গরুর রোগ: ক্ষুরা রোগ (F.M.D) চিকিৎসা/ঔষধপত্রঃ For a Cow (একটি গাভীর জন্য) Rx- (1) Pow. Sumid Vet/Sulfavet/Pow. Nilamide 10gm ঔষধ প্রয়োগের নিয়ম: আক্রান্ত পায়ের ক্ষত পটাশের পানি দ্বারা ধুয়ে দেওয়ার পর সুমিড ভেট পাউডার দিনে ৩-৪ বার লাগাতে হবে ঘা না শুকানো পর্যন্ত। (2) Potassium Permenganate 5Read more
গরুর রোগ: ক্ষুরা রোগ (F.M.D) চিকিৎসা/ঔষধপত্রঃ
For a Cow (একটি গাভীর জন্য)
Rx-
(1) Pow. Sumid Vet/Sulfavet/Pow. Nilamide 10gm
ঔষধ প্রয়োগের নিয়ম: আক্রান্ত পায়ের ক্ষত পটাশের পানি দ্বারা ধুয়ে দেওয়ার পর সুমিড ভেট পাউডার দিনে ৩-৪ বার লাগাতে হবে ঘা না শুকানো পর্যন্ত।
(2) Potassium Permenganate 5 gm
ঔষধ প্রয়োগের নিয়ম: আক্রান্ত মুখ ও পা ০.০১% সলুশন করে বা কয়েকটি পটাশের দানা পানিতে ছেড়ে দিলে হালকা বেগুনী রং হলে তা দিয়ে মুখ ও পা দিনে ৩-৪ বার ধুইয়ে দিতে হবে।
(3) Inj. Salidone vet/Inj, Diadin/Sulfasol vet 30 ml × 6 vials
ঔষধ প্রয়োগের নিয়ম: ৫০ মি.লি শিরায়/মাংসে ১ম দিন এবং পরের দিন থেকে ৩০-৪০ মি.লি শিরায়/মাংসে পর পর ৩ দিন দিতে হবে।
(4) Inj. Renafen vet/Inj. Ketovet/Inj. Kopvet 10 ml × 2 vials
ঔষধ প্রয়োগের নিয়ম: ১০-১৫ মি.লি মাংসপেশীতে পর পর ২-৩ দিন।
(5) Oil of Turpentine 500 ml 1 bottle/Sol. FMD cure/Oint. Dressgel-FR
ঔষধ প্রয়োগের নিয়ম: আক্রান্ত পায়ের ক্ষুরের আশে পাশে তুলা দ্বারা লাগাতে হবে। যাতে মাছি পড়ে পোকা না দিতে পারে।
See less
জামরুলকে অনেকেই সাদা জাম বলে। হালকা মিষ্টি স্বাদের রসভরা এই ফলটি লাল রঙেরও হয়ে থাকে। প্রকৃতি যত বেশি রোদে তপ্ত থাকে জামরুল তত বেশি মিষ্টি হয়। অপরদিকে বৃষ্টিবহুল বছরে জামরুলের স্বাদ হয় পানসে।তবে হালকা লাল রঙের জামরুল খেতে অনেকটা আপেলের মত মিষ্টি হয়। জামরুলের উপকারিতা: জামরুল স্বাস্থ্যের জন্য খুবই উপকRead more
জামরুলকে অনেকেই সাদা জাম বলে। হালকা মিষ্টি স্বাদের রসভরা এই ফলটি লাল রঙেরও হয়ে থাকে। প্রকৃতি যত বেশি রোদে তপ্ত থাকে জামরুল তত বেশি মিষ্টি হয়। অপরদিকে বৃষ্টিবহুল বছরে জামরুলের স্বাদ হয় পানসে।তবে হালকা লাল রঙের জামরুল খেতে অনেকটা আপেলের মত মিষ্টি হয়।
জামরুলের উপকারিতা:
জামরুল স্বাস্থ্যের জন্য খুবই উপকারি। জেনে নেয়া যাক, জামরুল খেলে আপনি কী কী উপকার পেতে পারেন।
১. ক্যান্সার প্রতিরোধের উপাদান সমৃদ্ধ জামরুল ক্যান্সারের ঝুঁকি কমায়।
২. জামরুলে আছে ভিটামিন সি এবং ফাইবার, যা হজমশক্তি বাড়াতে সহায়তা করে।
৩. কোলেস্টেরলের মাত্রা কমাতে জামরুল খুবই উপকারী একটি ফল।
৪. জামরুল ভেষজগুণ সমৃদ্ধ ফল। বাত নিরাময়ে এটি ব্যবহার করা হয়।
৫. চোখের নিচের কালো দাগ দূর করতেও জামরুলের ভূমিকা অনন্য।
৬. প্রতিদিন একটি তাজা জামরুল খেলে আপনার পুষ্টিহীনতা কিছুটা হলেও পূরণ করা সম্ভব।
৭. জামরুল ডায়াবেটিসের মাত্রা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করে।
৮. জামরুল মস্তিষ্ক ও লিভারের যত্নে টনিক হিসাবে কাজ করে।
See less