ইন বাংলা নেট প্রশ্নLev.20
বাজার হতে একটা খাসি কিনলে কিভাবে বুঝবো সকল টিকা দেওয়া আছে কি না? অন্য খাসির সাথে মিশানোর আগে কি কি টিকা বা ঔষধ প্রয়োগ করবো। এক সপ্তাহ বা দশ দিন আগে যদি টিকা দেওয়া থাকে, টিকা দেওয়ার বিষয়টি জানা না থাকার কারণে যদি আমি আবার পি.পি.আর/ক্রিমির ঔষধ প্রয়োগ করি তাহলে সমস্যা হবে কি?
Share
নতুন ছাগলকে অন্যন্য ছাগলের সাথে মিশানোর আগে কি কি টিকা বা ঔষধ প্রয়োগ করবো?
১) মনে রাখবেন ছাগলকে নিয়ে আসার সঙ্গে সঙ্গে কখনো ভ্যাক্সিনেশন করবেন না।
২) পালন করার জন্য, হাট/বাজার থেকে ছাগল কিনে উচিত নয়। কিন্তু যদি হাট থেকে ছাগল কিনতেই হয় তবে বিষয় লক্ষ্য রাখতে হবে।
৩) হাট থেকে ছাগল নিয়ে আসার সবার প্রথমে তাকে সেনিটাইজ করতে হবে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে মুখ এবং তার পা পরিষ্কার করে দিতে হবে, সম্ভব হলে শরীরে হালকা হালকা স্প্রে করে দিতে হবে।
৪). ছাগল নিয়ে আসার সঙ্গে সঙ্গে ছাগলকে জল দেওয়া যাবে না, কমপক্ষে কম দুই থেকে তিন ঘণ্টা এরপর যখন জল দেবেন হালকা গরম করে নিনে তারপর জলটাকে ঠান্ডা করে নেবেন, 1 লিটার জলে হাফ চামচ গুঁড়ো হলুদ অথবা একলিটার জলে এক চামচ অনুপাতে অক্সিটেট্রাসাইক্লিন পাউডার মিক্স করে দিয়ে ছাগলকে পান করাতে পারেন।
৫) 1 থেকে 2 দিন কোনরকম দানা হবার দেবেন না। যদি কোন পাতা খাবার দিতে চান, ছাগল নিয়ে আসার আধঘন্টা পরে তাকে কাঁচা পাতা বা কাঁচা ঘাস খেতে দিতে পারেন।
৬) বাজার থেকে ছাগল নিয়ে আসার পর ফার্মের ভিতরে ঢুকবেন না অন্য কোন ছাগলের সঙ্গে মিশতে দেবেন না, 15 দিন কোয়ারেন্টাইনে রাখতে হবে, আলাদা কোন ঘরে আলাদা পাত্রে তাদেরকে জল এবং খাবার দিতে হবে, 15 দিনের মধ্যে যদি কোনো অসুস্থতা দেখা দেয় সেই হিসেবে তাদেরকে চিকিৎসা করতে হবে। 15 দিনে রাখার পর যদি ছাগলগুলোকে সুস্থ দেখা যায় এরপরে কিন্তু আপনি ফার্মের ভেতরে ঢোকাতে পারেন বা বাকি ছাগলের সঙ্গে মিশতে দিতে পারেন।
৭) 15 দিন পর ছাগলকে সঠিক মাত্রায় কৃমির ঔষধ লিভার টনিক দিয়ে এক মাস পর তাদেরকে ভ্যাক্সিনেশন করতে পারবেন। পিপিআর 1 মিলিলিটার চামড়ার নিচে তিন মাস বয়স থেকে বছরে একবার, ক্ষুরারোগ ২ মিলিলিটার চামড়ার নিচে তিন মাস বয়স থেকে বছরে দুইবার, তড়কা 1 মিলিলিটার চামড়ার নিচে তিন মাস বয়স থেকে বৎসরে একবার, গোটপক্স 0.25 থেকে 05 মিলিলিটার ছয় মাস বয়স থেকে চামড়ার নিচে বৎসরে একবার।
বাজার হতে একটা খাসি কিনলে কিভাবে বুঝবো সকল টিকা দেওয়া আছে কি না?
এটি জানার একটিই উপায় আছে, তা হলো জিজ্ঞাসা। “ভ্যাকসিন হিস্টোরি রেকর্ড” চাইবেন।
হাট/বাজারে বিক্রি হওয়া ছাগলের সাধারনত কোন প্রকার ভ্যাকসিন দেওয়া থাকে না।
ছাগলটি খামার/ফার্মের হলে“ভ্যাকসিন হিস্টোরি রেকর্ড” দিতে পারবে আশা করা যায়।
অর্থ্যাৎ, যদি ছাগল বিক্রেতা ““ভ্যাকসিন হিস্টোরি” না দিতে পারে, তবে ভ্যাকসিন দেওয়া হয়নি বলেই ধরে নিয়ে নিয়মনুয়ায়ী আপনার ছাগলের টিকা আপনাকেই দিতে হবে।
এক সপ্তাহ বা দশ দিন আগে যদি টিকা দেওয়া থাকে, টিকা দেওয়ার বিষয়টি জানা না থাকার কারণে যদি আমি আবার পি.পি.আর/ক্রিমির ঔষধ প্রয়োগ করি তাহলে সমস্যা হবে কি?
কোন কিছুই মাত্রারিক্ত ভালো নয়, ভয়ঙ্কর কিছু না হলেও ছাগলে অসুস্থতা দেখা দিতে পারে। এক সপ্তাহ বা দশ দিন আগে যদি টিকা দেওয়া থাকে, অবশ্যই ছাগলে মালিকের মনে থাকবে, তারকাছে থেকে নিশ্চিত হয়ে নিবেন।