কৃষিখাতেও একজন তড়িৎ প্রকৌশলীর বেশ অবদান থাকে। কিন্তু অনেকেরই সেটা অজানা। আমাদের দেশে কৃষি মন্ত্রানালয়ের অধীনস্থ কৃষি উন্নয়ন কর্পোরেশান, রাইস রিসার্চ ইন্সটিউট, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তড়িৎ প্রকৌশলী নিয়োগ দিয়ে থাকে। এবার জানবো তড়িৎ প্রকৌশলীর সেখানে কি কাজ করে? ১) ইরিগ্রেশান সিস্টেমের জন্য সোলার প্যানRead more
কৃষিখাতেও একজন তড়িৎ প্রকৌশলীর বেশ অবদান থাকে। কিন্তু অনেকেরই সেটা অজানা। আমাদের দেশে কৃষি মন্ত্রানালয়ের অধীনস্থ কৃষি উন্নয়ন কর্পোরেশান, রাইস রিসার্চ ইন্সটিউট, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তড়িৎ প্রকৌশলী নিয়োগ দিয়ে থাকে। এবার জানবো তড়িৎ প্রকৌশলীর সেখানে কি কাজ করে? ১) ইরিগ্রেশান সিস্টেমের জন্য সোলার প্যানেল ডিজাইন অথবা এতে ব্যবহৃত মোটরের বিভিন্ন প্রকার ট্রাবলশুটিং; ২) বীজ উৎপাদন, সংরক্ষণ এর জন্য হিমাগারের বিদ্যুৎ ব্যবস্থা নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণ; ৩) কৃষিতে অটোমেশান টেকনোলজির ব্যবহার যেমন অটো ইরিগ্রেশান, অটো সীড বেড প্রিপারেশান; ৪) কৃষি অফিসের বিভিন্ন ভবনের বিদ্যুতায়ন ব্যবস্থার নকশাচিত্র তৈরি করা; কৃষিখাতে একম আরও অনেক কাজ রয়েছে যেগুলো ও একজন তড়িৎ প্রকৌশলী করে থাকেন।
See less
বিদ্যুৎ পরিবহনের সময় মূলত এসি কারেন্ট উচ্চ ভোল্টেজে সরবরাহ করা হয়। এর কারণ হলো নিম্নরূপ- পাওয়ার এর সূত্র থেকে আমরা জানি, P=VI এখানে, P = Power, V = Voltage, I = Current অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্টের গুণফলকে পাওয়ার বলে। কারেন্টের পরিমাণ কমিয়ে ভোল্টেজ বাড়ালেও মোট পাওয়ার সমান থাকবে। আবার কারেন্টের পরিমাRead more
বিদ্যুৎ পরিবহনের সময় মূলত এসি কারেন্ট উচ্চ ভোল্টেজে সরবরাহ করা হয়। এর কারণ হলো নিম্নরূপ-
পাওয়ার এর সূত্র থেকে আমরা জানি, P=VI
এখানে, P = Power, V = Voltage, I = Current
অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্টের গুণফলকে পাওয়ার বলে। কারেন্টের পরিমাণ কমিয়ে ভোল্টেজ বাড়ালেও মোট পাওয়ার সমান থাকবে। আবার কারেন্টের পরিমাণ বাড়িয়ে ভোল্টেজ কমালেও মোট পাওয়ার সমান থাকবে।
কারেন্ট প্রবাহের মাত্রা নির্ভর করে ক্যাবলের ক্ষেত্রফলের উপর। কারেন্ট প্রবাহ যত কম হবে ক্যাবলের ক্ষেত্রফলও তত কম ব্যবহার করা যাবে। আর আমরা জানি ক্যাবলের ক্ষেত্রফল যত কম হবে তার খরচও তত কম হবে।
সুতরাং ট্রান্সমিশন ভোল্টেজ বৃদ্ধি করা হলে এবং কম পরিমাণে কারেন্ট ব্যবহার করলে ট্রান্সমিশন ক্যাবলের খরচ কম পরবে। আমরা জানি, কারেন্ট প্রবাহ কম হলে ট্রান্সমিশন লাইন উত্তপ্ত কম হবে এবং এর ফলে কপার লস (I2R) ও কম হবে।
কপার লস কম হলে লাইনের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ ও কম হবে। এই সকল বিষয়ের উপর বিবেচনা করে ট্রান্সমিশন লাইনে পাওয়ার ঠিক রেখে কারেন্ট কমিয়ে ট্রান্সমিশন ভোল্টেজ বৃদ্ধি করা হয়ে থাকে।
See less