কম্পিউটার অর্থ: গ্রিক শব্দ Compute অর্থ হিসাব বা গণনা করা। এই Compute শব্দ থেকে Computer শব্দটি এসেছে। Computer শব্দের অর্থ গণনাকারী যন্ত্র। কম্পিউটার কাকে বলে: অর্থাৎ, কম্পিউটার এমন একটি যন্ত্র যার সাহায্য অনেক তথ্য-উপাত্ত প্রক্রিয়াকরণ করা যায়। কম্পিউটার এমন একটি ইলেক্টোনিক যন্ত্র যার সাহায্য তথ্যRead more
কম্পিউটার অর্থ:
গ্রিক শব্দ Compute অর্থ হিসাব বা গণনা করা। এই Compute শব্দ থেকে Computer শব্দটি এসেছে। Computer শব্দের অর্থ গণনাকারী যন্ত্র।
কম্পিউটার কাকে বলে:
অর্থাৎ, কম্পিউটার এমন একটি যন্ত্র যার সাহায্য অনেক তথ্য-উপাত্ত প্রক্রিয়াকরণ করা যায়। কম্পিউটার এমন একটি ইলেক্টোনিক যন্ত্র যার সাহায্য তথ্য প্রদান, প্রক্রিয়াকরণ, আউটপুট প্রদর্শন ও তথ্য সংরক্ষন করা যায়। কম্পিউটারের মাধ্যমে জটিল হিসাব-নিকাশ থেকে শুরু করে স্থির বা চলন্ত ছবি দেখা ও শব্দ শোনা, তথ্য আদান-প্রদান করা সহ নানা ধরনের কাজ করা যায়।
সহজ কথায়, যে ইলেক্টোনিক যন্ত্র তথ্য প্রক্রিয়াকরণ করে তাকে কম্পিউটার বলা যায়।
কম্পিউটার কে আাবিষ্কার করেন:
ব্রিটিশ গণিতবিদ চার্লস ব্যাবেজ ১৮৩৩ এবং ১৮৭১ সালের মধ্যে এ ডিভাইস ডিজাইন করেছিলেন।
কম্পিউটারের কাজ কি:
বিশেষভাবে, কম্পিউটারের ৩ টি মুখ্য কাজ রয়েছে।
- প্রথম কাজ হলো, ডাটা (data) গ্রহণ করা, যাকে আমরা ইনপুট বলেও বলতে পারি।
- দ্বিতীয় কাজ হলো, গ্রহণ করা ডাটা (data) প্রসেস (process) করাটা।
- দ্বিতীয় কাজ হলো, প্রসেস করা ডাটা আমাদের দেখানোটা যাকে আমরা আউটপুট (output) বলি।
COMPUTER এর পূর্ণরুপ হলো- Commonly Operated Machine Particularly Used for Technical Education and Research, যেখানে- C = Commonly, O = Operated, M = Machine, P = Particularly, U = Used for, T =Technical, E = Education, and R = Research.
কত প্রকার ও কী কী? কম্পিউটারের প্রকারভেদ:
বর্তমান পৃথিবীর ব্যবহৃত কম্পিউটারগুলোকে অনেক ভাবে শ্রেনিবিভাগে ভাগ বা প্রকারভেদ করা যায়। যেমন-
- কাজের ধরন ও ব্যবহারের ক্ষেত্রে কম্পিউটারের প্রকারভেদ
- গঠন ও কাজের প্রকৃতি অনুসারে কম্পিউটারের শ্রেণিবিভাগ।
- ডিজিটাল কম্পিউটার বা আকার, আয়তন ও কার্যকারিতা অনুসারে কম্পিউটারের শ্রেণিবিভাগ।
কাজের ধরণ ও ব্যবহার ক্ষেত্র অনুসারে কম্পিউটার দুই ভাগে ভাগ করা যায়। যথা-
- কম্পিউটারটি বিশেষ কাজের জন্য ব্যবহার।
- কম্পিউটার টি সাধারণ কাজে ব্যবহারের জন্য।
গঠনও কাজের ধরণ বা প্রযুক্তি অনুসারে কম্পিউটার তিন প্রকার। যথা-
- অ্যানালগ কম্পিউটার (Analog computers)
- ডিজিটাল কম্পিউটার (Digital computers)
- হাইব্রিড কম্পিউটার (Hybrid computers)
আবার ডিজিটাল কম্পিউটার বা আকার, আয়তন ও কার্যকারিতা অনুসারে কম্পিউটার চার প্রকার। যথা-
- সুপার কম্পিউটার (Supur computers)
- মেইনফ্রেম কম্পিউটার (Main Frame computers)
- মিনি কম্পিউটার (Mini computers)
- মাইক্রো কম্পিউটার (Micro computers/PC)
আবার মাইক্রো কম্পিউটার পাঁচ প্রকার। যথা-
- ডেক্সটপ কম্পিউটার (DeskTop Computer)
- ল্যাপটপ কম্পিউটার (LapTop Computer)
- পামটপ কম্পিউটার (Palmtop computer)
- নোটবুক কম্পিউটার (NoteBook Computer)
- পকেট কম্পিউটার (Pocket computer)
কীবোর্ডে এই উল্টা পাল্টা শব্দ আসার সমস্যার সমাধান করা জানা থাকলে খুবই সহজ। এর জন্য আপনাকে যা করতে হবে, তা হলো- ১. কন্ট্রোল প্যানেলে গিয়ে Regional and Language অপশনে যান। ২. Keyboard and Language ট্যাব থেকে Change Keyboard-এ ক্লিক করুন। ৩. সেখান থেকে English (United States International) সিলেক্ট করেRead more
কীবোর্ডে এই উল্টা পাল্টা শব্দ আসার সমস্যার সমাধান করা জানা থাকলে খুবই সহজ। এর জন্য আপনাকে যা করতে হবে, তা হলো-
১. কন্ট্রোল প্যানেলে গিয়ে Regional and Language অপশনে যান।
২. Keyboard and Language ট্যাব থেকে Change Keyboard-এ ক্লিক করুন।
৩. সেখান থেকে English (United States International) সিলেক্ট করে Apply, Ok করুন।
See less