Sign Up to our social questions and Answers Engine to ask questions, answer people’s questions, and connect with other people.
Login to our social questions & Answers Engine to ask questions answer people’s questions & connect with other people.
আপনার পাসওয়ার্ড ভুলেগেছেন? তাহলে আপনার ইমেইল এড্রেসটি লিখুন।প্রথমত, একটি কনফার্মেশন লিঙ্ক সহ ইমেইল যাবে উক্ত লিঙ্কে ক্লিক করে কনফার্ম করতে হবে।দ্বিতীয়ত, আরও একটা মেইল যাবে, যেখানে আপনার নতুন পাসওয়ার্ড উল্লেখ করা থাকবে, সেই পাসওয়ার্ড ব্যবহার করে আপনি লগিন করতে পারবেন।(বিঃদ্রঃ আপনার ইনবক্সে মেইল না পৌঁছালে স্প্যাম ফোল্ডার চেক করুন)
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
ছাগলের বাচ্চার ব্যবস্থাপনা সম্পর্কে কোন পরামর্শ দিবেন কি?
বাচ্চা ছাগল ব্যবস্থাপনাঃ ১→ সাধারণত দু'সপ্তাহ বয়স থেকেই বাচ্চারা কাঁচা ঘাস বা লতাপাতা খেতে আরম্ভ করে। তাই এদের নাগালের মধ্যে কিছু কিছু কচি ঘাস, লতাপাতা এবং দানাদার খাদ্য রাখতে হয়। এতে এরা আস্তে আস্তে কঠিন খাদ্য খেতে অভ্যস্ত হয়। এসময় বাচ্চাদের জন্য প্রচুর উন্মুক্ত আলো-বাতাসের ব্যবস্থা করা প্রয়োজRead more
বাচ্চা ছাগল ব্যবস্থাপনাঃ
১→ সাধারণত দু’সপ্তাহ বয়স থেকেই বাচ্চারা কাঁচা ঘাস বা লতাপাতা খেতে আরম্ভ করে। তাই এদের নাগালের মধ্যে কিছু কিছু কচি ঘাস, লতাপাতা এবং দানাদার খাদ্য রাখতে হয়। এতে এরা আস্তে আস্তে কঠিন খাদ্য খেতে অভ্যস্ত হয়। এসময় বাচ্চাদের জন্য প্রচুর উন্মুক্ত আলো-বাতাসের ব্যবস্থা করা প্রয়োজন।.
২→ গ্রীষ্মকালে দিনের বেলা গাছের নিচে পরিমাণমতো জায়গায় বেড়া দিয়ে বাচ্চা পালন করা যায়। এতে এরা একদিকে পর্যাপ্ত ছায়া পেতে পারে। অন্যদিকে, দৌড়াদৌড়ি এবং ব্যয়াম করারও প্রচুর সুযোগ পায় যা তাদের স্বাস্থ্যরক্ষার জন্য অত্যন্ত দরকারী।
৩→ প্রতিটি বাচ্চা ছাগলকে জন্মের প্রথম সপ্তাহে দৈনিক ৩০০-৩২৫ মি.লি. দুধ ৩-৪ বারে পান করাতে হবে। ধীরে ধীরে দুধের পরিমাণ বৃদ্ধি করে ৬-৭ সপ্তাহে তা ৭৫০-৮৫০ মি.লি.-এ উন্নীত করতে হবে।
৪→ দুধের বিকল্প খাদ্য ৩ সপ্তাহ বয়সের পর খেতে দেয়া যেতে পারে। ৩ সপ্তাহ থেকে ৩ মাস বয়স পর্যন্ত বাচ্চাকে দিনে দুবেলা দুধ বা দুধের বিকল্প খাদ্য সরবরাহ করতে হবে। ১০-১১ সপ্তাহে দৈনিক দুধ সরবরাহের পরিমাণ ২০০-১০০ মি.লি. নামিয়ে আনতে হবে। এসময় দৈনিক ৩০০-৩৫০ গ্রাম দানাদার খাদ্য ও প্রচুর কচি ঘাস, লতাপাতা সরবরাহ করতে হবে।
৫→ ৩-৪ মাস বয়সে দুধ পান করানো পুরোপুরি বন্ধ করে দিতে হবে। কারণ, এসময় বাচ্চা বড় হয়ে যায় এবং কঠিন খাদ্যদ্রব্য খাওয়ার জন্য এদের পাকস্থলী পুরোপুরিভাবে তৈরি হয়ে যায়।
৬→ প্রজননের কাজে ব্যবহারের উদ্দেশ্য না থাকলে ২-৩ মাস বয়সেই পুরুষ বাচ্চাগুলোকে খাসি করে দিতে হবে। কারণ, এটা প্রমাণিত সত্য যে, খাসি করলে মাংসের গুণাগুণ বৃদ্ধি পায়। অন্যথায় এদেরকে স্ত্রী বাচ্চার (doe kid) কাছ থেকে আলাদা করে পালন করতে হবে।
৭→ শরৎ ও হেমন্ত কালে ছাগলের মৃত্যুহার অত্যধিক বেশি থাকে। এসময় কৃমির আক্রমণ দেখা দিতে পারে। তাছাড়া নিউমোনিয়া (Pneumonia) এবং এন্টারোটক্সিমিয়া (Enterotoxaemia) ব্যাপক হারে দেখা দিতে পারে। তাই এসময় সতর্কতা অবলম্বন করা উচিত। বাচ্চার বয়স দু’সপ্তাহ হলে প্রথম বার এবং দু’মাস পূর্ণ হলে দ্বিতীয় বার নির্ধারিত মাত্রায় কৃমির ওষুধ সেবন করাতে হবে।
গরু কত মাসে হিটে আসে?
