(১) ট্রাইক্লাবেন্ডাজল (Triclabendazole)খাউয়ালে কি ছাগলের ফিতা+কলিজা কৃমি মারা যাবে, নাকি কলিজা কৃমির জন্য আলাদা করে (নাইট্রোনেক্স / নাইট্রনেল / নাইট্রক্স এ ভেট) ইঞ্জেকশান দিতে হবে ???
(২)Levamisole গ্রুপের ওষুধ খাউয়ালে গোল কৃমি মারা জাই কিন্তু Albendazole এই গ্রুপের ওষুধ খাউয়ালে কি গোল কৃমি মারা যাবে ???
(৩) renadex (ট্রাইকেলা বেনডাজল+লিভামিসল) যেহেতু এই ওষুধে ২ টা উপাদান আসে, তাহলে কি শুধু renadex ওষুধ খাউয়ালেই সকল ধরনের কৃমি মারা যাবে যেমন, কলিজা+পাতা+গোল কৃমি মারা যাবে ???
ওয়েব সাইটে রিপ্লে দেয়ার সুযোগ নাই তাই নতুন করে প্রস্ন করলাম
ইন বাংলা নেট প্রশ্নLev.20
Share
(প্রশ্ন:১) ট্রাইক্লাবেন্ডাজল (Triclabendazole) খাউয়ালে কি ছাগলের ফিতা+কলিজা কৃমি মারা যাবে, নাকি কলিজা কৃমির জন্য আলাদা করে (নাইট্রোনেক্স/নাইট্রনেল/নাইট্রক্স এ ভেট) ইঞ্জেকশান দিতে হবে ???
উত্তরঃ ট্রাইক্লাবেন্ডাজল (Triclabendazole) কলিজা কৃমির জন্যও কাজ করে, তাই আলাদা করে (নাইট্রোনেক্স/নাইট্রনেল/নাইট্রক্স-এ) ইঞ্জেকশান দিতে হবে না।
তবে কিছু ক্ষেত্রে , কলিজা কৃমির সংক্রমন অনেক বেশি থাকলে, সুনির্দিষ্ট কলিজা কৃমির ইনজেকশন দেওয়ার প্রয়োজন হয়। সেক্ষেত্রে নাইট্রক্স এ ভেট ইনজেকশন ব্যবহার করা যেতে পারে। বাছুর বা ছোট ছাগলের বাচ্চায় অনেক সময় সংক্রমন এতো বেশি থাকে যে কলিজা কৃমির ইনজেকশনের ধকল সহ্য করতে পারে না। তাই চিকিৎসায় সাবধানতা অবলম্বন করতে হয়।
(প্রশ্ন:২) Levamisole গ্রুপের ওষুধ খাউয়ালে গোল কৃমি মারা জাই কিন্তু Albendazole এই গ্রুপের ওষুধ খাউয়ালে কি গোল কৃমি মারা যাবে ???
উত্তরঃ হ্যা, Albendazole এই গ্রুপের ওষুধ গোল কৃমিতেও কাজ করে।
(প্রশ্ন:৩) renadex (ট্রাইকেলা বেনডাজল+লিভামিসল) যেহেতু এই ওষুধে ২ টা উপাদান আসে, তাহলে কি শুধু renadex ওষুধ খাউয়ালেই সকল ধরনের কৃমি মারা যাবে যেমন, কলিজা+পাতা+গোল কৃমি মারা যাবে ???
উত্তরঃ না, শুধু renadex (ট্রাইকেলা বেনডাজল+লিভামিসল) খাওয়ালে সকল ধরনের কৃমি মারা যাবে না। এটি কলিজা+পাতা+গোল সমূহের বিরুদ্ধে ভালো কাজ করবে। ফিতা কৃমি বিরুদ্ধে ততটা ফলপ্রসূ হবে না। তবে (Albendazole + Triclabendazole) সকল ধরণের কৃমি বিরুদ্ধে কাজ করবে (গোলকৃমি, ফিতাকৃমি, পাতাকৃমি এবং কলিজাকৃমি)।
(প্রশ্ন:৪) সকল ধরণের কৃমি ও পরজীবীর জন্য তাহলে কি মেডিসিন ব্যবহার করা যেতে পারে?
উত্তরঃ একটি ছাগলের বাচ্চার ১ মাস বয়স হলে পশু চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী কৃমি নাশক ঔষধ (অ্যালবেনডাজল) গ্রুপের লিকুইড ব্যবহার করা যেতে পারে।
দ্বিতীয় মাসে পশু চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী (ট্রাইক্লাবেন্ডাজল+লেভামিসল) গ্রুপ ব্যাবহার যেতে পারে।
তৃতীয় মাসে পশু চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী উঁকুন, আঠালী, মাইট ইত্যাদির জন্য (আইভারমেকটিন) গ্রুপের ঔষধ প্রয়োগ করা যেতে পারে।