Skip to content

 

বাংলাদেশের আয়তন কত বর্গমাইল? বাংলাদেশের আয়তন ও সীমানা

বাংলাদেশের আয়তন কত বর্গমাইল বাংলাদেশের আয়তন ও সীমানা (a to z)

নিম্নে বাংলাদেশের আয়তন কত বর্গমাইল এবং বাংলাদেশের আয়তন ও সীমানা সস্পর্কিত সকল তথ্যকে সাজিয়ে গুছিয়ে সহজ ও সুন্দরভাবে উপস্থাপন করা হলো-

(১) বাংলাদেশের আয়তন কত বর্গমাইল?

বাংলাদেশের আয়তন হলো- ৫৬,৯৭৭ বর্গমাইল বা ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার। এবং বাংলাদেশের মোট সমুদ্রসীমার আয়তন হলো- ৪৫৯০১ বর্গমাইল বা ১,১৮,৮১৩ বর্গ কিলোমিটার।

বাংলাদেশের আয়তন কত বর্গমাইল

১ আগস্ট ২০১৫ তারিখে বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিটমহল বিনিময় সম্পন্ন হলে বাংলাদেশের সীমান্ত নতুন কাঠামো পায়।

পুরাতন হিসাব অনুযায়ী, ৫৬,৯৭৭ বর্গমাইল বা ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার। তবে নতুন হিসাবে বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় হবার পর, ছিটমহল সহ ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার এর সাথে ১,৬০০ বর্গকিলোমিটার যুক্ত করলে বর্তমানে দেশের আয়তন ১,৪৯,২১০ বর্গকিলোমিটার বা ৫৭,৬১০ বর্গমাইল হয় (প্রায়)।

বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় বাংলাদেশের ১৬০০ বর্গকিলোমিটার আয়তন বৃদ্ধি

২০১৪ সালে আন্তর্জাতিক আদালত স্থায়ী সালিশ আদালত-এর সিদ্ধান্তের মধ্য দিয়ে ভারত ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সমুদ্রসীমা নির্ধারিত হওয়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ উপকূলবর্তী এক লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার সমুদ্র অঞ্চল, ২০০ নটিক্যাল মাইলের একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল এবং চট্টগ্রাম উপকূল থেকে ৩৫৪ নটিক্যাল মাইল পর্যন্ত মহীসোপানে অবস্থিত সব ধরনের প্রাণিজ ও অপ্রাণিজ সম্পদের ওপর মালিকানা লাভ করে।

ভারতে আাগ্রাসন থেকে বাংলাদেশের সমুদ্রসীমা উদ্ধার

প্রতিবছর বাংলাদেশের ৭০ থেকে ৭৫ বর্গকিলোমিটার নদী ভাঙনের কারণে হারিয়ে যাচ্ছে। পলি পড়ে জেগে উঠছে ৮৫ থেকে ৯৫ বর্গকিলোমিটার ভূমি। অর্থ্যাৎ প্রতি বছর বাংলাদেশে ১০ কিলোমিটার, ১৫ কিলোমিটার, ২০ বর্গকিলোমিটার বিভিন্ন হারে ভূমির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।

পলি জমে বাংলাদেশের আয়তন প্রতিনিয়ত আরো বাড়ছে

তাই বলা যায়, বাংলাদেশের আয়তন প্রতিনিয়ত আরো বাড়ছে।  

(২) বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত?

বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত

বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত: বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য হলো- ৫,১৩৮ কিলোমিটার এবং মোট সমুদ্রসীমা ১,১৮,৮১৩ বর্গ কিলোমিটার।

  • মোট সীমান্ত দৈর্ঘ্য ৫,১৩৮ কিলোমিটার। যার ৯৪ শতাংশ ভারতের সাথে এবং বাকী ৬ শতাংশ মিয়ানমারের সাথে।
  • মোট স্থল সীমান্ত দৈর্ঘ্য ৪, ৪২৭ কিলোমিটার।
  • ভারতের সাথে সীমান্ত দৈর্ঘ্য ৪,১৫৬ বা ৩,৭১৫ কিলোমিটার।
  • মিয়ানমারের সাথে সীমান্ত দৈর্ঘ্য ২৭১ বা ২৮০ কিলোমিটার।
  • বাংলাদেশের মোট সমুদ্রসীমা ১,১৮,৮১৩ বর্গ কিলোমিটার।
  • বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা ১২ বা নটিক্যাল মাইল ২২.২২ কিলোমিটার।
  • বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল বা ৩৭০.৪০ কিলোমিটার।
  • বাংলাদেশের সমুদ্র উপকূলীয় সীমার দৈর্ঘ্য ৭১১ কিলোমিটার।
See also  গাড়ির নাম্বার প্লেট সম্পর্কে বুঝার উপায়
বাংলাদেশের মোট সমুদ্রসীমা