একটি গরু সাধারনত ১৭-২৪ মাস বয়সে প্রথমবার হিটে আসে এবং উক্ত গাভী গরু বাচ্চা প্রসবের ১-২ মাসের মধ্যে পুনরায় আবার হিটে আসে। তবে, গরু যদি বাচ্চা প্রসবের ৩-৩.৫ মাসের মধ্যে পুনরায় হিটে না আসে তাহলে বুঝতে হবে গরুর প্রজনন স্বাস্থ্যে কোন সমস্যা হয়েছে।
একটি গরু সাধারনত ১৭-২৪ মাস বয়সে প্রথমবার হিটে আসে এবং উক্ত গাভী গরু বাচ্চা প্রসবের ১-২ মাসের মধ্যে পুনরায় আবার হিটে আসে।
তবে, গরু যদি বাচ্চা প্রসবের ৩-৩.৫ মাসের মধ্যে পুনরায় হিটে না আসে তাহলে বুঝতে হবে গরুর প্রজনন স্বাস্থ্যে কোন সমস্যা হয়েছে।
See lessগরুর বয়স বোঝার উপায় কী?
২ ভাবে গরুর বয়স বোঝা যায়। ১) গরুটির দাঁত দেখে। ২) গরুর শিঁং দেখে। গরুটির দাঁত দেখে বয়স নির্ণয়ঃ গরুর বাচ্চা প্রসব হওয়ার সময় থেকে মুরু করে বাছুরের ১ সপ্তাহ বয়সে সামনের অস্থায়ী দাঁত গজায় এবং ৫-৬ মাসের মধ্যে অস্থায়ী দাঁত সবগুলো উঠে যায়। গবাদিপশুর যখন দুটি স্থায়ী দাঁত ওঠে তখন পশুটির বয়স হবে ১৯-২৪ মাস অর্Read more
২ ভাবে গরুর বয়স বোঝা যায়।
১) গরুটির দাঁত দেখে। ২) গরুর শিঁং দেখে।
গরুটির দাঁত দেখে বয়স নির্ণয়ঃ
গরুর বাচ্চা প্রসব হওয়ার সময় থেকে মুরু করে বাছুরের ১ সপ্তাহ বয়সে সামনের অস্থায়ী দাঁত গজায় এবং ৫-৬ মাসের মধ্যে অস্থায়ী দাঁত সবগুলো উঠে যায়। গবাদিপশুর যখন দুটি স্থায়ী দাঁত ওঠে তখন পশুটির বয়স হবে ১৯-২৪ মাস অর্থাৎ গরুর বয়স ২ বছর। এর পর প্রতি ৬ মাস অন্তর অন্তর এক জোড়া করে স্থায়ী দাঁত উঠে।
অস্থায়ী ও স্থায়ী দাঁতের মধ্যে পার্থক্য হলো দাঁতগুলো কিছুটা সরু, দুই দাঁতের মাঝে ফাঁকা থাকবে এবং স্থায়ী দাঁত মোটা হয়ে ওঠবে এবং দুই দাঁতের গোড়ায় কোন ফাঁকা থাকবে না।
গরুর শিঁং দেখে বয়স নির্ণয়ঃ
শিং এ গোলাকার রিং দেখে প্রতি রিংয়ের সংখ্যা এর সাথে ১ বছর যোগ করলে গরুর বয়স বোঝা যায়।
See lessএকটি গরু কত বছর বাঁচে?
