আলোচ্য বিষয়:
নিচে আমের ও জলপাই এর আচারের রেসিপি এবং আচার তৈরি করার পদ্ধতি উল্লেখ করা হলো-
(১) আমের আচারের রেসিপি ও আচার তৈরি করার পদ্ধতি
ক) আমের আচারের রেসিপি
উপকরণের নাম | পরিমাণ |
১। কাঁচা আম | ১ কেজি |
২। পাঁচ ফোড়ন (Five Spice) | ১০ গ্রাম |
৩। শুকনা মরিচ | ৫০ গ্রাম |
৪। হলুদের গুড়া | ২০ গ্রাম |
৫। রসুন | ৫০ গ্রাম |
৬। জিরার গুড়া | ২.৫ গ্রাম |
৭। চিনি | ২০০ গ্রাম (বা স্বাদমত) |
৮। লবণ | ৪০ গ্রাম |
৯। সিরকা | ১৫ মি.লি. |
১০। সরিষার তেল | ৪০০ মি.লি. |
খ) আমের আচার তৈরি করার পদ্ধতি
- কাঁচা আম পরিষ্কার পানিতে ভালভাবে ধুয়ে নিতে হবে।
- আমগুলো খোসাসহ লম্বা করে কেটে আটি বাদ দিয়ে দিতে হবে।
- আমের টুকরাগুলোতে লবণ ও সামান্য হলুদ মিশিয়ে ১-২ দিন রোদে শুকিয়ে নিতে হবে।
- শুকনা মরিচ, রসুন কিছু পরিমাণ সিরকা দিয়ে পেষ্ট করে নিতে হবে।
- কড়াইতে তেল দিয়ে তাতে পাঁচ ফোড়ন দিয়ে একটু ভেজে নিতে হবে।
- এরপর কড়াইতে রসুন ও মরিচের পেষ্ট দিয়ে একটু কমিয়ে নিতে হবে।
- তারপর একে এক আমের টুকরা, চিনি, লবণ, জিরার গুড়া এবং সিরকা দিয়ে ভালভাবে নেড়ে সব উপকরণ আমের সাথে মিশাতে হবে।
- কিছুক্ষণ জাল দেওয়ার পর মিশ্রণটি ঘন হয়ে এলে জাল বন্ধ করতে হবে।
- আচারগুলো বায়ুরোধী জীবাণুমুক্ত কাঁচের বোতলে ভরে বোতলের মুখ লাগিয়ে দিতে হবে।
- আচারের বোতলগুলো শুকনো এবং পরিষ্কার জায়গায় রাখতে হবে।
(২) জলপাই এর আচারের রেসিপি ও আচার তৈরি করার পদ্ধতি
ক) জলপাই এর আচারের রেসিপি
উপাদানের | পরিমাণ |
১। জলপাই | ১ কেজি |
২। সরিষার তেল | ২৫০ গ্রাম |
৩। বড় রসুন | ৫০ গ্রাম |
৪। পাঁচ ফোড়ন | ১০ গ্রাম |
৫। শুকনা মরিচ | ৬/৭টি |
৬। লবণ | স্বাদমত |
৭। শুকনা মরিচের গুড়া | ২০ গ্রাম |
৮। আখের গুড় | ৫০০ গ্রাম বা স্বাদমত |
৯। ভিনেগার | ২০ মিলি |
১০। গরম মসল্লার গুড়া | পরিমাণ মত |
১১। মৌরী গুড়া | পরিমাণ মত |
খ) জলপাই এর আচার তৈরি করার পদ্ধতি
- প্রথমে জলপইগুলো বোঁটা ছিঁড়ে পরিষ্কার পানিতে ভালভাবে ধুয়ে নিতে হবে।
- এখন একটি হাড়িতে জলপাইগুলো নিয়ে পানি দিয়ে সেগুলো সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করার সময় তাতে একটু লবণ দিতে হবে।
- সেদ্ধ হলে জলপাইগুলো থেকে খুব ভালভাবে পানি ঝড়িয়ে নিতে হবে।
- জলপাইগুলো একটু ঠান্ডা হলে এগুলোকে কিছুটা ভেঙ্গে নিতে হবে।
- একটি কড়াইতে সরিষার তেল দিয়ে তাতে আধা ভাঙ্গা রসুনের কোয়া দিয়ে দিতে হবে এবং কিছুটা লাল করে ভাজতে হবে।
- এরপর তেলে পাঁচ ফোড়ন দিতে হবে ও ঘন ঘন নাড়তে হবে।
- শুকনা মরিচগুলো আস্ত/অর্ধেক করে কেটে তেলে দিতে হবে ও ভাজা ভাজা করতে হবে।
- এরপর সেদ্ধ করা ভাঙ্গা জলপাইগুলো তেলে দিতে হবে।
- এরপর একে একে এতে লবণ, শুকনা মরিচের গুড়া, আখের গুড় দিতে হবে। ভালভাবে নাড়াচাড়া করতে হবে যেন জলপাই এর সাথে সব উপকরণ মিশে যায়।
- এভাবে এগুলোকে চুলায় কিছুক্ষণ জাল দিতে হবে যেন মিশ্রণটি ঘন হয়ে আসে। এরপর সাথে ভিনেগার মিশাতে হবে।
- ভিনেগার মিশিয়ে জলপাই আবার আরও কিছুক্ষণ জ্বাল দিতে হবে।
- এরপর এর সাথে গরম মসল্লা গুড়া আধা ভাঙ্গা মৌরী গুড়ো যোগ করে ভালভাবে মিশিয়ে নিতে হবে।
- চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে।
- বায়ুরোধী কাচের বোতলে ঢুকিয়ে মুখ বন্ধ করে দিতে হবে। আচারের বোতলগুলো পরিষ্কার ও শুকনো জায়াগায় স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে।
[সূত্র: ওপেন স্কুল]