মাঝারি চিকন।

ধানের জাত: ব্রি ধান ৫৫

  • মৌসুম: বোরো এবং আউশ।
  • গড় জীবনকাল: বোরো মৌসুমে ১৪৫ দিন এবং আউশ মৌসুমে ১০৫ দিন।
  • গড় ফলন: বোরো এবং আউশ মৌসুমে ৭.০ টন/হেক্টর।
  • বৈশিষ্ট্য: চাল লম্বা ও চিকন।

ধানের জাত: ব্রি ধান ৫৬

  • মৌসুম: আমন।
  • গড় জীবনকাল: আমন মৌসুমে ১১০ দিন।
  • গড় ফলন: আমন মৌসুমে ৫.০ টন/হেক্টর।
  • বৈশিষ্ট্য: চাল লম্বা ও সাদা।

ধানের জাত: ব্রি ধান ৫৭

  • মৌসুম: আমন।
  • গড় জীবনকাল: আমন মৌসুমে ১০৫ দিন।
  • গড় ফলন: আমন মৌসুমে ৪.৫ টন/হেক্টর।
  • বৈশিষ্ট্য: চাল লম্বা ও সরু।

ধানের জাত: ব্রি ধান ৫৮

  • মৌসুম: বোরো।
  • গড় জীবনকাল: বোরো মৌসুমে ১৫৫ দিন।
  • গড় ফলন: বোরো মৌসুমে ৭.২ টন/হেক্টর।
  • বৈশিষ্ট্য: চাল অনেকটা ব্রি ধান ২৯-এর মতো, তবে সামান্য চিকন।

ধানের জাত: ব্রি ধান ৫৯

  • মৌসুম: বোরো।
  • গড় জীবনকাল: বোরো মৌসুমে ১৫৩ দিন।
  • গড় ফলন: বোরো মৌসুমে ৭.১ টন/হেক্টর।
  • বৈশিষ্ট্য: চাল মাঝারি মোটা এবং সাদা, ডিগ পাতা খাড়া ও গাঢ় সবুজ এবং হেলে পড়ে না।

ধানের জাত: ব্রি ধান ৬০

  • মৌসুম: বোরো।
  • গড় জীবনকাল: বোরো মৌসুমে ১৫১ দিন।
  • গড় ফলন: বোরো মৌসুমে ৭.৩ টন/হেক্টর।
  • বৈশিষ্ট্য: চাল লম্বা ও সরু এবং সাদা।

ধানের জাত: ব্রি ধান ৬১

  • মৌসুম: বোরো।
  • গড় জীবনকাল: বোরো মৌসুমে ১৫০ দিন।
  • গড় ফলন: বোরো মৌসুমে ৬.৩ টন/হেক্টর।
  • বৈশিষ্ট্য: চাল মাঝারি সরু, সাদা এবং লবণাক্ততা সহনশীল।

ধানের জাত: ব্রি ধান ৬২

  • মৌসুম: আমন।
  • গড় জীবনকাল: আমন মৌসুমে ১০০ দিন।
  • গড় ফলন: আমন মৌসুমে ৫.৫ টন/হেক্টর।
  • বৈশিষ্ট্য: চাল লম্বা, সরু এবং সাদা, মধ্যম মাত্রার জিঙ্ক সমৃদ্ধ আগাম জাত।

ধানের জাত: ব্রি ধান ৬৩

  • মৌসুম: বোরো।
  • গড় জীবনকাল: বোরো মৌসুমে ১৫০ দিন।
  • গড় ফলন: বোরো মৌসুমে ৭.০ টন/হেক্টর।
  • বৈশিষ্ট্য: চাল লম্বা ও সরু।
See also  উন্নত ধানের জাত সমূহ ও ধানের চাষ পদ্ধতি

ধানের জাত: ব্রি ধান ৬৪

  • মৌসুম: বোরো।
  • গড় জীবনকাল: বোরো মৌসুমে ১৫২ দিন।
  • গড় ফলন: বোরো মৌসুমে ৬.০ টন/হেক্টর।
  • বৈশিষ্ট্য: চাল মাঝারি মোটা এবেং উষ্ণ মাত্রায় জিঙ্ক সমৃদ্ধ।

