Skip to content

 

Terms of Service

পরিষেবার শর্তাবলী (Terms of Service)

ইন বাংলা নেট-এ আপনাকে স্বাগতম!

এই সকল শর্তাবলী ইন বাংলা নেট ওয়েবসাইট এবং এর অন্যান্য সকল প্রকার পরিষেবা ব্যবহারের জন্য প্রযোজ্য।

সম্মতি

আপনি আমাদের ওয়েবসাইট ব্যবহার ও এর অন্যান্য পরিসেবা সমূহ গ্রহণ করেছেন মানে এই যে, আপনি আমাদের শর্তাবলী ও নীতিমালা সমূহ মেনে নিয়েছেন।

আপনি যদি এই পৃষ্ঠায় উল্লিখিত সমস্ত শর্তাবলী মেনে নিতে সম্মত না হন তবে এই ওয়েবসাইটটি ব্যবহার থেকে বিরত থাকুন৷

ব্যবহারের শর্তাবলী

ব্যবহারকারী ও ভিজিটরদের আমরা ইন বাংলা নেট এর ওয়েবসাইট, কনটেন্ট, সেবা ও অ্যাপ্লিকেশন ব্যবহারে আমাদের পরিষেবার শর্তাবলী (Terms of Service) পড়তে স্বাগত জানাই।

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ডিজিটাল ও সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম, আরএসএস ফিড—নানা পথে পাঠকেরা আমাদের কনটেন্ট পড়ার জন্য ও অসংখ্য ফিচার উপভোগ করতে আসতে পারেন। বিভিন্ন ডিভাইসের মাধ্যমে আমাদের কনটেন্টে প্রবেশ করা সম্ভব, সেসব নিছক কম্পিউটার, মুঠোফোন ও পিডিএফ এর মধ্যে সীমাবদ্ধ নয়।

আমাদের কনটেন্ট সেবা গ্রহণ করার মাধ্যমে বা কনটেন্ট, ছবি ও তথ্য দেখা বা পাঠের মাধ্যমে পাঠক ও ব্যবহারকারীরা আমাদের ওয়েবসাইটটি ব্যবহারে পরিষেবার শর্তাবলী (Terms of Service) মেনে নিচ্ছেন বলে আমরা ধরে নেব। একই সঙ্গে তাঁরা ইন বাংলা নেট-এর গোপনীয়তা নীতি (Privacy Policy) সহ অন্যান্য শর্তাবলী ও নীতিমালা মেনে নিচ্ছেন বলেও ধরে নেওয়া হবে।

ব্যবহারকারীর আপত্তি বা বক্তব্য গ্রহণ করা বা না করার এখতিয়ার ইন বাংলা নেট-এর। ইন বাংলা নেট-এর সব ব্যবহারকারীকে এই ওয়েবসাইটটির পরিষেবার শর্তাবলী (Terms of Service) মেনে চলতে হবে। তাঁরা তা না মানলে বা শর্তাবলী-পরিপন্থী কোনো কিছু ঘটলে উক্ত ব্যবহারকারীর অ্যাকাউন্ট স্থগিত করা থেকে তাঁদের ওয়েবসাইটে প্রবেশ ইত্যাদি নানা কিছুর ওপর নিষেধাজ্ঞা প্রয়োগ করা হতে পারে।

ইন বাংলা নেট-এর ওয়েবসাইটে প্রবেশ করা কিংবা অ্যাপ্লিকেশন ব্যবহার করার অর্থ হলো, পাঠক বা ব্যবহারকারীগণ ইন বাংলা নেট-এর সেবা নিচ্ছেন এবং পরিষেবার শর্তাবলী (Terms of Service) মেনে নিতে সম্মতি দিচ্ছেন। এই সেবার মধ্যে আছে লেখা, ছবি, গ্রাফিকস, অডিও, ভিডিও, আ্যপ্লিকেশন/সফটওয়্যার ইত্যাদি।