বাংলাদেশের বাহিরের শেষ সীমানা:

  • বাংলাদেশের পশ্চিমে রয়েছে- ভারতের পশ্চিমবঙ্গ।
  • বাংলাদেশের উত্তরে রয়েছে- ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম।
  • বাংলাদেশের পূর্বে রয়েছে- ভারতের আসাম, ত্রিপুরা, মিজোরাম এবং মায়ানমার।
  • বাংলাদেশের দক্ষিণে রয়েছে- বঙ্গোপসাগর ও ভারতের আন্দামান নিকবর দ্বীপপুঞ্জ।
বাংলাদেশের বাহিরের শেষ সীমানা

বাংলাদেশের ভেতরের শেষ সীমানা:

  • বাংলাদেশের বাংলাদেশের সর্ব উত্তরের স্থান- পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা (জায়গীরজোত)।
  • বাংলাদেশের বাংলাদেশের সর্ব উত্তরের স্থান- কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপ।
  • বাংলাদেশের সর্ব পূর্বের স্থান- বান্দরবন জেলার থানচি উপজেলার আখাইনঠং।
  • বাংলাদেশের পশ্চিমের স্থান- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকশা।
বাংলাদেশের ভেতরের শেষ সীমানা

বাংলাদেশের সীমান্তবর্তী জেলা:

  • বাংলাদেশের সীমান্তবর্তী জেলা- ৩২টি।
  • বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য- ৫টি।
  • ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা- ৩০টি।
  • মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা- ৩টি।
  • বাংলাদেশের কোন জেলার সাথে ভারত ও মিয়ানমারের যৌথ সীমান্ত রয়েছে- রাঙামাটি।
  • বাংলাদেশের কোন জেলার সাথে ভারতের কোন সংযোগ নেই- বান্দরবন ও কক্সবাজার।
  • বাংলাদেশের সীমান্ত থেকে ভারতের ফারাক্কা বাঁধের দৈর্ঘ্য- ১৬.৫ কি.মি বা ১১ মাইল।

(৩) বাংলাদেশের সবচেয়ে বড়/ছোট জেলা কোনটি?

বাংলাদেশের সবচেয়ে বড় বা ছোট জেলা কোনটি

বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি: জনসংখ্যায় সবচেয়ে বড় জেলা হলো- ঢাকা। আয়তনে সবচেয়ে বড় জেলা হলো- রাঙামাটি।

  • জনসংখ্যায় সবচেয়ে বড় জেলা- ঢাকা।
  • জনসংখ্যায় সবচেয়ে ছোট জেলা-বান্দরবন।
  • আয়তনে সবচেয়ে বড় জেলা-রাঙামাটি।
  • আয়তনে সবচেয়ে ছোট জেলা- নারায়নগঞ্জ (৬৮৩.১৪ বর্গ কি.মি.)।
  • আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ- চট্টগ্রাম।
  • আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ- সিলেট।
  • আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা- শ্যামনগর (সাতক্ষীরা)।

(৪) বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি?

বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি

বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি: বাংলাদেশের সীমান্তবর্তী জেলা ৩২ টি। ভারতের সাথে ৩০টি এবং মিয়ানমারের সাথে ৩টি জেলার (রাঙামাটি, বান্দরবন ও কক্সবাজার) সীমান্ত রয়েছে।

  • বরিশাল ও ঢাকা বিভাগের সাথে কোন দেশের সীমান্ত সংযোগ নেই।
  • বাংলাদেশ-ভারত ও মায়ানমার এই তিনটি জেলার যৌথ সীমান্ত রয়েছে কোন জেলায়- রাঙ্গামাটি জেলায়।
See also  বাংলাদেশের বিভাগ কয়টি ও কি কি? সবচেয়ে বড় বিভাগ কোনটি?

