সফ্টওয়্যার কি: সমস্যা সমাধান বা কার্য সম্পাদনের উদ্দেশ্যে কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে সাজানো নির্দেশমালাকে প্রোগ্রাম বলে। প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি যা কম্পিউটারের হার্ডওয়্যার ও ব্যবহারকারীর মধ্যে সম্পর্ক সৃষ্টির মাধ্যমে হার্ডওয়্যারকে কার্যক্ষম করে তাকেই সফ্টওয়্যার বলে। সফ্টওয়্যার কত প্Read more
সফ্টওয়্যার কি: সমস্যা সমাধান বা কার্য সম্পাদনের উদ্দেশ্যে কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে সাজানো নির্দেশমালাকে প্রোগ্রাম বলে। প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি যা কম্পিউটারের হার্ডওয়্যার ও ব্যবহারকারীর মধ্যে সম্পর্ক সৃষ্টির মাধ্যমে হার্ডওয়্যারকে কার্যক্ষম করে তাকেই সফ্টওয়্যার বলে।
সফ্টওয়্যার কত প্রকার ও কি কি: কম্পিউটারের সফ্টওয়্যারকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। যথা-
১. সিস্টেম সফ্টওয়্যার: সিস্টেম সফ্টওয়্যার কম্পিউটারের বিভিন্ন ইউনিটের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে ব্যবহারিক প্রোগ্রাম নির্বাহের জন্য কম্পিউটারের সামর্থ্যকে সার্থকভাবে নিয়োজিত রাখে।
২. এপ্লিকেশন সফ্টওয়্যার: ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের জন্য ব্যবহিত প্রোগ্রামকে অ্যাপ্লিকেশন সফ্টওয়্যার বলে। ব্যবহারিক সমস্যা সমাধানের জন্য অনেক রকম তৈরি প্রোগ্রাম বাণিজ্যিক পণ্য হিসেবে পাওয়া যায়, যাকে সাধারণত প্যাকেজ প্রোগ্রামও বলা হয়।
See less
ওয়্যারলেস (Wireless) মানে হচ্ছে তারবিহীন সংযোগ এবং অপারেটর (Operator) মানে হচ্ছে পরিচালনাকারী বা নিয়ন্ত্রণকারী। অর্থাৎ ওয়ারলেস অপারেটর হচ্ছেন একজন ব্যক্তি যিনি তারবিহীন সংযোগ নিয়ন্ত্রণ করে থাকেন। জাহাজে ওয়্যারলেস অপারেটর এর কাজ হচ্ছে রেডিও ট্রান্সমিটার নিয়ন্ত্রণ করা। জাহাজ বিপদে পড়লে বন্দরে যRead more
ওয়্যারলেস (Wireless) মানে হচ্ছে তারবিহীন সংযোগ এবং অপারেটর (Operator) মানে হচ্ছে পরিচালনাকারী বা নিয়ন্ত্রণকারী। অর্থাৎ ওয়ারলেস অপারেটর হচ্ছেন একজন ব্যক্তি যিনি তারবিহীন সংযোগ নিয়ন্ত্রণ করে থাকেন।
জাহাজে ওয়্যারলেস অপারেটর এর কাজ হচ্ছে রেডিও ট্রান্সমিটার নিয়ন্ত্রণ করা। জাহাজ বিপদে পড়লে বন্দরে যোগাযোগ করে সাহায্য চাওয়া অথবা এক জাহাজ থেকে অন্য জাহাজে যোগাযোগের জন্য রেডিও ট্রান্সমিটার ব্যবহার করা হয়।
এক্ষেত্রে ওয়্যারলেস অপারেটর ট্রান্সমিটার এর মাধ্যমে বার্তা পাঠায় এবং রিসিভার এর মাধ্যমে বার্তা গ্রহণ করে।
বিমানের ফ্লাইট পরিচালনার ক্ষেত্রেও ওয়্যারলেস অপারেটর একই কাজ করে থাকেন। পুলিশ এবং সেনাবাহিনীতেও ওয়্যারলেস অপারেটর রয়েছে। তাদেরও কাজ বার্তা আদান-প্রদান করা।
See less