আমার বকনার পেটে প্রচুর কৃমি হয়েছে, কৃমির ওষুধ খাওয়াব, গরুর কুমির ঔষধ খাওয়ার পর কি ভিটামিন খেতে হয়? ঔষধের নাম জানতে চাচ্ছি…..
Sign Up to our social questions and Answers Engine to ask questions, answer people’s questions, and connect with other people.
Login to our social questions & Answers Engine to ask questions answer people’s questions & connect with other people.
আপনার পাসওয়ার্ড ভুলেগেছেন? তাহলে আপনার ইমেইল এড্রেসটি লিখুন।প্রথমত, একটি কনফার্মেশন লিঙ্ক সহ ইমেইল যাবে উক্ত লিঙ্কে ক্লিক করে কনফার্ম করতে হবে।দ্বিতীয়ত, আরও একটা মেইল যাবে, যেখানে আপনার নতুন পাসওয়ার্ড উল্লেখ করা থাকবে, সেই পাসওয়ার্ড ব্যবহার করে আপনি লগিন করতে পারবেন।(বিঃদ্রঃ আপনার ইনবক্সে মেইল না পৌঁছালে স্প্যাম ফোল্ডার চেক করুন।)
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
উত্তরঃ গরুর কুমির ঔষধ খাওয়ার পর লিভার টনিক/Liver Tonic ও ভিটামিন, মিনারেল এবং অ্যামাইনো এসিড ঔষধসমূহ খেতে হয়।
(ক) গরুর কুমির ঔষধ খাওয়ার পর – লিভার টনিক/Liver Tonic
ব্যবহার ক্ষেত্র: লিভার টনিক গবাদিপশুর বদহজম ও জীবাণুঘটিত রোগের কারণে সৃষ্ট লিভারের ক্ষতিপূরণে, ভিটামিনের অভাব পূরণে এবং লিভারের কার্যকারিতা বৃদ্ধিতে ব্যবহার্য একটি আদর্শ লিভারটনিক। লিভা-ভিট কলিজা বা যকৃতের (Liver) সুষম কার্যকারিতা নিশ্চিত করে।
ব্যবহারের নিয়ম: ছোট এবং বড় প্রাণির জন্য ২০ মি.লি. প্রতি ১০০ কেজি দৈহিক ওজনের জন্য।
উপরোল্লিখিত মাত্রার ঔষধ বিভিন্ন প্রাণিতে ৫-৭ দিন সেবন করাতে হবে অথবা রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান এর পরামর্শ অনুযায়ী দিতে হবে।
(খ) গরুর কুমির ঔষধ খাওয়ার পর – ভিটামিন, মিনারেল এবং অ্যামাইনো এসিড ঔষধসমূহ
Vitamin, Mineral & Amino Acid Drugs
ব্যবহার ক্ষেত্র: গবাদিপশুর দুধের উৎপাদন বৃদ্ধি, দৈহিক ওজন বৃদ্ধি, মাংসের উৎপাদন বৃদ্ধি, প্রজনন ক্ষমতা ত্বরান্বিত করতে এবং Deworming-এর পরে ব্যবহার্য।
জেনেরিক নাম/ঔষধের উপাদান: প্রতি বোলাসে আছে- এ্যালবেনডাজোল ইউ এস পি ৬০০ মিগ্রা.
জেনেরিক মাত্রা: ১০ মি.গ্রা./কেজি দৈহিক ওজন
ব্যবহারের নিয়ম: প্রাণির প্রতি ৪০ কেজি ওজনের ১ বোলাস যা অর্ধেক মাত্রা সকালে অর্ধেক মাত্রা বিকালে খাওয়াতে হবে পরপর ৩-৫ দিন।
** এ্যালমেক্স-ভেট গর্ভাবস্থায় ২য় পর্যায় থেকে ব্যবহার করা নিরাপদ।
সংগ্রহিতঃ inbangla.net ব্লগ
(বি:দ্র: কপি করা নিষেধ)