Skip to content

 

ত্বকের যত্ন নেওয়ার চিরকালীন টিপস এবং ঘরোয়া সমাধান সম্পর্কে জেনে নিন

ত্বকের যত্ন নেওয়ার চিরকালীন টিপস এবং ঘরোয়া সমাধান সম্পর্কে জেনে নিন

সারা বিশ্বের যারা যারা বিউটি ইন্ডাস্ট্রির সাথে আছেন, তারা খুব ভালো করেই জানেন ত্বক পরিচর্যা সম্পর্কে। ত্বক পরিচর্যার সামগ্রীতে সক্রিয় উপাদান হিসেবে নানা প্রাকৃতিক ও ভেষজ উপাদান ব্যবহার করা হচ্ছে। আধুনিক বিউটি প্রডাক্টে যেসব উপাদানগুলো নতুন করে জায়গা করে নিচ্ছে সে সব উপাদান হচ্ছে নিম, অ্যালোভেরা, অলিভ অয়েল সমৃদ্ধ নতুন নতুন ফেসওয়াশ, সাবান, বডি অয়েল প্রভুতি। এসব জনপ্রিয় হয়ে উঠতেও বেশি সময় লাগচ্ছে না।

ত্বক পরিচর্যার এই ঘরোয়া উপাদানগুলোকে ব্যবহার করে যদি ফল পাওয়া যায় তাহলে আমাদের অনেক পয়সারও সাশ্রয় হবে।

উপাদানগুলো ব্যবহার করার টিপস-

নিম

বাংলাদেশে এখনও প্রচুর নিমগাছ রয়েছে। শুধু বাংলাদেশেই নয়, সারা পৃথিবীতে ত্বকের যত্নে নিম ব্যব্যহার করা হচ্ছে। ব্রণ, র‍্যাশ, সংক্রমণ আটকে ত্বক সুস্থ ও তরতাজা রাখে নিম। ১০/১২টা টাটকা নিমপাতা বেটে আঙুল দিয়ে সারা মুখে লাগিয়ে রাখুন। ১০ মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন তারপর দেখুন ম্যাজিক। আর কখনোই ব্রণ হবে না।

মধু

নানারকম ফেসপ্যাক বা ক্রিমে অ্যাকটিভ উপাদান হিসেবে মধু যোগ করা হয়। মধুতে অ্যান্টি অক্সিডান্ট থাকে, ত্বকের আর্দ্রতা বজায় রাখতেও মধু খুবই উপকার করে। সারা মুখে মধুর প্রলেপ মেখে কিছুক্ষণ অপেক্ষা করুন, তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। জোজোবা অয়েলের সঙ্গে মধু মিশিয়েও মুখে মাখতে পারেন। ত্বক পরিষ্কার ও নরমও হবে।

আমলকি

বাজারে আমলকি সারা বছরই পাওয়া যায়। আমলকি থেঁতো করে রসটা বের করে নিন। মধুর সঙ্গে মিশিয়ে মুখে লাগান। দশ মিনিট পর ধুয়ে ফেলুন। ত্বক উজ্জ্বল হবে দাগের কোন চিহ্নও থাকবে না।

মুলতানি মাটি

ত্বকের যে কোন সমস্যায় মুলতানি মাটির ব্যবহার করা হয়। নানারকম দামি ব্র্যান্ডের ফেসপ্যাকেও ব্যবহার করা হয় মুলতানি মাটি। এবার নিজেই তৈরি করে ফেলুন আপনার এক্সক্লুসিভ মাডপ্যাক। এক চামচ মুলতানি মাটি, এক চামচ মধু আর এক চামচ গোলাপজল, ব্যস! ভালো করে মিশিয়ে মুখে লাগান, শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করে দেখুন ত্বকের ম্যাজিক।

হলুদ

সাবার পরিচিত উপাদান হল হলুদ। ব্রণর উপশম, ব্রণর ক্ষতচিহ্ন, দাগছোপ কমানো, বয়সের ছাপ প্রতিরোধের মতো নানা ব্যাপারে হলুদ খুব কার্যকর ভূমিকা নেয়। তবে গায়ের রং উজ্জ্বল করতে হলুদের ভূমিকা রয়েছে। চন্দনবাটা আর মধুর সঙ্গে হলুদ বাটা মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে ব্যবহার করে দেখুন ত্বকের কেমন পরিবর্তন আসবে।

মেহেদী পাতা

সব উপাদানের মধ্যে মেহেদী পাতাও খুব ভাল একটা উপাদান। এটা মনে হয় সবাই চিনেন। বাজারে কিনতেও পাওয়া যায়। কিছু মেহেদী পাতা বেটে নিন তারপর মুখে লাগান শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। তারপর মুখটা আলতোভাবে ধুয়ে ফেলুন। তারপর দেখুন ত্বক কতটা ছফট হয়। এতে মধু মিশিয়ে নিতে পারেন।

Leave a Reply

nv-author-image

ইন বাংলা নেট স্বাস্থ্য