গোসলের ফরজ মোট ৩টি। যথা- ১. রোজাদার না হলে গড়গড়ার সহিত কুলি করা ২. নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো। ৩. সমস্ত শরীরে পানি পৌঁছানো। মহিলাদের নাকের ও কানের ছিদ্রেও পানি পৌঁছাতে হবে।
গোসলের ফরজ মোট ৩টি। যথা-
১. রোজাদার না হলে গড়গড়ার সহিত কুলি করা
২. নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো।
৩. সমস্ত শরীরে পানি পৌঁছানো। মহিলাদের নাকের ও কানের ছিদ্রেও পানি পৌঁছাতে হবে।
See less
ঘুমন্ত অবস্থায় অনেকে কথা বলে, এটা এক ধরনের ঘুমের ত্রুটি। বিজ্ঞানের ভাষায় একে প্যারাসমনিয়া বলে। আধো ঘুম আধো জাগরনে এই ব্যাপারটা ঘটে। সাধারন অবস্থায় যে বা যারা ঘুমে বকবক করে, পরেরদিন সকালে এর কিছুই মনে থাকেনা। অনেকে আবার বিছানা থেকে নেমে হাটাহাটিও করে। এটাকে কোন মানষিক সমস্যা ভাবা ঠিক নয়। বাচ্চাদের মাRead more
ঘুমন্ত অবস্থায় অনেকে কথা বলে, এটা এক ধরনের ঘুমের ত্রুটি। বিজ্ঞানের ভাষায় একে প্যারাসমনিয়া বলে। আধো ঘুম আধো জাগরনে এই ব্যাপারটা ঘটে। সাধারন অবস্থায় যে বা যারা ঘুমে বকবক করে, পরেরদিন সকালে এর কিছুই মনে থাকেনা। অনেকে আবার বিছানা থেকে নেমে হাটাহাটিও করে। এটাকে কোন মানষিক সমস্যা ভাবা ঠিক নয়। বাচ্চাদের মাঝেই এর প্রবনতা বেশি। আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তেমন কোন চিকিৎসার প্রয়োজন হয় না।
আমেরিকান অ্যাকাডেমি অফ স্লিপ মেডিসিন-এর মতে যারা অবসাদে ভোগেন, বা জ্বরবিকারগ্রস্ত বা কোনও কিছু থেকে নিজেকে বঞ্চিত মনে করেন, তাঁদেরই ঘুমের মধ্যে কথা বলার প্রবণতা থাকে। আবার জিনগত ভাবেও অনেকে ঘুমিয়ে কথা বলেন। পুরুষ এবং শিশুদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যায়।
See less