আলোচ্য বিষয়:
এ পাঠ শেষে আপনি- লক্ষন দেখে গর্ভবতী গাভী চেনার উপায় জানবেন। গভীবতী গাভীর শারীরিক বৈশিষ্ট্য সমূহ বলতে পারবেন।
(১) মূলতত্ত্ব
প্রাকৃতিক উপায়ে বা কৃত্রিম পদ্ধতিতে গাভীকে প্রজনন করার পরও অনেক সময় গর্ভ ধারণ সম্বন্ধে সন্দেহ থেকে যায়। কারন গর্ভ ধারণের কাল পাঁচ মাসের কম হলে বাইরের লক্ষণের উপর পুুরোপুরি বিশ্বাস করা যায় না। তাই গর্ভবতী গাভী নির্ধারণ সত্যিই একটি কঠিন ব্যপার। এ অংশে আপনারা লক্ষণ দেখে একটি গর্ভবতী গাভী চেনার উপায় শিখতে পারবেন।
(২) গর্ভবতী গাভী চেনার উপায়
গাভীকে শান্তভাবে দাঁড় করে নাও এবং নিম্নলিখিত লক্ষণগুলো পর্যবেক্ষণ করুন।
- গাভী ষাঁড়ের কাছে থাকতে পছন্দ করে কিনা।
- গাভীর পেট স্বাভাবিকের চেয়ে বড় কিনা লক্ষ করুন।
- তিন মাস বয়সের পর থেকে পেটের ভেতর কিছু নড়াচড়া করে কিনা।
- দুধ ধীরে ধীওে কমে যায় কিনা।
- যৌনাঙ্গ ফুলে যায়, ঝুলে পড়ে এবং নরম হতে থাকে কিনা খেয়াল করুন।
- খয়েরী রঙের মল ত্যাগ করে কিনা দেখুন।
- বাঁট ধরে টান দিলে কলার কসের মত আঠালো পদার্থ বের হয় কিনা পরীক্ষা কর।
- দূর্বা ঘাসের উপর কয়েকদিন প্রসাব করালে ঘাস হলুদ হয়ে যায় কিনা।
এসব লক্ষণগুলো যদি নির্বাচিত গাভীর সাথে মিলে যায় তবে বুঝে নিতে পারেন যে গাভটি গর্ভবতী।
(৩) সাবধানতা
- গাভীটি শান্ত করে নিয়ে খুঁটির সাথে বেঁধে নিন।
- খুব সাবধানে লক্ষণগুলো পর্যবেক্ষণ করতে হবে যাতে কওে বাচ্চার কোন ক্ষতি না হয়।
[সূত্র: ওপেন স্কুল]