ধানের জাত: ব্রি ধান ৬৫

  • মৌসুম: আউশ।
  • গড় জীবনকাল: আউশ মৌসুমে ৯৯ দিন।
  • গড় ফলন: আউশ মৌসুমে ৩.৫ টন/হেক্টর।
  • বৈশিষ্ট্য: চাল মাঝারি চিকন, সাদা, ডিগ পাতা খাড়া এবং গাছ ছোট হওয়ায় সহজে হেলে পড়ে না এবং খরা সহিষ্ণু।

ধানের জাত: ব্রি ধান ৬৬

  • মৌসুম: আমন।
  • গড় জীবনকাল: আমন মৌসুমে ১১৩ দিন।
  • গড় ফলন: আমন মৌসুমে ৪.৫ টন/হেক্টর।
  • বৈশিষ্ট্য: চাল মাঝারি লম্বা ও মোটা, সাদা, প্রজনন পর্যায়ে খরা সহনশীল, উচ্চমাত্রার প্রোটিন সমৃদ্ধ।

ধানের জাত: ব্রি ধান ৬৭

  • মৌসুম: বোরো।
  • গড় জীবনকাল: বোরো মৌসুমে ১৪৩ দিন।
  • গড় ফলন: বোরো মৌসুমে ৬.০ টন/হেক্টর।
  • বৈশিষ্ট্য: চাল মাঝারি চিকন, সাদা এবং সম্পূর্ণ জীবনকালে ৮ ডিএস/মিটার মাত্রার লবণাক্ততা সহনশীল।

ধানের জাত: ব্রি ধান ৬৮

  • মৌসুম: বোরো।
  • গড় জীবনকাল: বোরো মৌসুমে ১৪৯ দিন।
  • গড় ফলন: বোরো মৌসুমে ৭.৩ টন/হেক্টর।
  • বৈশিষ্ট্য: চাল মাঝারি মোটা, সাদা, ধান পাকার সময় ডিগ পাতা সবুজ থাকে।

ধানের জাত: ব্রি ধান ৬৯

  • মৌসুম: বোরো মৌসুমে বোরো।
  • গড় জীবনকাল: বোরো মৌসুমে ১৫৩ দিন।
  • গড় ফলন: ৭.০ টন/হেক্টর।
  • বৈশিষ্ট্য: চাল মাঝারি মোটা, সাদা, ডিগ পাতা খাড়া, প্রশস্ত ও লম্বা এবং উপকরণ সাশ্রয়ী জাত।

ধানের জাত: ব্রি হাইব্রিড ধান ১

  • মৌসুম: বোরো।
  • গড় জীবনকাল: বোরো মৌসুমে ১৫৫ দিন।
  • গড় ফলন: বোরো মৌসুমে ৮.৫ টন/হেক্টর।
  • বৈশিষ্ট্য: চাল মাঝারি চিকন স্বচ্ছ ও সাদা।

ধানের জাত: ব্রি হাইব্রিড ধান ২

  • মৌসুম: বোরো।
  • গড় জীবনকাল: বোরো মৌসুমে ১৪৫ দিন।
  • গড় ফলন: বোরো মৌসুমে ৮.০ টন/হেক্টর।
  • বৈশিষ্ট্য: চাল মাঝারি মোটা এবং আগাম।

ধানের জাত: ব্রি হাইব্রিড ধান ৩

  • মৌসুম: বোরো।
  • গড় জীবনকাল: বোরো মৌসুমে ১৪৫ দিন।
  • গড় ফলন: বোরো মৌসুমে ৯.০ টন/হেক্টর।
  • বৈশিষ্ট্য: চাল মাঝারি মোটা এবং আগাম।

ধানের জাত: ব্রি হাইব্রিড ধান ৪

  • মৌসুম: আমন।
  • গড় জীবনকাল: আমন মৌসুমে ১১৮ দিন।
  • গড় ফলন: আমন মৌসুমে ৬.৫ টন/হেক্টর।
  • বৈশিষ্ট্য: চাল মাঝারি চিকন স্বচ্ছ ও সাদা।

ধানের জাত: ইরাটম-২৪

  • মৌসুম: বোরো এবং আউশ।
  • গড় জীবনকাল: বোরো মৌসুমে ১৪০-১৪৫ দিন এবং আউশ মৌসুমে ১২৫-১৩৫ দিন।
  • গড় ফলন: বোরো মৌসুমে ৬.০ এবং আউশ মৌসুমে ৩.৫ টন/হেক্টর।
  • বৈশিষ্ট্য: উচ্চ ফলনশীল, আগাম পাকে।

