Skip to content

 

কবুতরের বৈশিষ্ট্য ও কবুতরের ছবি

কবুতরের বৈশিষ্ট্য ও কবুতরের ছবি

মুরগি, হাঁস ও রাজহাঁসের মতো কবুতরও পোল্ট্রির জনপ্রিয় প্রজাতি। কবুতর অত্যন্ত সৌখিন পাখি এবং রুচিশীল মানুষের একান্ত শখের বিষয়। এদেরকে গ্রাম, শহরতলী, এমনকি শহরের বাসাবাড়িতে পালন করে থাকে।

কবুতরের মাংস অত্যন্ত সুুস্বাদু ও উপাদেয়। এই মাংস সদ্য রোগ থেকে বেড়ে ওঠা রোগীদের জন্য বলবর্ধক।

নিম্নে কয়েকটি জাতের কবুতরের ছবিসহ কবুতরের বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো-

(১) ফেনটেইল জাতের কবুতরের বৈশিষ্ট্য ও কবুতরের ছবি (Fantail)

কবুতরের ছবি:

চিত্র- ফেনটেইল জাতের কবুতরের ছবি
চিত্র- ফেনটেইল জাতের কবুতরের ছবি

উৎপত্তি ও প্রাপ্তিস্থান: এই জাতের কবুতরের উৎপত্তি ভারতে। বর্তমানে বিশ^ব্যাপী এদের দেখা মেলে। এদেশে এরা ময়ূরপঙ্খী নামেও পরিচিত।

কবুতরের বৈশিষ্ট্য:

  1. এদের লেজ পাখার মতো বিধায় এদের এরকম নামকরণ।
  2. এদের শারীরিক কাঠামো ছোট হয়।
  3. এদের বুক ঊর্ধ্বমুখী হয়।
  4. এদের সবচেয়ে জনপ্রিয় রং হলো সাদা।
  5. সাদা ছাড়াও হলুদ, কালো, সিলভার বর্ণেরও হতে পারে।

উৎপাদন বৈশিষ্ট্য: প্রাপ্তবয়ষ্ক কবুতরের ওজন ৬০০ গ্রাম। এদের বাচ্চা বা স্কোয়াবের ওজন ৩০০ গ্রাম।

(২) কিং জাতের কবুতরের বৈশিষ্ট্য ও কবুতরের ছবি (King)

কবুতরের ছবি:

চিত্র- কিং জাতের কবুতরের ছবি
চিত্র- কিং জাতের কবুতরের ছবি

উৎপত্তি ও প্রাপ্তিস্থান: এই জাতের কবুতরের উৎপত্তি আমেরকিা। বর্তমানে এদেরকে বিশ্বব্যাপী পালন করা হয়। এরা রেসিংয়ের জন্য বেশি জনপ্রিয়। 

কবুতরের বৈশিষ্ট্য:

  1. এদের দেহের আকার বড় হয়।
  2. সাদা, নীল, সিলভার, লাল ও হলুদ বর্ণের দেখা যায়।
  3. পায়ের নালা, পা ও ঠোঁট গোলাপি রঙের হয়ে থাকে।
  4. প্রাপ্তবয়ষ্ক কবুতরের ওজন ৭৫০ গ্রাম। এদের বাচ্চা বা স্কোয়াবের ওজন ৫০০ গ্রাম।

(৩) হোমার জাতের কবুতরের বৈশিষ্ট্য ও কবুতরের ছবি (Homer)

কবুতরের ছবি:

See also  কবুতরের পালন/কবুতর পালন পদ্ধতি: কবুতরের পালনে বাসস্থান, কবুতরের খাদ্যাভ্যাস, কবুতরের খাদ্য তালিকা, কবুতরের বাচ্চার খাবার, কবুতরের বাচ্চা পালন পদ্ধতি এবং কবুতরের রোগের নাম
চিত্র- হোমার জাতের কবুতরের ছবি
চিত্র- হোমার জাতের কবুতরের ছবি

উৎপত্তি ও প্রাপ্তিস্থান: এদের উৎপত্তি বেলজিয়াম, ইংল্যান্ড ও জার্মানী। বর্তমানে এ জাতটিকে বিশ্বের প্রায় সর্বত্র পোষা হয়।

কবুতরের বৈশিষ্ট্য:

  1. নীল, লাল সিলভার ও হলুদ বর্ণের কবুতর খুব জনপ্রিয়।
  2. দেহ ছোট, কিন্তু পালক খুব আঁটোসাঁটো
  3. পায়ের নালার রং গোলাপি।
  4. ঠোঁটের রং কালো।
  5. প্রাপ্তবয়ষ্ক কবুতরের ওজন ৬৫০ গ্রাম।
  6. বাচ্চা বা স্কোয়াবের ওজন ৪০০ গ্রাম।

[সূত্র: ওপেন স্কুল]

Leave a Reply

nv-author-image

inbangla.net/krisi

Everything related to animal and plants in the Bangla language!View Author posts

You cannot copy content of this page