বিভাগ হিসেবে ধরলে, রংপুর বিভাগে গরুর দাম সামান্য কম হয়। সমগ্র বাংলাদেশের হিসেবে ধরলে, সদর উপজেলা গুলোতে গরুর দাম সামান্য বেশে হয়, সদর এর বাহিরের এলাকার গরু গুলোর দাম তুলনামূলক দাম সামান্য কম হয়। গরুর দাম এত কম বেশি হয় না যে তা দ্বারা আপনি লাভবান হবেন। আপনি যেই অঞ্চলে গরুর দাম সামান্য কম পাবেন, সেখানRead more
বিভাগ হিসেবে ধরলে, রংপুর বিভাগে গরুর দাম সামান্য কম হয়।
সমগ্র বাংলাদেশের হিসেবে ধরলে, সদর উপজেলা গুলোতে গরুর দাম সামান্য বেশে হয়, সদর এর বাহিরের এলাকার গরু গুলোর দাম তুলনামূলক দাম সামান্য কম হয়।
গরুর দাম এত কম বেশি হয় না যে তা দ্বারা আপনি লাভবান হবেন।
আপনি যেই অঞ্চলে গরুর দাম সামান্য কম পাবেন, সেখান থেতে গরু পরিবহন খরচ বেশি হবে। ঘুরিয়ে ফিরিয়ে একই হিসাব।
উত্তম হলো এটাই যে দাম কম-বেশির বিষয়ে চিন্তা না করে, আপনার যেখানে আপনি ভাল গরু পাবেন সেখান থেকেই কিনবেন।
See less
বাংলাদেশে ভেড়া পালন জনপ্রিয় নয়। তাই বাংলাদেশে আপনি উন্নত জাতের ভেড়া পাবেন না। ১. উন্নত জাতের ভেড়ার মাঝে আপনি ”ডরপার” ভেড়া পেতে পারেন। ডরপার ভেড়া, পৃথিবীর সবচেয়ে বাড়ন্ত জাত, পুরুষ ডরপার ১১৫~১৩৫ কেজি হয়। মহিলা ডরপার ৮০~১০৫ কেজি হয়। জন্ম কালিন ওজন ৪~৬ কেজি হয়, সাধারণত বছরে ২টা বাচ্চা হয়। ২.Read more
বাংলাদেশে ভেড়া পালন জনপ্রিয় নয়। তাই বাংলাদেশে আপনি উন্নত জাতের ভেড়া পাবেন না।
১. উন্নত জাতের ভেড়ার মাঝে আপনি ”ডরপার” ভেড়া পেতে পারেন।
ডরপার ভেড়া, পৃথিবীর সবচেয়ে বাড়ন্ত জাত, পুরুষ ডরপার ১১৫~১৩৫ কেজি হয়। মহিলা ডরপার ৮০~১০৫ কেজি হয়। জন্ম কালিন ওজন ৪~৬ কেজি হয়, সাধারণত বছরে ২টা বাচ্চা হয়।
২. ভারতীয় বড় জাতের ভেড়ার সাথে দেশীয় ভেড়ার ক্রস করে উন্নত জাতের ভেড়ার বাচ্চা উৎপাদন করা হয় স্থানীয় নাম “গাড়ল”।
যা জাতের ভেড়া দেশীয় ভেড়ার চেয়ে আকারে বড় এবং মাংস দ্বিগুণ হয়।
See less