আনুমানিক রাত দশটায় গরুকে খৈল, ভুসি, ঘাস, পরিমানে একটু বেশি খাওয়ানো হয়। তার আগে সন্ধ্যা ছয়টায় ভাত খাওয়ানো হয় । তার পরদিন সকালে গরুর পাতলা পায়খানা হয় এবং সারা দিন তেমন কিছু খায় না। এখন গরুর শরীর দুর্বল হয়ে যাচ্ছে।
বি.দ্র. গরুকে আজ সারাদিন কিছুটা স্যালাইন এবং ২ লিটার পানি খাওয়ানো হয়েছে আর তেমন কিছুই খেতে চাচ্ছে না।
গরুর ওজন প্রায় 120 কেজি এবং কোরবানির পশু।
এই অবস্থায় করণীয় কি?
ইন বাংলা নেট প্রশ্নLev.20
Share