রোগ থেকে গরুর খামার রক্ষা করার ৬ টি উপায়ঃ ১। গরুর খামারে প্রয়োজনমত আলো ও বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে। খামারের অভ্যন্তরে যাতে স্যাঁতস্যাঁতে ভাব সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ২। গরুর খামারে সব ধরণের প্রাণি ও লোকজনের প্রবেশ বন্ধ করতে হবে। একান্ত প্রয়োজন হলে সম্পূর্ণ জীবাণুমুক্ত করে তারপর খRead more
রোগ থেকে গরুর খামার রক্ষা করার ৬ টি উপায়ঃ
১। গরুর খামারে প্রয়োজনমত আলো ও বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে। খামারের অভ্যন্তরে যাতে স্যাঁতস্যাঁতে ভাব সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
২। গরুর খামারে সব ধরণের প্রাণি ও লোকজনের প্রবেশ বন্ধ করতে হবে। একান্ত প্রয়োজন হলে সম্পূর্ণ জীবাণুমুক্ত করে তারপর খামারে বহিরাগতদের প্রবেশ করতে দিতে হবে। এতে খামারে রোগের জীবাণু প্রবেশ করার সম্ভাবনা অনেক কমে যাবে।
৩। গরুর থাকার স্থান নিয়মিত পরিষ্কার করতে হবে। খামারের মল-মূত্র নিষ্কাশনের ব্যবস্থাও রাখতে হবে। গরুর থাকার স্থান যাতে শুষ্ক থাকে সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে।
৪। গরুর খামারের জন্য নতুন কোন গরু কেনা হলে সেটিকে সরাসরি খামারে প্রবেশ করানো যাবে না। কিনে আনার পরে গরুকে আলাদা রেখে সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত করে ও রোগমুক্ত কিনা তা পরীক্ষা করে তারপর খামারে প্রবেশ করাতে হবে।
৫। সঠিক সময়ে গরুর রোগের ভ্যাকসিন প্রদান করতে হবে। এছাড়াও গরুর স্বাস্থ্য নিয়মিত পরীক্ষা করানোর ব্যবস্থাও রাখতে হবে।
৬। খামারের গরুগুলোকে সব সময় পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাদ্য প্রদান করতে হবে। খামারে খাদ্য প্রদানের পাত্রে ও প্রদান করা খাদ্যে যাতে ময়লা ও জীবাণু না থাকে সেটি নিশ্চিত করতে হবে।
See less
অন্যান্য সার্কিট ব্রেকারের মতো ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারের ও কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে। এগুলো হলো- [caption id="" align="alignnone" width="300"] চিত্র- ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার[/caption] ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারের সুবিধা: ১. এটি দৃঢ়, বিশ্বস্ত এবং দীর্ঘস্থায়ী। ২. আগুন লাগার ভয় নেই। ৩. অপারেশনেরRead more
অন্যান্য সার্কিট ব্রেকারের মতো ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারের ও কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে। এগুলো হলো-
চিত্র- ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার
ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারের সুবিধা:
১. এটি দৃঢ়, বিশ্বস্ত এবং দীর্ঘস্থায়ী।
২. আগুন লাগার ভয় নেই।
৩. অপারেশনের সময় এবং পরে গ্যাস উৎপন্ন হয় না।
৪. যেকোন ত্রুটিপূর্ণ কারেন্টে এটি অপারেট করে।
৫. মেরামত খরচ কম এবং এটি অপারেশন সহজ।
৬. লাইটনিং সার্জে ও ভাল কাজ করে।
৭. আর্ক কম হয়।
৮. নিয়ন্ত্রণ মেকানিজমের জন্য কম পাওয়ার লাগে।
৯. নীরব অপারেশন।
১০. ডাই ইলেক্ট্রিক এবং কন্টাক্ট রেজিস্ট্যান্স স্থির থাকে।
ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারের অসুবিধা:
১. ভ্যাকুয়ামের মাধ্যমে অগ্নি নির্বাপণ ব্যয়বহুল।
See less২. ভ্যাকুয়াম কোন কারণে ফেল করলে মেরামত করা কঠিন।
৩. কিছুদিন ব্যবহার করার ফলে কন্টাক্টদ্বয়ের মাথা ক্ষয় হয়ে যাওয়ার কারণে সমমান হলে ডাই-ইলেক্ট্রিক স্ট্রেংথ কমে যায়।
৪. ৩৬ KV এর উপরে এটি ব্যবহার সুবিধাজনক নয়।