Home/Questions/Q 5214
In Process
Share
Sign Up to our social questions and Answers Engine to ask questions, answer people’s questions, and connect with other people.
Login to our social questions & Answers Engine to ask questions answer people’s questions & connect with other people.
আপনার পাসওয়ার্ড ভুলেগেছেন? তাহলে আপনার ইমেইল এড্রেসটি লিখুন।প্রথমত, একটি কনফার্মেশন লিঙ্ক সহ ইমেইল যাবে উক্ত লিঙ্কে ক্লিক করে কনফার্ম করতে হবে।দ্বিতীয়ত, আরও একটা মেইল যাবে, যেখানে আপনার নতুন পাসওয়ার্ড উল্লেখ করা থাকবে, সেই পাসওয়ার্ড ব্যবহার করে আপনি লগিন করতে পারবেন।(বিঃদ্রঃ আপনার ইনবক্সে মেইল না পৌঁছালে স্প্যাম ফোল্ডার চেক করুন।)
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
গরুর স্বাভাবিক তাপমাত্রা 100.4 থেকে 102.8 ডিগ্রি ফারেনহাইট। রযদি থার্মোমিটারের রিডিং স্বাভাবিক তাপমাত্রার চেয়ে 1 থেকে 1.5 ডিগ্রির বেশি হয়, তাহলে জ্বর আছে।
গরুর জ্বর আসা এবং জ্বর আসলে খাবার না খাওয়া এটা খুবই সাধারন একটা ব্যাপার।
(যেমন আমার নিজেরই একটা গরুর, ওজন 120 কেজি, কাল রাতে থেকে জ্বর এসেছে এবং কাল থেকে খাবার খাচ্ছেনা, দুটা করে, ২ বেলা ঔষধ খাইয়েছি জ্বর ভালো হয়ে গেছে, এখন খাবার খাচ্ছে)
গরুর শরীরে জ্বর থাকলে জ্বর না সারা পর্যন্ত ও খাবার খাবেনা, জাবরও কাটবে না।
আপনার গরুর যদি শুধুই জ্বর এসে থাকে তাহলে আপনি প্যারাসিটিমল জাতীয় ঔষধ খাওয়াতে হবে।
যেমনঃ
Ace-Vet Bolus Tablet (2000 mg) স্কয়ার কম্পানির তৈরি, প্রতিপিস ট্যাবলেট ২.৫ টাকা করে নিবে।
২ বেলায়, ২ টা করে ঔষধ করে খাওয়াবেন।
১ থেকে ২ দিনের এর মাঝে জ্বর মুক্ত হয়ে যাবে ও খাবার খাওয়া শুরু করে ইংশাআল্লাহ।
(পাশাপাশি দিনে ২ বার এক প্যাকেট করে “জাইমোভেট” পাউডার পানিতে গুলিয়ে কনটিনিউয়াস ২/৩ দিন খাওয়াবেন। )
এছাড়াও-
গরুর মুখের রুচি বৃদ্ধি করার জন্য কিছু আরও ঔষধ প্রয়োগ করা যেতে পারেঃ
বায়োগাট,সেলাকজিল ডিএস, বায়োলাক্স পাউডার, বায়োলাক্ট বোলাস ইত্যাদি প্রোবায়োটিক গ্রুপের ঔষধ খাওয়াত যেতে পারে।
জিংক, ভিটামিন মিনারেল প্রিমিক্স, অ্যামাইনো এসিড সাপ্লিমেন্ট জাতীয় ঔষধ যেমনঃ জিস ভেট সিরাপ, রেনাক্যাল পি, ডিবি ভিটামিন গরুর মুখের রুচি বৃদ্ধি করতে সহায়তা করে।
পাকৃতিক ভাবে গরুর মুখের রুচি বৃদ্ধি করার জন্য একটি রেসিপি রয়েছে যেটা হলোঃ
আদা বাঁটা ১০০গ্রাম, জিরার গুঁড়া ২০গ্রাম, ধনিয়ার গুঁড়া ১০গ্রাম, গোল মরিচের গুঁড়া ৫ গ্রাম, সাদা তিল বাঁটা ১০গ্রাম, বিট লবণ৩০গ্রাম, পানি ৩০০মিলি। উপরে উল্লেখিত সকল উপকরণ এক সাথে মিশিয়ে শরবৎ এর মত মিশ্রণ তৈরী করতে হবে এবং প্রতিদিন দুই বার করে ৩ দিন খাওয়াতে হয়।
ধন্যবাদ!
আমার একই সমস্যা হয়েছিল, নিচের চারটি ঔষধ খাইয়েছিলাম উপকার পেয়েছি।
1) ফাস্টভেট: ২ টা করে, দিনে ২ বার, ২ দিন।
2) ভেসকোজাইম: 50ml করে, দিনে ২ বার, ২ দিন।
৩) হার্রবাটপ: ১ পাতা করে, দিনে ২ বার, ৩ দিন
৪) মিভিট: ২ টা করে, দিনে ২ বার, ৫ দিন।