বিভাগ অনুযায়ী বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলো নাম। যথা-

বিভাগমোট জেলাসীমান্তবর্তী জেলা
ঢাকা১৩নেই
চট্টগ্রাম১১৮টি: চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ও বান্দরবান, কক্সবাজার
খুলনা১০৬টি: সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়া
রাজশাহী৪টি: রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাট
রংপুর৬টি: পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম
বরিশালনেই
সিলেট৪টি: সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ
ময়মনসিংহ৪টি: জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা

(৫) বাংলাদেশের সীমান্তবর্তী দেশ ও ভারতের রাজ্য কয়টি ও কি কি?

বাংলাদেশের সীমান্তবর্তী দেশ ও ভারতের রাজ্য কয়টি ও কি কি

বাংলাদেশের সীমান্তবর্তী দেশ কয়টি ও কি কি: বাংলাদেশের সীমান্তবর্তী দুইটি। বাংলাদেশের সাথে ভারত ও মিয়ানমারের সীমান্ত রয়েছে।

  • বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত চিহ্নিতকরণের লক্ষ্যে গঠিত কমিটির নাম-JBWF (Joint Boundary working Groups)
  • ভারত কর্তৃক দখলকৃত ‘পদুয়া’ নামক স্থানটি- সিলেট সীমান্তে অবস্থিত।
  • বাংলাদেশ ও ভারতের মধ্যে অচিহ্নিত সীমান্ত স্থান- ৩টি।

বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি ও কি কি: ভারতের ৫টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে। এগুলো হলো- পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম ও মেঘালয়।

  • উল্লেখ্য ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলো হলো- আসাম, মিজোরাম, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, অরুনাচল ও ত্রিপুরা। এদের মধ্যে ৪টির সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে।
  • রাঙামাটি জেলায় বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের সীমান্তরেখা পরস্পরকে স্পর্শ করেছে। অর্থ্যাৎ এটি তিনদেশের সীমান্ত যুক্ত হওয়া একটি সাধারণ জেলা। ভারতের ত্রিপুরা ও মিজোরাম উভয় রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী সাধারণ জেলাও রাঙামাটি।
  • বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের পশ্চিমবঙ্গে রাজ্যের জেলা ৯টি। যথা- মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর চব্বিশ পরগোনা, মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কুচবিহার ও দার্জিলিং।
  • বাংলাদেশ সীমান্তের বিপরীতে মিয়ানমারের চিন প্রদেশের মংডু শহর অবস্থিত।

(৬) ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি?

ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি

ভারতে কোন কোন রাজ্যেসমূহের সাথে বাংলাদেশের কোন জেলাসমূগহর সিমান্ত রয়েছে, তা হলো-

See also  জমির কাজে কোন ভূমি অফিসে যাবেন? বাংলাদেশের সকল প্রকার ভূমি অফিসের পরিচয়
ভারতের রাজ্যবাংলাদেশের সংলগ্ন জেলা
আসাম৪টি (কুড়িগ্রাম, সুনামগঞ্জ, সিলেট ও মৌলভীবাজার)
ত্রিপুরা৭টি (ফেনী, কুমিল্লা, হবিগঞ্জ, ব্রহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, চট্টগ্রাম ও রাঙ্গামাটি)
মেঘালয়৪টি (নেত্রকোণা, ময়মনসিংহ, শেরপুর ও জামালপুর)
মিজোরাম১টি (রাঙ্গামাটি)
পশ্চিমবঙ্গবাকিগুলো

বাংলাদেশের সীমান্তবর্তী উল্লেখযোগ্য স্থানের নাম-

স্থানজেলা
বেড়ুবাড়ী
বাংলাবান্ধা (স্থলবন্দর)
পঞ্চগড়
বুড়িমারী (স্থলবন্দর)লালমনিরহাট
হিলি (স্থলবন্দর)
বিরল (স্থলবন্দর)
দিনাজপুর
সোনামসজিদ (স্থলবন্দর)চাঁপাইনবাবগঞ্জ
বেনাপোল (স্থলবন্দর)যশোর
হালুয়াঘাটময়মনসিংহ
আখাউরা (স্থলবন্দর)ব্রাক্ষ্মণবাড়িয়া
দর্শনা (স্থলবন্দর)চুয়াডাঙ্গা
বুড়িচংকুমিল্লা
তামাবিল (স্থলবন্দর)সিলেট
পানছড়িখাগড়াছড়ি
উখিয়াকক্সবাজার

FAQ

বাংলাদেশের আন্তর্জাতিক সমুদ্রসীমা

প্রশ্ন: বাংলাদেশের সমুদ্রসীমা কত?

