কার্যকারিতার দিক থেকে হাব প্রধানত দুই প্রকার। যথা- ১. সক্রিয় হাব (Active Hub): সক্রিয় হাব সংকেতের মানকে বৃদ্ধি করে এবং মূল সংকেত থেকে অপ্রয়োজনীয় সংকেত বাদ দিয়ে প্রয়োজনীয় সংকেত প্রেরণ করে। ২. নিষ্ক্রিয় হাব (Possive Hub): নিষ্ক্রিয় হাব কেবলমাত্র কম্পিউটারসমূহের মধ্যে তথ্য আদান-প্রদান করে। এটি সংকেতেরRead more
কার্যকারিতার দিক থেকে হাব প্রধানত দুই প্রকার। যথা-
১. সক্রিয় হাব (Active Hub): সক্রিয় হাব সংকেতের মানকে বৃদ্ধি করে এবং মূল সংকেত থেকে অপ্রয়োজনীয় সংকেত বাদ দিয়ে প্রয়োজনীয় সংকেত প্রেরণ করে।
২. নিষ্ক্রিয় হাব (Possive Hub): নিষ্ক্রিয় হাব কেবলমাত্র কম্পিউটারসমূহের মধ্যে তথ্য আদান-প্রদান করে। এটি সংকেতের মানকে বৃদ্ধি করে না। এ কারণে এ সকল হাবকে Active device-এর সাথে যুক্ত করে দেওয়া হয়।
See less
পাওয়ার ত্রিভুজ: গড়, আপাত এবং সক্রিয় পাওয়ারের সাথে সংযুক্ত সমীকরণগুলো একটি সমকোণী ত্রিভুজের সাহায্যে জ্যামিতিক ভাবে প্রকাশ করা যায়, এই ত্রিভুজকে পাওয়ার ত্রিভুজ বলে।
পাওয়ার ত্রিভুজ: গড়, আপাত এবং সক্রিয় পাওয়ারের সাথে সংযুক্ত সমীকরণগুলো একটি সমকোণী ত্রিভুজের সাহায্যে জ্যামিতিক ভাবে প্রকাশ করা যায়, এই ত্রিভুজকে পাওয়ার ত্রিভুজ বলে।
See less