ধানের জাত: বিনা শাইল

  • মৌসুম: আমন।
  • গড় জীবনকাল: আমন মৌসুমে ১৩৫-১৪০ দিন।
  • গড় ফলন: আমন মৌসুমে ৪.২ টন/হেক্টর।
  • বৈশিষ্ট্য: নাবী রোপন উপযোগী।

ধানের জাত: বিনা ধান-৪

  • মৌসুম: আমন।
  • গড় জীবনকাল: আমন মৌসুমে ১৩০-১৩৫ দিন।
  • গড় ফলন: আমন মৌসুমে ৪.৭ টন/হেক্টর।
  • বৈশিষ্ট্য: চাল লম্বা, আগাম পাকে, চাল চিকন।

ধানের জাত: বিনা ধান-৫

  • মৌসুম: বোরো।
  • গড় জীবনকাল: বোরো মৌসুমে ১৫০-১৫৫ দিন।
  • গড় ফলন: বোরো মৌসুমে ৭.০ টন/হেক্টর।
  • বৈশিষ্ট্য: উচ্চ ফলনশীল এবং চাল মোটা।

ধানের জাত: বিনা ধান-৬

  • মৌসুম: বোরো।
  • গড় জীবনকাল: বোরো মৌসুমে ১৬০-১৬৫ দিন।
  • গড় ফলন: বোরো মৌসুমে ৭.৫ টন/হেক্টর।
  • বৈশিষ্ট্য: সর্বোচ্চ ফলনশীল এবং চাল মোটা।

ধানের জাত: বিনা ধান-৭

  • মৌসুম: আমন।
  • গড় জীবনকাল: আমন মৌসুমে ১১৫-১২০ দিন।
  • গড় ফলন: আমন মৌসুমে ৫.০ টন/হেক্টর।
  • বৈশিষ্ট্য: চাল সরু ও লম্বা, মঙ্গা মোকাবিলায় কুবই কার্যকর।

ধানের জাত: বিনা ধান-৮

  • মৌসুম: বোরো এবং আমন।
  • গড় জীবনকাল: বোরো মৌসুমে ১৩০ দিন এবং আমন মৌসুমে ১৩৪ দিন।
  • গড় ফলন: বোরো মৌসুমে ৪.৫ টন/হেক্টর এবং আমন মৌসুমে ৪.০ টন/হেক্টর।
  • বৈশিষ্ট্য: লবণাক্ত সহিষ্ণু জাত।

ধানের জাত: বিনা ধান-৯

  • মৌসুম: আমন।
  • গড় জীবনকাল: আমন মৌসুমে ১২০-১২৫ দিন।
  • গড় ফলন: আমন মৌসুমে ৩.৭৫ টন/হেক্টর।
  • বৈশিষ্ট্য: সুগন্ধি, লম্বা, চিকন ও আগাম জাত।

ধানের জাত: বিনা ধান- ১০, ১১,১২, ১৩, ১৪, ১৫

  • মৌসুম: বোরো।
  • গড় জীবনকাল: বোরো মৌসুমে ১২৫-১৩০ দিন।
  • গড় ফলন: বোরো মৌসুমে ৫.৫ টন/হেক্টর।
  • বৈশিষ্ট্য: গাছ মধ্যম খাটো, চাল লম্বা ও মাঝারি, লবণ সহিষ্ণু।

প্রিয় পাঠক, তালিকাটি থেকে আমরা উফশী জাতের ধানের বৈশিষ্ট্য, উফশী হাইব্রিড ধানের জাত নাম এবং উক্ত উচ্চ ফলনশীল হাইব্রিড ধানের জাত সমূহের জন্মানোর মৌসুম, গড় জীবনকাল, গড় ফলন ও চালের বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তরভাবে জানতে পারলাম।

উফশী আধুনিক ধানের জাতসমূহ জনগণের প্রধান খাদ্যশস্য ধানের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে আমাদের বাংলাদেশের খাদ্য নিরাপত্তা অর্জনে মুখ্য ভূমিকা রেখে চলেছে। আধুনিক উফশী ধানের জাত ও উন্নততর, নিরাপদ ও লাভজনক উৎপাদন প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে টেকসই খাদ্যনিরাপত্তা অর্জন করা সম্ভব।

[সূত্র: ওপেন স্কুল]

Leave a Reply

nv-author-image

inbangla.net/krisi

Everything related to animal and plants in the Bangla language!View Author posts

You cannot copy content of this page