মেধাসম্পদের অধিকার

ইন বাংলা নেট-এর কনটেন্ট, লোগো, স্বত্ব, ট্রেডমার্ক, পেটেন্ট, লেখা, ছবি, গ্রাফিকস, ডোমেইন নেম, অডিও, ভিডিও এবং ইন বাংলা নেট-এর সঙ্গে সম্পর্কিত মেধাসম্পদ ও ব্র্যান্ডের অন্যান্য বৈশিষ্ট্য ও নাম ইন বাংলা নেট এবং এর লাইসেন্সধারীর মালিকানাধীন। ইন বাংলা নেট-এর কিংবা এর লাইসেন্সধারীর মেধাসম্পদে বাণিজ্যিক বা অবাণিজ্যিক কোনো উদ্দেশ্যেই ব্যবহারকারী কোনো অধিকার দাবি করতে পারবেন না। এ ছাড়া ইন বাংলা নেট-এর কনটেন্ট ব্যবহার করে ব্যবহারকারী নতুন কিছু বানাতেও পারবেন না। স্বত্ব বা মেধাসম্পদ লঙ্ঘন করা হলে ইন বাংলা নেট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা নিতে পারবে। স্বত্ব বা মেধাসম্পদ লঙ্ঘনের ঘটনা চোখে পড়লে এই ঠিকানায় ইমেইল পাঠাতে পারেন: [email protected]

আমাদের সেবা: আপনার ব্যবহার

ব্যবহারকারী ও ভিজিটরদের শুধু আইনগতভাবে বৈধ কাজে কিংবা পাঠের লক্ষ্যে ইন বাংলা নেট-এর সাইটের সেবা নিতে হবে। ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশনের অডিও-ভিজ্যুয়াল উপাদান কেবলই দেখা ও শোনার জন্য, এর বাইরে আর কিছুর জন্য ইন বাংলা নেট অনুমতি দেয় না। ইন বাংলা নেট সামাজিক মাধ্যমে তার কনটেন্ট শেয়ার করার জন্য পাঠকদের উদ্বুদ্ধ করে। তবে আমাদের কনটেন্ট সামাজিক বা ডিজিটাল মাধ্যমে অবশ্যই অবিকৃতভাবে এবং ইন বাংলা নেট-এর কনটেন্ট হিসেবে স্বীকৃতি দিয়ে পরিবেশন করতে হবে। আমাদের ওয়েবসাইট হ্যাক করা নিষিদ্ধ। কনটেন্টের নিরাপত্তা বিধানকে পাশ কাটানোও নিষিদ্ধ।

সেবাগ্রহণকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান বাণিজ্যিক বা অবাণিজ্যিক যা-ই হোন না কেন, আমাদের সেবা ব্যবহার করা যাবে কেবলই অবাণিজ্যিক উদ্দেশ্যে। ইন বাংলা নেট-এর ব্যবহারকারী ও পাঠকেরা এর সেবা ও মেধাসম্পদে প্রবেশাধিকার পান কিছু নিয়মানুগ সীমাবদ্ধতা মেনে; যেমন- ব্যবহারকারীরা বিদ্যমান সেবা কেবল ব্যক্তিগত ও অবাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করতে পারেন। বাণিজ্যিক উদ্দেশ্যে আমাদের কোনো কনটেন্ট ব্যবহার বা বিক্রি করা যাবে না, তবে ইন বাংলা নেট-এ পরিবেশিত ব্যবহারকারীর নিজের সৃষ্ট কনটেন্টের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না। ইন বাংলা নেট-এর কনটেন্ট লক্ষ্য করে ব্যবহারকারীরা উসকানিমূলক বা আক্রমণাত্মক ভাষা ও ছবি ব্যবহার বা মন্তব্য করতে পারবেন না।

কনটেন্ট সরিয়ে নেওয়া

ইন বাংলা নেট নিজের ক্ষমতাবলে ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশন থেকে যেকোনো সময় যেকোনো কনটেন্ট সরিয়ে নিতে পারে। ওয়েবসাইট বা অ্যাপ থেকে কনটেন্ট সরিয়ে নেওয়ার ক্ষেত্রে পাঠক বা ব্বহারকারীগণ ইন বাংলা নেট-এর অনুরোধ অগ্রাহ্য করতে পারবেন না। ইন বাংলা নেট বা এর সেবা প্রত্যাহার করে নিলে তা হতে পারে।