উত্তর: বাংলাদেশের মোট সমুদ্রসীমা ১,১৮,৮১৩ বর্গ কিলোমিটার। যার মধ্য, বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা ১২ বা নটিক্যাল মাইল ২২.২২ কিলোমিটার। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল বা ৩৭০.৪০ কিলোমিটার।

প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম কি?

উত্তর: বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম হলো- বাংলাবান্ধা।

ব্যাখ্যা: হিমালয়ের কোলঘেঁষে বাংলাদেশের সর্বোত্তরের উপজেলা তেঁতুলিয়া। এই উপজেলার ১নং বাংলাবান্ধা ইউনিয়নে অবস্থিত বাংলাদেশ মানচিত্রের সর্বোত্তরের স্থান বাংলাবান্ধা জিরো (০) পয়েন্ট ও বাংলাবান্ধা স্থলবন্দর।

প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে ছোট (আয়তন) জেলা কোনটি?

উত্তর: আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা হলো- নারায়ণগঞ্জ।

ব্যাখ্যা: নারায়ণগঞ্জ সোনালী আশঁ পাটের জন্য প্রাচ্যের ড্যান্ডি নামে পরিচিত। ৬৮৩.১৪ বর্গ কি.মি. (২৬৩.৭৬ বর্গমাইল) আয়তনের এ জেলাটি বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা।

প্রশ্ন: ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি?

উত্তর: ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা হলো- ৩০ টি।

ব্যাখ্যা:

  • ময়মনসিংহ বিভাগের ৪টি- জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা।
  • সিলেট বিভাগের ৪টি- সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ।
  • চট্রগ্রাম বিভাগের ৬টি- চট্রগ্রাম ,রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া।
  • রাজশাহী বিভাগের ১০টি- কুড়িগ্রাম ,লালমনিরহাট, পঞ্চগড় ,নীলফামারী , ঠাকুরগাঁ ও জয়পুরহাট, দিনাজপুর ,নওগাঁ, নববাগঞ্জ ও রাজশাহী।
  • খুলনা বিভাগের ৬টি- মেহেরপুর , কুষ্টিয়া , চুয়াডাঙ্গা ঝিানাইদহ, যশোর ও সাতক্ষীরা।

প্রশ্ন: মিয়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলার স্থল সীমান্ত রয়েছে?

উত্তর: মিয়ানমারের সাথে বাংলাদেশের তিনটি জেলার স্থল সীমান্ত রয়েছে।

ব্যাখ্যা:

  • বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য- ৫টি।
  • বাংলাদেশের সীমান্তবর্তী জেলা- ৩২টি।
  • ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা- ৩০টি।
  • মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা- ৩টি।
  • একমাত্র রাঙ্গামাটি জেলার সাথে ভারত ও মিয়ানমার উভয়ের সাথে সীমান্ত সংযোগ রয়েছে।

প্রশ্ন: বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ-ভারতের সীমান্তের মধ্যে নয়?

উত্তর: কক্সবাজার, ঢাকা ও বরিশাল।

ভৌগোলিক বিচারে বাংলাদেশের অবস্থান

প্রিয় পাঠক বন্ধু, উপরোক্ত আলোচনার মাধ্যমে আমরা বাংলাদেশের আয়তন কত বর্গমাইল; বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত; বাংলাদেশের সবচেয়ে বড়/ছোট জেলা কোনটি; বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি; বাংলাদেশের সীমান্তবর্তী দেশ ও ভারতের রাজ্য কয়টি ও কি কি; ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি প্রভৃতি বিষয়গুলো সহ বাংলাদেশের আয়তন ও সীমানা সকল তথ্য বিস্তারিতভাবে জানলাম।

ভৌগোলিক বিচারে বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ায়, ভারত ও মিয়ানমারের মাঝখানে।

বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ২০°৩৪´ উত্তর থেকে ২৬°৩৮´ উত্তর অক্ষাংশ এবং ৮৮°০১´ পূর্ব থেকে ৯২°৪১´ পূর্ব দ্রাঘিমাংশে। পূর্ব থেকে পশ্চিমে এর সর্বোচ্চ বিস্তৃতি প্রায় ৪৪০ কিমি এবং উত্তর উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ দক্ষিণ-পূর্বে সর্বোচ্চ বিস্তৃতি ৭৬০ কিমি। 

[সূত্র: ইন্টারনেট]

Leave a Reply

nv-author-image

inbangla.net

Quality information to the point!View Author posts

You cannot copy content of this page