Skip to content

 

পশু-পাখির খাবার পানি

(১) পশু-পাখির জন্য পানির প্রয়োজনীয়তা: পানির অপর নাম জীবন। পানি ছাড়া মানুষ, পশু-পাখি, গাছপালা কোনো জীবই বাঁচতে পারে না।

  • পুষ্টি উপাদান দেহের এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের জন্য পানি প্রয়োজন।
  • পানি হজম, বিপাকপ্রক্রিয়া ও দূষিত পদার্থ দেহ থেকে নির্গত হতে সাহায্য করে।
  • শরীরের উত্তাপ নিয়ন্ত্রণ করতে পানির ভূমিকা রয়েছে।

পানি জীবদেহের জন্য একটি অপরিহার্য উপাদান। দেহের গঠনের উপাদানের মধ্যে পানির পরিমাণ সবচেয়ে অধিক। প্রাণিদেহের শতকরা প্রায় ৭০ ভাগই পানি।.

চিত্র- গৃহপালিত পশু-পাখি পানি পান করছে
চিত্র- গৃহপালিত পশু-পাখি পানি পান করছে

(২) গৃহপালিত পশু-পাখির খাবার পানির উৎস: নলকূপ, কুয়া, পুকুর ইত্যাদির পরিষ্কার ও বিশুদ্ধ পানি। 

(৩) পশু-পাখির দেহে পানির কাজ:

  1. পানি খাদ্যকে শোষণ করতে সাহায্য করে। 
  2. দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ ও খাদ্য পরিপাকে সাহায্য করে। 
  3. পুষ্টি উপাদান কোষে পৌঁছাতে সাহায্য করে। 
  4. সেহে তারল্য বজায় রাখে। 
  5. বিভিন্ন প্রকার পাচকরস পরিবহনে সাহায্য করে।

(৪) পশু-পাখির পানির ঘাটতিজনিত সমস্যা: পরিমিত পরিমাণ পানি গ্রহণ না করলে তাদের অন্যান্য খাদ্র গ্রহণ ও ব্যবহারে বিঘ্ন সৃষ্টি হবে। পশু-পাখির উৎপাদন ও ওজন কমে যাবে। পশু-পাখির গর্ভকালীন পানির অভাবে পেটের বাচ্চা ও ডিম উৎপাদন হুমকির সম্মুখীন হবে। এমনকি পানির অভাবে মারাও যেতে পারে।

  • পশুকে পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার ও বিশুদ্ধ পানি খাওয়াতে হবে।
  • পশু-পাখি যাতে কোনোভাবেই পঁচা বা দূষিত পানি না খেতে পারে, সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে।
  • পানি জীবাণুমুক্ত হতে হবে।
  • এছাড়া পানির প্রয়োজনীয়তা খাদ্য, আবহাওয়া ও বয়সের উপর নির্ভর করে।
  • শীতকালের চেয়ে গ্রীষ্মকালে পানি বেশি প্রয়োজন। শুকনো ঘাস ও দানাদার খাদ্য বেশি খাওয়ালে পানি বেশি প্রয়োজন হবে।

পানির চাহিদা দুধেল গাভির পানির বেশি প্রয়োজন। একটি দুধেল গাভি দৈনিক ৩০-৪০ লিটার পানি পান করে থাকে। একটি মুরগি তার খাদ্যের দ্বিগুণ পানি পান করে। হিসাব করে দেখা গেছে, একটি মুরগি দৈনিক ২০০-৩০০ মিলি পানি পান করে।

See also  মাছ চাষে পানি: পানির ভৌত ও রাসায়নিক গুণাগুণ এবং মাছ চাষে তার প্রভাব

[সূত্র: এনসিটিবি]

Leave a Reply

nv-author-image

inbangla.net/krisi

Everything related to animal and plants in the Bangla language!View Author posts

You cannot copy content of this page