ব্যবসা শব্দটির প্রেক্ষিত সব সময়ই বড়! বাংলাদেশে এখনও অনেক ব্যবসার সুযোগ বড় মাত্রায় দেখা যায় নি। গার্মেন্টস অ্যাকসেসরিজের ব্যবসায় সম্ভাব্য সাফল্যের সুযোগ আছে। যে কোনো পণ্য নির্ভর ব্যবসায় বাংলাদেশ বা ভারত-চীনের মত জনবহুল দেশগুলোতে দারুণ সম্ভবনা আগামী ২০/৩০ বছর থাকবেই। বিলিয়ন কাস্টমারের বাজার এখানে! খুবRead more
ব্যবসা শব্দটির প্রেক্ষিত সব সময়ই বড়! বাংলাদেশে এখনও অনেক ব্যবসার সুযোগ বড় মাত্রায় দেখা যায় নি। গার্মেন্টস অ্যাকসেসরিজের ব্যবসায় সম্ভাব্য সাফল্যের সুযোগ আছে। যে কোনো পণ্য নির্ভর ব্যবসায় বাংলাদেশ বা ভারত-চীনের মত জনবহুল দেশগুলোতে দারুণ সম্ভবনা আগামী ২০/৩০ বছর থাকবেই। বিলিয়ন কাস্টমারের বাজার এখানে!
খুব সরল অংকে আমি যে ব্যবসাগুলোকে সময়োপোযোগি ভাবছি-
- স্বাস্থ্যখাতে, যে কোনো হাসপাতাল কিংবা ক্লিনিকের ব্যবসার সুযোগ এখনও অবারিত। দারুণ সেবা দিতে পারলেই গ্রাহক পাওয়া যায়। মিরপুুর ১০ নম্বর এলাকায় গত ৪/৫ বছরে ১০/১২টা হাসপাতালের শাখা চালু হয়েছে, কেউ বন্ধই হয় নি!
- ফিটনেস বা শরীরচর্চায়, জিমনেশিয়াম বা ফিটনেস সেন্টারের ব্যবসার সুযোগ সামনে বাড়বে। বাংলাদেশের মানুষ এখন মৌলিক চাহিদার পরের পর্ব বিনোদন, ফিটনেস নিয়ে বেশ খরচা করছে।
- পণ্যসেবা, দৈনন্দিন জীবনের যে কোনো পণ্যের বড় ব্যবসা সব সময়ই বাংলাদেশে আছে।
- শিশু পণ্য, ডায়াপার, ওয়েট টিস্যুসহ শিশুদের পণ্যের বাজার এখনও বাংলাদেশে এক্সপ্লোর হয়নি।
চিকন জি-আই পাইপ দিয়ে আর্থিং করার কাজটি টেকনিক্যাল, এটি একজন ভালো ইলেক্ট্রিশিয়ানের মাধ্যমে করানো উচিৎ। যেসব ইলেক্টিক যন্ত্রপাতির বহিরাবরণ ধাতুর তৈরি, সেসব যন্ত্রপাতির বডি আর্থিং করতে হয়। বাসাবাড়ী, দোকান ইত্যাদি লো- ভোল্টেজ (২২০/৪৪০ ভোল্ট) গ্রাহকের জন্য আর্থ রেজিস্টেন্সের মান ৫ ওহম এর নিচে হতে হবে।
চিকন জি-আই পাইপ দিয়ে আর্থিং করার কাজটি টেকনিক্যাল, এটি একজন ভালো ইলেক্ট্রিশিয়ানের মাধ্যমে করানো উচিৎ। যেসব ইলেক্টিক যন্ত্রপাতির বহিরাবরণ ধাতুর তৈরি, সেসব যন্ত্রপাতির বডি আর্থিং করতে হয়। বাসাবাড়ী, দোকান ইত্যাদি লো- ভোল্টেজ (২২০/৪৪০ ভোল্ট) গ্রাহকের জন্য আর্থ রেজিস্টেন্সের মান ৫ ওহম এর নিচে হতে হবে।
See less