ওয়্যারলেস (Wireless) মানে হচ্ছে তারবিহীন সংযোগ এবং অপারেটর (Operator) মানে হচ্ছে পরিচালনাকারী বা নিয়ন্ত্রণকারী। অর্থাৎ ওয়ারলেস অপারেটর হচ্ছেন একজন ব্যক্তি যিনি তারবিহীন সংযোগ নিয়ন্ত্রণ করে থাকেন। জাহাজে ওয়্যারলেস অপারেটর এর কাজ হচ্ছে রেডিও ট্রান্সমিটার নিয়ন্ত্রণ করা। জাহাজ বিপদে পড়লে বন্দরে যRead more
ওয়্যারলেস (Wireless) মানে হচ্ছে তারবিহীন সংযোগ এবং অপারেটর (Operator) মানে হচ্ছে পরিচালনাকারী বা নিয়ন্ত্রণকারী। অর্থাৎ ওয়ারলেস অপারেটর হচ্ছেন একজন ব্যক্তি যিনি তারবিহীন সংযোগ নিয়ন্ত্রণ করে থাকেন।
জাহাজে ওয়্যারলেস অপারেটর এর কাজ হচ্ছে রেডিও ট্রান্সমিটার নিয়ন্ত্রণ করা। জাহাজ বিপদে পড়লে বন্দরে যোগাযোগ করে সাহায্য চাওয়া অথবা এক জাহাজ থেকে অন্য জাহাজে যোগাযোগের জন্য রেডিও ট্রান্সমিটার ব্যবহার করা হয়।
এক্ষেত্রে ওয়্যারলেস অপারেটর ট্রান্সমিটার এর মাধ্যমে বার্তা পাঠায় এবং রিসিভার এর মাধ্যমে বার্তা গ্রহণ করে।
বিমানের ফ্লাইট পরিচালনার ক্ষেত্রেও ওয়্যারলেস অপারেটর একই কাজ করে থাকেন। পুলিশ এবং সেনাবাহিনীতেও ওয়্যারলেস অপারেটর রয়েছে। তাদেরও কাজ বার্তা আদান-প্রদান করা।
See less
কার্যকারিতার দিক থেকে হাব প্রধানত দুই প্রকার। যথা- ১. সক্রিয় হাব (Active Hub): সক্রিয় হাব সংকেতের মানকে বৃদ্ধি করে এবং মূল সংকেত থেকে অপ্রয়োজনীয় সংকেত বাদ দিয়ে প্রয়োজনীয় সংকেত প্রেরণ করে। ২. নিষ্ক্রিয় হাব (Possive Hub): নিষ্ক্রিয় হাব কেবলমাত্র কম্পিউটারসমূহের মধ্যে তথ্য আদান-প্রদান করে। এটি সংকেতেরRead more
কার্যকারিতার দিক থেকে হাব প্রধানত দুই প্রকার। যথা-
১. সক্রিয় হাব (Active Hub): সক্রিয় হাব সংকেতের মানকে বৃদ্ধি করে এবং মূল সংকেত থেকে অপ্রয়োজনীয় সংকেত বাদ দিয়ে প্রয়োজনীয় সংকেত প্রেরণ করে।
২. নিষ্ক্রিয় হাব (Possive Hub): নিষ্ক্রিয় হাব কেবলমাত্র কম্পিউটারসমূহের মধ্যে তথ্য আদান-প্রদান করে। এটি সংকেতের মানকে বৃদ্ধি করে না। এ কারণে এ সকল হাবকে Active device-এর সাথে যুক্ত করে দেওয়া হয়।
See less