সাধারণত গরুর গড় আয়ু ১২ বছর হয়ে থাকে।
সাধারণত গরুর গড় আয়ু ১২ বছর হয়ে থাকে।
See lessছাগলের পিপিআর রোগের টিকা কোথায় পাওয়া যায়?
বাংলাদেশের যেকোন উপজেলা প্রাণিসম্পদ অফিসে এই টিকার সরবরাহ পাওয়া যায়। বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনিস্টিটিউট (BLRI) এই রোগের টিকা উৎপাদন করে। এই টিকা তৈরি মুল উপাদান হল মাস্টার সীড (Master sheet)। যেটি তৈরি করেছেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষ্পনা ইনষ্টিটিউট (BLRI)।এই মাষ্টার সিড থেকে ঢাকার মহাখালীস্থ পRead more
বাংলাদেশের যেকোন উপজেলা প্রাণিসম্পদ অফিসে এই টিকার সরবরাহ পাওয়া যায়।
বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনিস্টিটিউট (BLRI) এই রোগের টিকা উৎপাদন করে।
এই টিকা তৈরি মুল উপাদান হল মাস্টার সীড (Master sheet)। যেটি তৈরি করেছেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষ্পনা ইনষ্টিটিউট (BLRI)।এই মাষ্টার সিড থেকে ঢাকার মহাখালীস্থ প্রাণিসম্পদ গবেষনা প্রতিষ্ঠান (LRI) একটি জঠিল প্রক্রিয়ার (Tissue culture by Vero cell i.e; African Green Monkey Kidney Cell) মাধ্যমে খামারীদের জন্য এই টিকা তৈরি করে থাকেন।
See lessছাগলের পিপিআর ভ্যাকসিনের দাম কত?
ছাগলের পিপিআর ভ্যাকসিনের প্রতি ভায়েলের নির্ধারিত মূল্য ৫০ টাকা মাত্র (২০২১ অনুযায়ী)। প্রতি ভায়েলে ১০০ মাত্রা টিকা এবং ১০০ মাত্রা ডাইল্যুয়েন্ট থাকে।যা দিয়ে সর্বোচ্চ ১০০ টি ছাগলকে টিকা প্রদান করা যায়। সাধারনত ডিপ ফ্রিজে -২০˙সেঃ তাপমাত্রায় ১ বৎসর পর্যন্ত এই টিকা গুনগত মান অক্ষুন্ন থাকে তবে এটি ৫˙সেঃ হতRead more
ছাগলের পিপিআর ভ্যাকসিনের প্রতি ভায়েলের নির্ধারিত মূল্য ৫০ টাকা মাত্র (২০২১ অনুযায়ী)।
প্রতি ভায়েলে ১০০ মাত্রা টিকা এবং ১০০ মাত্রা ডাইল্যুয়েন্ট থাকে।যা দিয়ে সর্বোচ্চ ১০০ টি ছাগলকে টিকা প্রদান করা যায়।
সাধারনত ডিপ ফ্রিজে -২০˙সেঃ তাপমাত্রায় ১ বৎসর পর্যন্ত এই টিকা গুনগত মান অক্ষুন্ন থাকে তবে এটি ৫˙সেঃ হতে ০˙সেঃ তাপমাত্রায় ৬মাস সংরক্ষন করা যায়।কুলভ্যান বা ফ্লাক্সে পর্যাপ্ত বরফ দিয়ে এই টিকা পরবহন করতে হয়।
See lessছাগলের কত দিনে বাচ্চা হয়?
সেটা উক্ত ছাগলে জাতের উপর নির্ভর করবে। আপনি কোন ছাগলের সম্পর্কে জানতে চাচ্ছেন? দেশি ছাগল 14 মাসে 2 বার বাচ্চা প্রসব করে। রাম ছাগল বা যমুনাপুরি ছাগল 12 মাসে 1 বার বাচ্চা প্রসব করে। বিটল ছাগল 12 মাসে 1 বার বাচ্চা প্রসব করে। শিরহি ছাগল 12 মাসে 2 বার বাচ্চা প্রসব করে। বোয়ার 12 মাসে 1 বার বাচ্চা প্রসব করRead more
সেটা উক্ত ছাগলে জাতের উপর নির্ভর করবে। আপনি কোন ছাগলের সম্পর্কে জানতে চাচ্ছেন?
