কার্যকারিতার দিক থেকে হাব প্রধানত দুই প্রকার। যথা- ১. সক্রিয় হাব (Active Hub): সক্রিয় হাব সংকেতের মানকে বৃদ্ধি করে এবং মূল সংকেত থেকে অপ্রয়োজনীয় সংকেত বাদ দিয়ে প্রয়োজনীয় সংকেত প্রেরণ করে। ২. নিষ্ক্রিয় হাব (Possive Hub): নিষ্ক্রিয় হাব কেবলমাত্র কম্পিউটারসমূহের মধ্যে তথ্য আদান-প্রদান করে। এটি সংকেতেরRead more
কার্যকারিতার দিক থেকে হাব প্রধানত দুই প্রকার। যথা-
১. সক্রিয় হাব (Active Hub): সক্রিয় হাব সংকেতের মানকে বৃদ্ধি করে এবং মূল সংকেত থেকে অপ্রয়োজনীয় সংকেত বাদ দিয়ে প্রয়োজনীয় সংকেত প্রেরণ করে।
২. নিষ্ক্রিয় হাব (Possive Hub): নিষ্ক্রিয় হাব কেবলমাত্র কম্পিউটারসমূহের মধ্যে তথ্য আদান-প্রদান করে। এটি সংকেতের মানকে বৃদ্ধি করে না। এ কারণে এ সকল হাবকে Active device-এর সাথে যুক্ত করে দেওয়া হয়।
See less
4GL হলো চতুর্থ প্রজন্মের ভাষা (4th Generation Language)। কম্পিউটারে সহজে ব্যবহারের জন্য বিশেষ ভাষাকে চতুর্থ প্রজন্মের ভাষা বা অতি উচ্চস্তরের ভাষাও বলা হয়। রিপোর্ট ও পর্দায় ফলাফলের গঠন, ডাটা রেকর্ড, ইনপুট, ডেটা নির্দিষ্টকরণে সরকারি নির্দেশ ব্যবহারের ক্ষমতা চতুর্থ প্রজন্মের ভাষার বৈশিষ্ট্য। প্রধানত বRead more
4GL হলো চতুর্থ প্রজন্মের ভাষা (4th Generation Language)। কম্পিউটারে সহজে ব্যবহারের জন্য বিশেষ ভাষাকে চতুর্থ প্রজন্মের ভাষা বা অতি উচ্চস্তরের ভাষাও বলা হয়।
রিপোর্ট ও পর্দায় ফলাফলের গঠন, ডাটা রেকর্ড, ইনপুট, ডেটা নির্দিষ্টকরণে সরকারি নির্দেশ ব্যবহারের ক্ষমতা চতুর্থ প্রজন্মের ভাষার বৈশিষ্ট্য। প্রধানত বাণিজ্যিক প্রয়োগের জন্য ব্যবহৃত এসব ভাষাকে অনেক সময়ই অ্যাপ্লিকেশন জেনারেটর বলা হয়।
এ ভাষায় ইংরেজি ভাষার মতো নির্দেশ দিয়ে কম্পিউটার ব্যবহারকারী ডাটাবেজ এর সাথে সংযোগ স্থাপন এবং ডাটা আদান-প্রদান করতে পারেন। চতুর্থ প্রজন্মের ভাষায় কথোপকথন রীতিতে প্রশ্নোত্তরের মাধ্যমে কম্পিউটারের সাথে ব্যবহারকারীর যোগাযোগের ব্যবস্থা থাকে।
ডাটাবেজ ম্যানেজমেন্ট এর সাথে সংশ্লিষ্ট কুয়েরি এবং রিপোর্ট জেনারেটর সঞ্চালনের জন্য ব্যবহৃত ভাষা সমূহ চতুর্থ প্রজন্মের ভাষা হিসেবে বিবেচনা করা হয়। যেমন- Structured Query Language (SQL)।
See less