Skip to content

 

সাঁতার না জানলে মানুষ কেন পানিতে ডুবে যায়?

সাঁতার না জানলে মানুষ কেন পানিতে ডুবে যায়

প্রিয় পাঠক বন্ধু, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই?

আজকে এখানে আলোচনা করব, জীবিত মানুষ সাঁতার না জানলে পানিতে ডুবে যায় কেনো? সেটা নিয়ে।

বিজ্ঞানী আর্কিমিডিস বহু বছর আগে একটি সূত্র আবিষ্কার করেন, সূত্রটি হলো- কোন একটি বস্তু যদি আংশিক বা সম্পূর্ণরূপে পানিতে নিমজ্জিত হয় তাহলে বস্তুটি তার সময় আয়তনের পানিকে অপসারণ করে এবং বস্তুটি যে পরিমাণ পানিকে অপসারণ করে তার ওজন যদি বস্তুটির ওজনের চেয়ে কম হয় তাহলে বস্তুটি পানিতে ডুবে যায়।

এককথায়, মানুষের শরীরের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি থাকার কারণে জীবিত মানুষ যারা সাঁতার না জানে তারা পানিতে ডুবে যায়।

মানুষ যখন পানিতে পড়ে তখন সে কিছু সময় যদি সাঁতার না জানে তাও কিছু সময় সে পানির উপর ভেসে থাকতে পারে, এর কারণ কি?

এর কারণ হচ্ছে- মানুষের যে ফুসফুস আছে সেখানে ৬ লিটারের মত অক্সিজেন জমা থাকে, তাই ৬ লিটার অক্সিজেন থাকার কারণে সে কিছু সময় পানিতে ভেসে থাকতে পারে। কিন্তু আস্তে আস্তে যখন অক্সিজেনের পরিমাণ কমতে থাকে ফুসফুস থেকে তখন মানুষ আস্তে আস্তে পানিতে ডুবে যেতে থাকে, কারণ মানুষের শরীরের ঘনত্ব তখন পানির ঘনত্বের চেয়ে বেশি হয়ে যায়।

সাধারনত কোন বস্তুর ঘনত্ব যদি পারি ঘনত্বের বেশি হয় তাহলে বস্তুটি পানিতে ভেসে থাকতে পারে না, সেটা পানিতে ডুবে যায়।

সাঁতা জানলে মানুষ কেন ডুবে না, এর কারণ কি?

এর কারণ হচ্ছে- সাঁতার জানার কারণে মানুষ হাত পা নাড়াচাড়ার মাধ্যমে শরীরকে ব্যালেন্স রাখতে পারে অর্থাৎ তার তখন তার ঘনত্ব পানির ঘনত্ব কম হয়ে যায় সে তার হাত পা নাড়ানোর মাধ্যমে তার ওজনটাকে চারদিকে ছড়িয়ে দিতে পারে এর ফলে তার ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম হওয়ার কারণে সে পানিতে ভেসে থাকতে পারে কিন্তু যখন আপনি সাঁতার কাটতে পারবেন না তখন আপনার শরীরের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি হয়ে যাওয়ার কারণেই মানুষ কিন্তু পানিতে তখন ডুবে যায়।

See also  ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানের অর্থ কি?

মানুষ পানিতে ডুবে যাওয়ার কিছুদিন পরে দেখা যায় আবার মৃত দেহ পানিতে ভেসে ওঠে, এর কারণ কি?

এর কারণ হচ্ছে- মৃতদেহ যখন পানির মধ্যে যায় তখন সেটা বাইরের সব ব্যাকটেরিয়া দ্বারা আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হতে থাকে তাছাড়া মানুষের শরীরে প্রচুর পরিমাণে পানি প্রবেশ করে, পানি প্রবেশ করার কারণে মানুষের শরীরের ঘনত্ব তখন পানির ঘনত্বের চেয়ে কম হয়ে যায় যখন মানুষের শরীরের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম হয়ে যায়, এর কারণে মৃতদেহ বা লাশ তখন আবার পানির উপরে ভেসে ওঠে।

অর্থাৎ আমার মানুষের শরীরের ঘনত্ব পানির ঘনত্ব বেশি হবার কারণে মানুষ পানিতে ডুবে যায় কিন্তু মৃত মানুষের শরীরে পানি প্রবেশ করার কারণে তার শরীর ফুলে ওঠে এতে করে তার শরীরের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম হয়ে যায় এই কারণেই মৃতদেহ আবার পানির উপরে ভেসে ওঠে সেটাই হচ্ছে কারণ।

তো আজকের আলোচনাটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।

Leave a Reply

nv-author-image

ইন বাংলা নেট সাধারণ জ্ঞান

সাধারণ জ্ঞান সম্পর্কিত যা কিছু বাংলাতে।View Author posts