Skip to content

About Us

inbangla.net-logo-a4

ইন বাংলা নেট-এ আপনাকে স্বাগতম!

মূলতঃ ইন বাংলা নেট একটি জেনারেল ব্লগ সাইট, এতে ‘কৃষি’ সম্পর্কিত বিভিন্ন টপিক/বিষয়ে আলোচনা করা হয়ে থাকে।

আমাদের কাজ হলো পাঠকদের জন্য নির্ভরযোগ্য, সঠিক এবং তথ্যবহুল কন্টেন্ট সরবরাহ করা। প্রতিদিনের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা। আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই যেখানে পাঠকরা বিভিন্ন বিষয়ের উপর বিশদ ও তথ্যবহুল কন্টেন্ট পেতে পারেন।

আমরা চাই পাঠকরা আমাদের ব্লগ থেকে তাদের প্রয়োজনীয় ও উপকারি তথ্যপ্রাপ্ত হতে পারে, নতুন কিছু শিখতে পারে, জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি পেতে পারে, প্রতিদিনের জীবনে আরও সক্রিয় হতে পারে।

আমাদের যাত্রা

inbangla.net ২৮ সেপ্টেম্বর, ২০২১ সালে তথ্যমূলক ওয়েবসাইট হিসাবে যাত্রা শুরু করে, যা নির্ভরযোগ্য উৎস এবং সূত্র থেকে সংগৃহীত কৃষি বিষয়ক বিভিন্ন ধরণের তথ্য সরবরাহ করে থাকে।

ইন বাংলা নেট-এর যাত্রা শুরু হয় যখন আমরা অনুভব করেছিলাম যে তথ্যের প্রবাহ সীমিত রাখা উচিত নয়। সাধারণ থেকে অস্বাভাবিক, প্রায় সব বিষয়ে তথ্য প্রদান করাই আমাদের উদ্দেশ্য। আমরা বিশ্বাস করি যে প্রতিটি ব্যক্তির কৌতূহল ও জ্ঞান আহরণের অধিকার রয়েছে এবং আমরা সেই অধিকারকে সম্মান করি।

আমরা যা প্রদান করি

ইন বাংলা নেট কৃষিতে শুধু কৃষি সম্পর্কিত সকল বিষয়ে আলোচনা করা হয়, যেমন- গবাদি পশু পালন, পোলট্রি পালন, পাখি ও পোষা প্রাণী, শস্য ও সবজি চাষ, টব ও ছাদবাগানে চাষ, ফল চাষ, ফুল চাষ, মাছ চাষ ইত্যাদি। যেখানে মোট ৫০০+ আর্টিকেল/ব্লগ পোষ্ট রয়েছে। এছাড়াও নিয়মিত নতুন নতুন আর্টিকেল ও ব্লগপোষ্ট পাবলিশ করা হচ্ছে।

ইন বাংলা নেট ওয়েবসাইটে বাংলা ভাষাতে উপকারী ও ভাল মানের আর্টিকেল এবং ব্লগ পোস্টের একটি বড় সংগ্রহশালা রয়েছে, যেগুলোকে অত্যন্ত যত্নের সাথে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সাজিয়ে রাখা হয়।

প্রতিটা সাবজেক্ট/টপিককে আলাদা আলাদা বিভাগে ভাগ করা আছে, প্রতিটা বিভাগের ভেতর বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, প্রতিটি ক্যাটাগরির আন্ডারে অনেকগুলো ট্যাগ রয়েছে।

আমাদের মিশন ও ভিশন

ইন বাংলা নেট প্রতিষ্ঠা ও পরিচালনার মূল লক্ষ্য হলো অতিরিক্ত কথাবার্তা এড়িয়ে সত্য, নির্ভরযোগ্য এবং দরকারী তথ্য সহজ, সরলভাবে উপস্থাপন করা।

আমরা উপযুক্ত ও প্রাসঙ্গিক মানসম্মন্ন তথ্য প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি প্রতিশ্রুতি এবং লক্ষ্য পূরণের জন্য যথাসাধ্য চেষ্টা করি।

আমরা আপনার সমর্থন ও ভালবাসা কামনা করি। আমরা আশাবাদী আপনি আমাদের এই ওয়েবসাইটটিকে পছন্দ করবেন এবং এর দ্বারা উপকৃত হবেন।

আমাদের সাথে যুক্ত হোন

আমাদের টিমের কৃষি ব্যাকগ্রাউন্ডের কর্তৃত্বপূর্ণ ব্যক্তি, আমাদেরকে কৃষি কেত্রের বিভিন্ন বিষয় কভার করতে সহায়তা করে, যা আমাদের ওয়েবসাইট এবং এর কন্টেন্টকে বৈচিত্র্যময় ও অন্তর্দৃষ্টিপূর্ণ করে তোলে।

আপনি যদি কৃষি সম্পর্কিত বিষয়ে কর্তৃত্বপূর্ণ হন, উক্ত বিষয়ে খুবই ভালো জানেন, ভালো লেখতে পারেন, গবেষক করতে পারেন, জ্ঞান ও অভিজ্ঞতা ভাগাভাগি করতে পছন্দ করে, এমন ব্যক্তি হয়ে থাকেন আপনিও আমাদের টিমে যোগাদান করতে পারেন।

আমাদের ইমেইল এড্রেস হলো [email protected]; এছাড়াও আপনার যদি অন্য কোন জিজ্ঞাসা থাকে বা আমাদের ওয়েবসাইট সম্পর্কে আরও জানতে চান তবে আমার সাথে যোগাযোগ করতে দ্বিধা করবেন না।

শাহরিয়ার হোসেন

বিনীত,
বাংলাদেশ থেকে
inbangla.net-টিম এর পক্ষ হতে
কৃষিবিদঃ শাহরিয়ার হোসেন
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক

[পেইজটি সর্বশেষ আপডেট করা হয়েছে: নভেম্বর ১৩, ২০২৪]