নিষিদ্ধ ও অননুমোদিত ব্যবহার

ব্যবহারকারী ইন বাংলা নেট-কে কোনো রাজনৈতিক দল, বর্ণবাদ, সাম্প্রদায়িকতা বা কোনো লিঙ্গবৈষম্যবাদী তৎপরতার সঙ্গে যুক্ত করতে পারবেন না এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারবেন না। ইন বাংলা নেট বা কোনো ব্যক্তির মানহানি, মানুষকে হেনস্তা ও নিপীড়ন, আদালতের কার্যক্রম নিয়ে আদালত অবমাননার পরিস্থিতি সৃষ্টি করার মতো আচরণ নিষিদ্ধ। অনৈতিক, আক্রমণাত্মক ও দুর্বোধ্য মন্তব্য বা ছবি আপলোড করা যাবে না। একইভাবে মন্তব্য বা ছবি পোস্ট করার মাধ্যমে ব্যক্তিগত আক্রমণও করা যাবে না।

ব্যবহারকারীর ডিভাইসের সুরক্ষা

এ ক্ষেত্রে ব্যবহারকারীদের নিজের সুরক্ষা নিজেদের নিশ্চিত করতে হবে। ভাইরাস, ম্যালওয়্যার বা এ-জাতীয় ক্ষতিকর কোনো কিছুর আক্রমণে ডিভাইসের ক্ষতি হলে তার দায় ইন বাংলা নেট নেবে না। তৃতীয় পক্ষের কনটেন্টে প্রবেশ করার কারণে ডিভাইসের ক্ষতি হলে ইন বাংলা নেট সে জন্য দায়ী হবে না। এর মধ্যে গুগলের বিজ্ঞাপন থাকতে পারে, তবে ব্যাপারটা শুধু এটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়। যে কনটেন্ট ইন বাংলা নেট সৃষ্টি করেনি, তা ইন বাংলা নেট-এর ওয়েবসাইটে প্রদর্শিত হলেও তৃতীয় পক্ষের কনটেন্ট হিসেবে বিবেচিত হবে।

তৃতীয় পক্ষের কনটেন্ট

তৃতীয় পক্ষের কনটেন্ট, অর্থাৎ যে কনটেন্ট ইন বাংলা নেট সৃষ্টি করেনি, ইন বাংলা নেট কোনোভাবেই তার দায় বহন করবে না। সে কনটেন্ট ইন বাংলা নেট-এ প্রদর্শিত হলেও তৃতীয় পক্ষের বলে বিবেচিত হবে।

গোপনীয়তা নীতি

গোপনীয়তা নীতি (Privacy Policy) এই শর্তাবলীর অবিচ্ছেদ্য অংশ। যেসব শর্ত অভিন্ন বা সমরূপ, সেগুলো বাদে গোপনীয়তা নীতি-র সব শর্ত রেফারেন্স হিসেবে এতে গৃহীত হয়েছে।

বিজ্ঞাপন

ইন বাংলা নেট-এর ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে যেসব বিজ্ঞাপন পরিবেশিত হয়, সেগুলোর মালিকানা অধিকাংশ ক্ষেত্রেই তৃতীয় পক্ষের। তবে তারা ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করতে পারে এবং অন্য পক্ষের সঙ্গে তা আদান-প্রদানও করতে পারে। এর ফলে কোনো সমস্যা উদ্ভূত হলে তার দায় ইন বাংলা নেট নেবে না। এ ধরনের বিজ্ঞাপন ইন বাংলা নেট-এর ওয়েবসাইটে প্রদর্শিত হলেও তার দায় ইন বাংলা নেট-এর নয়।

পরিবর্তন

ইন বাংলা নেট যেকোনো সময় তার যেকোনো শর্তাবলী (Terms) ও নীতিমালায় (Policys) সংশোধন, পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন আনার অধিকার রাখে। তবে সেসব পরিবর্তন ওয়েবসাইটে আপডেট করা হবে। এরপর ব্বহারকারী যখন ওয়েবসাইট ব্যবহার করবেন, তখন ধরে নেওয়া হবে, তিনি সে পরিবর্তনগুলো মেনে নিয়েই সাইটে প্রবেশ করেছেন। ব্যবহারকারী তখন তা মেনে চলতে বাধ্য। সে জন্য কোথায়, কখন, কী পরিবর্তন এসেছে, ব্যবহারকারীদের তা লক্ষ্য রাখতে আমরা অনুরোধ করছি।

কুকিজ

আমরা কুকিজ ব্যবহার করি। ইন বাংলা নেট অ্যাক্সেস করার মাধ্যমে, আপনি ইন বাংলা নেট-এর গোপনীয়তা নীতির সাথে কুকিজ ব্যবহার করতে সম্মত হয়েছেন।

