কলার পাতা জ্বলসে যাওয়া হলো কলার সিগাটোকা রোগ। এ রোগের লক্ষণ এবং প্রতিকার নিম্নরূপ- লক্ষণ: ১. প্রাথমিকভাবে ৩য় বা ৪র্থ পাতায় ছোট ছোট হলুদ দাগ দেখা যায়। ২. ক্রমশ দাগগুলো বড় হয় ও বাদামি রং ধারণ করে। ৩. একাধিক দাগ বড় দাগের সৃষ্টি করে এবং পাতা পুড়ে যাওয়ার মত দেখায়। প্রতিকার: ১. পরিস্কার পরিচ্ছন্ন চাষাবাদRead more
কলার পাতা জ্বলসে যাওয়া হলো কলার সিগাটোকা রোগ।
এ রোগের লক্ষণ এবং প্রতিকার নিম্নরূপ-
লক্ষণ:
১. প্রাথমিকভাবে ৩য় বা ৪র্থ পাতায় ছোট ছোট হলুদ দাগ দেখা যায়।
২. ক্রমশ দাগগুলো বড় হয় ও বাদামি রং ধারণ করে।
৩. একাধিক দাগ বড় দাগের সৃষ্টি করে এবং পাতা পুড়ে যাওয়ার মত দেখায়।
প্রতিকার:
১. পরিস্কার পরিচ্ছন্ন চাষাবাদ ও আক্রান্ত গাছ সংগ্রহ করে পুতে ফেলা।
২. দূরত্ব বজায় রেখে চারা রোপন করা, বাগানের আশে পাশে মুড়ি গাছ না রাখা।
৩. সুষম মাত্রায় সার ব্যবহার ও শস্য পর্যায় অবলম্বন করা,পানি নিকাশের ব্যাবস্থা রাখা।
৪. আক্রান্ত গাছের সাকার ব্যাবহার না করে Tissue culture sucker ব্যাবহার।
৫. ক্যাবরিওটপ ৩ গ্রাম অথবা, টিল্ট-২৫০ ইসি ০. ৫ মিঃলি অথবা, অটোস্টিন ২ গ্রাম অথবা, পোটেন্ট ২৫০ ইসি = ১ মিলি/লিটার পানিতে মিশিয়ে ১০-১৫ দিন পর পর স্প্রে করা।
গরুর রোগ: বকনা গরুর পাতলা পায়খানা (Diarrhoea of Heifer) চিকিৎসা/ঔষধপত্রঃ For a Heifer (একটি বকনা গরুর জন্য) Rx- (1) Pow. Electromin 20gm (Square)/Pow. Chemolyte 25 gm (Chemist)/Glucolyte (ACME) or Oralyte (Opsonin) Sig. 1 gm per 1 litre পানি যোগে পর্যাপ্ত পরিমাণে খাওয়াতে হবে। (2) BolRead more
গরুর রোগ: বকনা গরুর পাতলা পায়খানা (Diarrhoea of Heifer) চিকিৎসা/ঔষধপত্রঃ
For a Heifer (একটি বকনা গরুর জন্য)
Rx-
(1) Pow. Electromin 20gm (Square)/Pow. Chemolyte 25 gm (Chemist)/Glucolyte (ACME) or Oralyte (Opsonin)
Sig. 1 gm per 1 litre পানি যোগে পর্যাপ্ত পরিমাণে খাওয়াতে হবে।
(2) Bol, Dirovet/Bol. Amodis vet/Bol. Metrovet 2gm x 2
Sig. ¼ + 0 + 1/4 × 2 days
(3) Inj. 5% Dextrose Saline- 1000 ml e.g (Inj. Dexoride 500, 1000 ml (Beximco)/Inj. ACME’s Dextrose 500, 1000 ml (ACME)/Inj. Normal Saline 500, 1000 ml (Opsonin) × 2 bags.
Sig. 1000ml স্যালাইন গরুর জগুলার শিরায় দিনে ২ বার দিতে হবে।
(4) Triplex – Vet/Bol. Sulfon/Bol. Trios/Bol. Coss Vet/(6)
Sig. 1 + 0 + 1 × 3 days
See less