পানির অপর নাম জীবন। প্রোটোপ্লাজম জীবদেহের ভৌতভিত্তি। এই প্রোটোপ্লাজমের ৯০ শতাংশই পানি। পানির পরিমাণ কমে গেলে প্রোটোপ্লাজম সংকুচিত হয়ে মরে যেতে পারে। এ ছাড়া উদ্ভিদের দেহে যত বিপাকীয় বিক্রিয়া চলে তা পানির অভাবে বন্ধ হয়ে যায়। এ কারণে পানিকে ফ্লুইড অব লাইফ বলা হয়।
পানির অপর নাম জীবন। প্রোটোপ্লাজম জীবদেহের ভৌতভিত্তি। এই প্রোটোপ্লাজমের ৯০ শতাংশই পানি। পানির পরিমাণ কমে গেলে প্রোটোপ্লাজম সংকুচিত হয়ে মরে যেতে পারে। এ ছাড়া উদ্ভিদের দেহে যত বিপাকীয় বিক্রিয়া চলে তা পানির অভাবে বন্ধ হয়ে যায়। এ কারণে পানিকে ফ্লুইড অব লাইফ বলা হয়।
See less
সাইটোজেনটিক্স হলো জেনেটিক্সের একটি শাখা, যেখানে কোনও কোষের ক্রোমোসোমে সংখ্যা, কাঠামো এবং কার্যকরী পরিবর্তনগুলোর বিশ্লেষণের সাথে কাজ করে। সাইটোজেনেটিক অধ্যয়নে ক্রোমোজোমাল সংখ্যা এবং ক্রোমোজোমের কাঠামোর পার্থক্য প্রকাশ করে। তাছাড়া, ক্রোমোসোমাল অসংগতিতে ভ্রূণ নিরাপদ কিনা তা নির্ধারণ করার জন্য সাধারণতRead more
সাইটোজেনটিক্স হলো জেনেটিক্সের একটি শাখা, যেখানে কোনও কোষের ক্রোমোসোমে সংখ্যা, কাঠামো এবং কার্যকরী পরিবর্তনগুলোর বিশ্লেষণের সাথে কাজ করে।
সাইটোজেনেটিক অধ্যয়নে ক্রোমোজোমাল সংখ্যা এবং ক্রোমোজোমের কাঠামোর পার্থক্য প্রকাশ করে। তাছাড়া, ক্রোমোসোমাল অসংগতিতে ভ্রূণ নিরাপদ কিনা তা নির্ধারণ করার জন্য সাধারণত গর্ভাবস্থায় সাইটোজেনেটিক বিশ্লেষণ করা হয়।
সাইটোজেনেটিক স্টাডিজ প্রজনন আলোচনা, রোগ নির্ণয় এবং কিছু রোগের চিকিৎসার জন্য (লিউকেমিয়া, লিম্ফোমা এবং টিউমার) ইত্যাদির জন্য মূল্যবান তথ্য সরবরাহ করে।
প্রধানত ক্যারিয়োটাইপিং, এফআইএসএইচ, এসিজিএইচ ইত্যাদি ক্ষেত্রে সাইটোজেনেটিক্স ব্যবহৃত হয়।
উত্তরটি ভালো লাগলে অবশ্যই আপভোট করবেন।
ধন্যবাদ। 😍
See less