অধিকাংশ ইন্টারেক্টিভ ওয়েবসাইট কুকিজ ব্যবহার করে। কুকিজ আমাদের প্রতিটি ভিজিটের জন্য ব্যবহারকারীর বিবরণ পুনরুদ্ধার করতে দেয়। আমাদের ওয়েবসাইট ভিজিট করা লোকেদের জন্য সহজতর করার জন্য নির্দিষ্ট এলাকার কার্যকারিতা সক্ষম করতে আমাদের ওয়েবসাইট দ্বারা কুকি ব্যবহার করা হয়। আমাদের কিছু অনুমোদিত/বিজ্ঞাপন অংশীদাররাও কুকি ব্যবহার করতে পারে।

ব্যবহারকারীদের কনটেন্ট

ইন বাংলা নেট-এর উইজারগণ সময়-সময় মন্তব্য, ছবি ও ভিডিওর মতো বিভিন্ন পোস্ট ও কনটেন্ট আপলোড করতে পারেন। সে ক্ষেত্রে উইজারকে নিশ্চিত করতে হবে যে তাঁরাই এসব কনটেন্টের তৈরিকারক কিংবা অন্য কেউ তার তৈরিকারক হলে ব্যবহারের অনুমতি তিনি দিয়েছেন। একই সঙ্গে পাঠককে এটাও নিশ্চিত করতে হবে যে তাঁর কনটেন্টে অশ্লীলতা, হয়রানি, প্রতারণা, হুমকি, আক্রমণাত্মক, অসম্মানজনক, অবৈধ বা কারও গোপনীয়তা লঙ্ঘন করার মতো উপাদান নেই।

ব্যাবহারকারী/পাঠকদের কোনো কনটেন্ট ইন বাংলা নেট তার সত্যতা নিশ্চিত করে না।

এ ছাড়া ইন বাংলা নেট-এর ওয়েবসাইট ব্যবহার করার সময় ব্যবহারকারীদের বেশ কিছু বিষয়ে সম্মত হতে হবে। সেগুলো হলো-

  1. অন্যের ক্ষতি বা হানি করার জন্য উদ্দেশ্যমূলকভাবে পোস্ট দেওয়া যাবে না;
  2. ইন বাংলা নেট-এর ওয়েবসাইটে এমন কিছু পোস্ট করা যাবে না, যাতে কেউ অন্যায়ের বা হয়রানির শিকার হয় বা কারও অবমাননা ঘটে কিংবা কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ জাতি-ধর্ম-বর্ণ-গোত্র-জাতিসত্তা-নাগরিকত্ব-বয়স-বৈবাহিক অবস্থা-যৌন অভ্যাস-সামরিক অবস্থা ও অসক্ষমতার কারণে নিপীড়নের শিকার হন;
  3. এমন কোনো সফটওয়্যার বা কোড পোস্ট বা প্রচার করা যাবে না, যাতে ইন বাংলা নেট-এর ওয়েবসাইটের কার্যক্রম ব্যাহত বা ধ্বংস হতে পারে; হার্ডওয়্যার বা টেলিযোগাযোগ যন্ত্রের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য;
  4. এমন কোনো কনটেন্ট আপলোড বা প্রচার করা যাবে না, যাতে অপরাধমূলক কার্যক্রম উৎসাহিত হতে পারে বা দেওয়ানি অথবা ফৌজদারি দায় সৃষ্টি হতে পারে।

ইন বাংলা নেট নিজ ক্ষমতাবলে পাঠক বা ব্যবহারকারীর যেকোনো কনটেন্ট পূর্বঘোষণা ছাড়াই যেকোনো সময় প্রত্যাহার করার অধিকার রাখে।

কোনো ক্ষেত্রে ব্যবহারকারীর কোনো পোস্ট ইন বাংলা নেট বা কোনো যুক্তিশীল ব্যক্তির কাছে অযথার্থ, আপত্তিকর বা আক্রমণাত্মক ঠেকলে, সে আচরণ প্রতিহত করার জন্য সংশ্লিষ্ট পোস্টদাতার ব্যক্তিগত তথ্য ইন বাংলা নেট ব্যবহার করতে পারে।

ব্যাঘাত, ক্রস কানেকশন, ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের অপ্রাপ্যতা