- দেশি ছাগল 14 মাসে 2 বার বাচ্চা প্রসব করে।
- রাম ছাগল বা যমুনাপুরি ছাগল 12 মাসে 1 বার বাচ্চা প্রসব করে।
- বিটল ছাগল 12 মাসে 1 বার বাচ্চা প্রসব করে।
- শিরহি ছাগল 12 মাসে 2 বার বাচ্চা প্রসব করে।
- বোয়ার 12 মাসে 1 বার বাচ্চা প্রসব করে।
- বারবারি বছরে 1 বার বাচ্চা প্রসব করে।
See lessকোন ছাগল বেশি বাচ্চা দেয়?
বাংলাদেশে পালনযোগ্য কোন জাতের ছাগল কত সময়ে কি পরিমাণ বাচ্চা দেয়, তার বর্ণনা নিচে উল্লিখিত পোষ্টে ইতিমধ্যে দেওয়া আছে, লিংক থেকে দেখে নিন। https://inbangla.net/কোন-ছাগল-বেশি-বাচ্চা-দেয়/
বাংলাদেশে পালনযোগ্য কোন জাতের ছাগল কত সময়ে কি পরিমাণ বাচ্চা দেয়, তার বর্ণনা নিচে উল্লিখিত পোষ্টে ইতিমধ্যে দেওয়া আছে, লিংক থেকে দেখে নিন।
https://inbangla.net/কোন-ছাগল-বেশি-বাচ্চা-দেয়/
See lessকোন জাতের ছাগল ভালো?
সবচেয়ে সেরা ৫ টি উন্নত ছাগলের জাত হলো: ব্ল্যাক বেঙ্গল শিরোহি বারবারি যমুনাপাড়ি বোয়ার বিটল
সবচেয়ে সেরা ৫ টি উন্নত ছাগলের জাত হলো:
- ব্ল্যাক বেঙ্গল
- শিরোহি
- বারবারি
- যমুনাপাড়ি
- বোয়ার
- বিটল
See lessখাসি আর ছাগলের পার্থক্য কি?
খাসি এবং পাঠা দুটোই পরুষ ছাগল। নিচে খাসি ও পাঠার পার্থক্য বর্ণনা করা হলো: খাসি: যে সমস্ত পুরুষ ছাগলের জন্মের পরে তার লিঙ্গের অন্ডকোষ কেটে ফেলে, প্রজনন ক্ষমতা নষ্ট করা করে দেওয়া হয় তাদের খাসি ছাগল বলে। যেহেতু প্রজনন অক্ষম হয়, তাই তাদের প্রজনেন জন্য সিমেন/বীর্য তৈরি হয় না বরং সেই পুষ্টিগুলো তার শরীরRead more
খাসি এবং পাঠা দুটোই পরুষ ছাগল। নিচে খাসি ও পাঠার পার্থক্য বর্ণনা করা হলো:
খাসি:
যে সমস্ত পুরুষ ছাগলের জন্মের পরে তার লিঙ্গের অন্ডকোষ কেটে ফেলে, প্রজনন ক্ষমতা নষ্ট করা করে দেওয়া হয় তাদের খাসি ছাগল বলে।
যেহেতু প্রজনন অক্ষম হয়, তাই তাদের প্রজনেন জন্য সিমেন/বীর্য তৈরি হয় না বরং সেই পুষ্টিগুলো তার শরীর গঠনের কাজে লেগে যায়, মেয়ে ছাগলের দিকে মনযোগ না দিয়ে খাওয়া দাওয়া করে, ফলে খাসি মোটাতাজা হয় ও মাংস অনেক সুস্বাদু হয়।
পাঠা:
যে সকল পুরুষ ছাগলের জন্মের পরে তার লিঙ্গের অন্ডকোষ না কেটে অক্ষুন্ন রাখা হয়, যাতে করে তাকে দ্বার প্রজনন করানো যায় হয় তাদের পাঠা ছাগল বলে।
পাঠাকে দেখতে অনেক লোমশ হয়, এদের শরীর থেকে গন্ধ ছড়ায়, মেয়ে ছাগলদের আকর্ষিত করাার চেষ্টা করে থাকে। এদেরকে বিশেষ ভাবে খাবারের যত্ন নেওয়া হয় যাতে শরীরর সুস্থ সবল থাকে এবং সফলভাবে প্রজনন চালিয়ে যেতে পারে।
See less