নিমগাছের বাকল ও শিকড় ঔষধি গুণসম্পন্ন। নিমপাতা ব্যাকটেরিয়া প্রতিরোধ করতে পারে। চামড়ার ইনফেকশন রোধে এছাড়া ব্রুণ, চুলকানি ও এলার্জি রোধে নিমপাতা অনেক উপকারি। এছাড়া শরীরের ব্যাথা, কেঁটে গেলে, পুড়ে গেলে, কান ব্যাথা, মচকানো, মাথা ব্যাথা, জ্বর কমাতে নিমপাতা ব্যবহার করলে অনেক উপকার পাওয়া যায়। চলুন তাRead more
নিমগাছের বাকল ও শিকড় ঔষধি গুণসম্পন্ন। নিমপাতা ব্যাকটেরিয়া প্রতিরোধ করতে পারে। চামড়ার ইনফেকশন রোধে এছাড়া ব্রুণ, চুলকানি ও এলার্জি রোধে নিমপাতা অনেক উপকারি। এছাড়া শরীরের ব্যাথা, কেঁটে গেলে, পুড়ে গেলে, কান ব্যাথা, মচকানো, মাথা ব্যাথা, জ্বর কমাতে নিমপাতা ব্যবহার করলে অনেক উপকার পাওয়া যায়।
চলুন তাহলে জেনে নেই নিমপাতার অসাধারন গুনাগুন ও উপকারিতা সম্পর্কে। যথা-
১। ম্যালেরিয়া দূর করতে
নিম পাতা ম্যালেরিয়ার জন্য অনেক উপকারি। নিম পাতার নির্যাস ব্যবহারে ম্যালেরিয়া ভাল হয়। পানি বা এলকোহল মিশ্রিত নিম পাতার নির্যাস ব্যবহারে একই ধরনের ফল পাওয়া যায়।
২। মানসিক চাপ ও অশান্তি দূর করতে
যাদের বেশি মানসিক চাপ ও অশান্তি তাদের নিম্পাতার রস নিয়মিত পান করা উচিত। কারন অল্প পরিমাণ নিম পাতার নির্যাস খেলে মানসিক চাপ ও মানসিক অশান্তি কমে যায়।
৩। এইডসের মহা ঔষধ হিসেবে
নিম গাছের বাকল হতে আহরিত রস এইডস ভাইরাসকে মারতে সক্ষম। নিম পাতার রস অথবা পুরু পাতা অথবা নিম পাতার চা পান করলে এইডস রোগের কোন ঝুকি থাকে না।
৪। আলসার নিরাময়ে
নিম পাতার রস ও নিম বীজ হতে আসা রস খেলে পেপটিক ও ডিওডেনাল আলসার ভাল হয়।
৫। জন্ডিসের রোগ প্রতিকারে
২৫-৩০ ফোঁটা নিম পাতার রস একটু মধুর সাথে মিশিয়ে সকালে খালি পেটে খেলে জন্ডিস রোগ থেকে মুক্তি পাওয়া যায়।
৬। লাল মেহরোগ দূর করতে
নিম মূলের ছালের রস ও কাঁচা দুধ মিশিয়ে কিছুদিন খেলে লাল মেহরোগ ভাল হয়।
See less
আষাঢ় শ্রাবন মানে না তো মন, গানের লিরিক্সটি নিম্নরূপ- আষাঢ় শ্রাবন মানে না তো মন, ঝর ঝর ঝর ঝর ঝরেছে, তয়ামকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। আষাঢ় শ্রাবন মানে না তো মন। আষাঢ় শ্রাবন মানে না তো মন, ঝর ঝর ঝর ঝর ঝরেছে, তয়ামকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। আষাঢ় শ্রাবন মানে না তো মন। আলোর তরীটRead more
আষাঢ় শ্রাবন মানে না তো মন, গানের লিরিক্সটি নিম্নরূপ-
আষাঢ় শ্রাবন মানে না তো মন,
See lessঝর ঝর ঝর ঝর ঝরেছে,
তয়ামকে আমার মনে পড়েছে,
তোমাকে আমার মনে পড়েছে।
আষাঢ় শ্রাবন মানে না তো মন।
আষাঢ় শ্রাবন মানে না তো মন,
ঝর ঝর ঝর ঝর ঝরেছে,
তয়ামকে আমার মনে পড়েছে,
তোমাকে আমার মনে পড়েছে।
আষাঢ় শ্রাবন মানে না তো মন।
আলোর তরীটি বেয়ে দিন চলে যায়,
আধারের মন জ্বলে তারায় তারায়।
আলোর তরীটি বেয়ে দিন চলে যায়,
আধারের মন জ্বলে তারায় তারায়।
আমার এ মন কেন শুধু আকুলায়,
বরষন যেন কোথা হয়েছে।
তোমাকে আমার মনে পড়েছে।
তোমাকে আমার মনে পড়েছে।
আষাঢ় শ্রাবন মানে না তো মন,
ঝর ঝর ঝর ঝর ঝরেছে,
তয়ামকে আমার মনে পড়েছে,
দিও না কখন ও কিছু দিও না আমায়,
সবকিছু পাওয়া হবে পেলে গো তোমায়।
দিও না কখন ও কিছু দিও না আমায়,
সবকিছু পাওয়া হবে পেলে গো তোমায়।
চোখের জলেতে বেয়ে সুখ এলো তাই,
আজ মন মোহনাতে মিশেছে,
তোমাকে আমার মনে পড়েছে,
তোমাকে আমার মনে পড়েছে।
আষাঢ় শ্রাবন মানে না তো মন,
ঝর ঝর ঝর ঝর ঝরেছে,
তয়ামকে আমার মনে পড়েছে,
তোমাকে আমার মনে পড়েছে।
আষাঢ় শ্রাবন মানে না তো মন।