ইন বাংলা নেট সারাক্ষণ তার সেবা চালু রাখার সর্বোচ্চ চেষ্টা করে। তবে যার ওপর ইন বাংলা নেট-এর নিয়ন্ত্রণ নেই, যেমন- ইন্টারনেটের সমস্যা, কিংবা তৃতীয় পক্ষের কনটেন্ট ডাউনলোড বা তাতে অংশগ্রহণ করার কারণে সমস্যা হলে বা সেই সেবায় ব্যাঘাত ঘটলে তার দায় ইন বাংলা নেট নেবে না অথবা ব্যবহারকারীর কাছে দায়বদ্ধ থাকবে না। ইন বাংলা নেট ওয়েবসাইটে প্রকাশিত কনটেন্ট বা সেবার কারণে কারও ক্ষতি হলে ইন বাংলা নেট বাংলাদেশে বিদ্যমান আইন অনুযায়ী তার দায় নেবে না।

আইন

ইন বাংলা নেট ওয়েবসাইটের পরিষেবার শর্তাবলী (Terms of Service) এবং ব্যবহারকারীর সঙ্গে তার সম্পর্ক বাংলাদেশের বিদ্যমান আইনের আলোকে পরিচালিত হয়। এ ছাড়া তথ্য সংরক্ষণ, প্রকাশ, ফাঁস বা তারিখ প্রভৃতি নিয়ে বিতর্ক সৃষ্টি হলে তা আর্বিট্রেশন অ্যাক্ট, ২০০১ অনুসারে সালিসের মাধ্যমে নিষ্পত্তি হবে। এর পূর্ণাঙ্গ এখতিয়ার থাকবে আদালতের হাতে। যাঁরা ওয়েবসাইটে প্রবেশ করে সেবা নেবেন বা ইন বাংলা নেট-এর অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন, নাগরিকত্ব, অবস্থান, আবাসস্থল বা ব্যবসাস্থল-নির্বিশেষে তাঁদের ক্ষেত্রে এই নীতিমালা প্রযোজ্য হবে।

প্রত্যাহার করা

কখনো কোনো ব্যবহারকারী আমাদের বিপণনসংক্রান্ত ইমেইল গ্রহণ করতে না চাইলে খুব সহজেই তাঁরা সেটা করতে পারেন। প্রতিটি ইমেইলের নিচে আনসাবস্ক্রাইব অপশনে ক্লিক করেই পাঠকেরা তা করতে পারেন।

আর পাঠক যদি নিবন্ধিত অ্যাকাউন্ট রাখতে না চান, তাহলে আপিন যেই ইমেইল এড্রেস ব্যবহার করে নিবন্ধন করেছেন উক্ত ইমেইল এড্রেস থেকে আমাদের অনুরোধ করা হলে আমরা আপনার অ্যাকাউন্ট ইন বাংলা নেট-এর ওয়েবসাইট থেকে মেুছে ফেলব।

পরিষেবার শর্তাবলী সংশোধন

পরিষেবার শর্তাবলী (Terms of Service) সমূহের ধারা যেকোনো সময় সংশোধন, পরিবর্তন ও বাদ দেওয়ার অধিকার ইন বাংলা নেট সংরক্ষণ করে। তবে সেই পরিবর্তিত নীতি তাৎক্ষণিকভাবে ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হবে। পরিবর্তনের পর ব্যবহারকারীগণ ওয়েবসাইটে প্রবেশ করলে ধরে নিতে হবে, তিনি এগুলো মেনে নিয়েছেন এবং সব সময় মেনে চলবেন। পাঠক কোনো কারণে শর্তাবলী পড়তে ব্যর্থ হলে তার জন্য ইন বাংলা নেট দায়ী থাকবে না।

ইন বাংলা নেট-এর পাঠক/ব্যবহারকারীদের প্রতি আহ্বান, তাঁরা যেন সময়ে সময়ে আমাদের পরিষেবার শর্তাবলী (Terms of Service) পর্যালোচনা করেন। তাহলে তাঁরা বুঝতে পারবেন, আমরা কীভাবে তথ্য সংগ্রহ ও ব্যবহার করি এবং কার সঙ্গে তা বিনিময় করি। 

আপনার কোনো অতিরিক্ত তথ্যের প্রয়োজন হলে বা আমাদের ওয়েবসাইটের পরিষেবার শর্তাবলী (Terms of Service) সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ই-মেইল এড্রেস: [email protected]

[পেইজটি সর্বশেষ আপডেট করা হয়েছে: নভেম্বর ১৩, ২০২৪]