সমান রোধ সম্পন্ন কপারের তুলনায় A.C.S.R কন্ডাকটরের ব্যাস বেশি কিন্তু ওজনে হালকা। এছাড়া সর্বোচ্চ টান সহন ক্ষমতা কপারের তুলনায় বেশি। তাই ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন লাইনের জন্য কপার এর পরিবর্তে C.S.R তার ব্যবহার করা হয়।
সমান রোধ সম্পন্ন কপারের তুলনায় A.C.S.R কন্ডাকটরের ব্যাস বেশি কিন্তু ওজনে হালকা। এছাড়া সর্বোচ্চ টান সহন ক্ষমতা কপারের তুলনায় বেশি। তাই ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন লাইনের জন্য কপার এর পরিবর্তে C.S.R তার ব্যবহার করা হয়।
See less
সালাম করা জায়েজ নয়। “আস্তাগফিরুল্লাহ” বলা, মানে মহান আল্লাহ’র কাছে ক্ষমা চাওয়া উচিত। কেননা এটা অনিচ্ছাকৃত হয়েছে। বই পায়ে পড়লে বা মাটিতে পড়লে সালাম করার কোনো বিধান নেই। সালাম করার নির্দিষ্ট ক্ষেত্র আছে, মানুষকেই কেবল সালাম করতে হয়, তাও মৌখিকভাবে। অন্য কোনো পদ্ধতিতে সালাম করা জায়েজ নেই। বইকে সালাম করাRead more
সালাম করা জায়েজ নয়। “আস্তাগফিরুল্লাহ” বলা, মানে মহান আল্লাহ’র কাছে ক্ষমা চাওয়া উচিত। কেননা এটা অনিচ্ছাকৃত হয়েছে।
বই পায়ে পড়লে বা মাটিতে পড়লে সালাম করার কোনো বিধান নেই। সালাম করার নির্দিষ্ট ক্ষেত্র আছে, মানুষকেই কেবল সালাম করতে হয়, তাও মৌখিকভাবে। অন্য কোনো পদ্ধতিতে সালাম করা জায়েজ নেই।
বইকে সালাম করা যাবে না। এমনকি অসতর্কতাবশত কুরআন মাজিদও যদি হাত থেকে পড়ে যায়, তবুও সালাম করা কিংবা সমাজে প্রচলিত কোনো কাজ করার দরকার নেই। বরং এজন্য ইস্তিগফার তথা আল্লাহর কাছে ক্ষমা চাইবে।
[সূত্র: ইমদাদুল ফাতাওয়া ৪:৬০; তালিফাতে রশিদিয়া ২২১]
See less